প্রায় দুই দশকের আস্থা, নির্ভরযোগ্যতা ও প্রযুক্তিগত উৎকর্ষতার ধারাবাহিকতায় শাহ্ সিমেন্ট অর্জন করল আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সুপারব্র্যান্ডস’ অ্যাওয়ার্ড। গত শনিবার রাজধানীর লো মেরিডিয়েন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬’ গালা ইভেন্টে এ সম্মাননা দেওয়া হয়।

বাড়ি নির্মাণ থেকে শুরু করে দেশের মেগা প্রজেক্ট—সবখানেই গ্রাহকের অন্যতম পছন্দ শাহ্ সিমেন্ট। তারই ধারাবাহিকতায় টানা চতুর্থবারের মতো এ অজর্নের মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করল প্রতিষ্ঠানটি।

সুপারব্র্যান্ডস হলো যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বের ৯০টির বেশি দেশে শীর্ষ ব্র্যান্ডগুলোকে সম্মাননা দিয়ে থাকে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বাজারে গ্রাহকের আস্থা, গুণগত মান, সৃজনশীলতা ও দীর্ঘমেয়াদি সাফল্যের স্বীকৃতি হিসেবে নির্বাচিত ব্র্যান্ডগুলোকে তুলে ধরা হয়। এবারের আসরে বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে বিশেষজ্ঞ প্যানেল ও গবেষণার ভিত্তিতে ‘সুপারব্র্যান্ডস’ তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে দুই পক্ষের মিছিল-উত্তেজনা, আটক ৩

সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে কালীগঞ্জ উপজেলার ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নাশকতার আশঙ্কায় তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুরের শুভংকর ঘোষ (৪০), কাশিবাটির আবদুল মান্নান সরদার (২৩) ও বাটরার আল মামুন (২৩)।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের নেতৃত্বে ফুলতলায় মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। একই সময় মনোনয়নবঞ্চিত প্রার্থী শহিদুল আলমের সমর্থকেরা কালো পতাকা মিছিলের আয়োজন করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হলে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

গতকাল রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পাওয়া যায়, একদল নাশকতাকারী বিপুল পরিমাণ লাঠিসোঁটা, ইটপাটকেল, গুলতি, লোহার বল, ধারালো অস্ত্রসহ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কালীগঞ্জ সেনা ক্যাম্পের বিশেষ টহল দল দ্রুত ফুলতলা এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অস্ত্র ও লোহার টুকরা পাশের নদীতে ফেলে পালানোর চেষ্টা করেন। পরে সেনাসদস্যরা চারজনকে আটক করেন ও চারটি গাড়ি (একটি মিনি ট্রাক ও তিনটি পিকআপ ভ্যান) জব্দ করে পুলিশে হস্তান্তর করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় লাঠি, ইটপাটকেল, গুলতি, লোহার পাইপ ও ধারালো লোহার টুকরা। পরে পুলিশ এক তরুণকে তাঁর বাবার জিম্মায় ছেড়ে দেয়।

বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের ছেলে কাজী সাজিদ রহমানের দাবি, ‘মনোনয়ন না পাওয়া শহিদুল আলমের কর্মী-সমর্থকেরা আমাদের ওপর হামলা করার উদ্দেশ্যে এসব লাঠিসোঁটা নিয়ে এসেছিলেন।’

এ বিষয়ে শহিদুল আলম বলেন, ‘আমি শুনেছি কিছু মানুষ কাজী আলাউদ্দিনকে বয়কট করার জন্য কালো পতাকা নিয়ে সেখানে গিয়েছিলেন। আমার কর্মী-সমর্থকেরা কেউ লাঠিসোঁটা নিয়ে সেখানে যাওয়ার প্রশ্নই আসে না।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সেনাবাহিনী গতকাল রাত ১০টার দিকে চারজনকে থানায় সোপর্দ করে। আটক চারজনই পিকআপচালক। তাঁদের একজন এইচএসসি পরীক্ষার্থী। তাঁকে তাঁর বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্য তিনজনকে আজ শুক্রবার সকালে ১৫১ ধারায় আদালতে পাঠানো হবে। তাঁদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলা দেওয়া হয়নি।

সম্পর্কিত নিবন্ধ