উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট হতে যাওয়া লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি  ও বজ্রসহ বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এরই ধারাবাহিকতায়, রাত থেকে রাজধানীতে বজ্রসহ মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়, যার ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বেশ কয়েকটি এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন:

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে

পাহাড়ি ঢলে মহালছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

এই পরিস্থিতি মোকাবিলায় ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা প্রতিটি ওয়ার্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি, ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম সক্রিয়ভাবে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে।

সোমবার ডিএসসিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএসসিসির তথ্য অনুযায়ী, গ্রীন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, সাত মসজিদ রোড এবং ধানমন্ডি এলাকার জলাবদ্ধতা ইতোমধ্যে সমাধান হয়েছে।

তবে পানি নির্গমনের আউটলেট অংশ ও খাল-নদীর পানির স্তর প্রায় সমান হওয়ার ফলে কিছু এলাকায় পানি নামতে সময় লাগছে। এসব এলাকায় অস্থায়ী পোর্টেবল পাম্প স্থাপন করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কমলাপুরে স্থাপিত হাই প্রেসার ভার্টিক্যাল পাম্প ব্যবহার করে পানি দ্রুত অপসারণের কাজও চলমান রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বিক পরিস্থিতি নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। জরুরি প্রয়োজনে নাগরিকরা ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

ঢাকা/এএএম/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ন বন দ ড এসস স এল ক য়

এছাড়াও পড়ুন:

তাস খেলার সময় পুলিশ আসার খবরে ডোবায় লাফ, পরে লাশ উদ্ধার

বন্ধুরা মিলে তাস খেলছিলেন। কেউ একজন তাঁদের বলেন, পুলিশ আসছে। এটি শুনেই পার্শ্ববর্তী ডোবায় লাফ দেন মাসুদ রানা (৩৫) নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আজ সোমবার দুপুরে নগরের বন্দর থানার মধ্যম হালিশহর ২ নম্বর সাইট থেকে লাশটি উদ্ধার করেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. মাঈনুদ্দীন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে সকালে একটি ডুবুরি টিম ওই জলাশয়ে তল্লাশি শুরু করে। দুপুরের দিকে প্রায় ২০ ফুট পানির নিচে তলিয়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার বিকেল থেকে জলাশয়ের ধারে বসে তাস খেলছিলেন মাসুদসহ স্থানীয় কয়েকজন। সন্ধ্যার পর পুলিশ আসার খবর পেয়ে ৭ থেকে ৮ জন একসঙ্গে জলাশয়ে লাফ দেন। অন্যরা তীরে উঠতে পারলেও মাসুদ তলিয়ে যান।

জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, পুলিশের কোনো অভিযান সেখানে ছিল না। কেউ দুষ্টুমি করে তাঁদের ভয় দেখানোর জন্য পুলিশের কথা বলতে পারেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মাসুদ পোশাক কারখানায় চাকরি করতেন।

সম্পর্কিত নিবন্ধ