নারায়ণগঞ্জে ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি উদ্ধার, জিডি
Published: 22nd, September 2025 GMT
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ময়লার স্তূপ থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পোলিং এজেন্টদের পরিচয়পত্র ও নির্বাচনী সিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে এগুলো উদ্ধার হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবদুস সাত্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আরো পড়ুন:
ভাঙ্গায় ভাঙচুর-আগুন: নিক্সন চৌধুরীসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা
যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতি: হ্যান্ডকাফ-ওয়াকিটকিসহ গ্রেপ্তার ৪
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় একটি সাদা গাড়িতে করে কয়েকজন ফতুল্লা স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে কয়েকটি বস্তা ফেলে যান। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা বস্তা খুলে দেখতে পান, ভেতরে হাজারো এনআইডি কার্ড, পোলিং এজেন্টদের কার্ড ও সিল রয়েছে। রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব সামগ্রী নির্বাচন কমিশনের নারায়ণগঞ্জ অফিসে জমা দেয়।
স্বেচ্ছাসেবক দলের স্থানীয় কর্মী নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, “স্টেডিয়াম এলাকায় আমার একটি স মিল রয়েছে। সেখানে ময়লা না ফেলার জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছি। রবিবার সন্ধ্যায় সাদা গাড়ি থেকে কয়েকজন লোক বস্তা ফেলে যায়। আমাদের কর্মীরা গিয়ে দেখতে পায়, এগুলো ময়লা নয়, বরং এনআইডি কার্ডসহ নির্বাচনীসামগ্রী। তখনই পুলিশকে খবর দেওয়া হয়।”
থানায় করা জিডিতে উল্লেখ করা হয়েছে, ফতুল্লা মডেল থানার রামারবাগ এলাকায় স্টেডিয়ামের পাশে ময়লার স্তূপে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন নামের লেমিনেটিং করা প্রায় চার হাজার জাতীয় পরিচয়পত্র পড়ে ছিল। সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং জাতীয় পরিচয়পত্রগুলো নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে অফিসের হেফাজতে সংরক্ষণ করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো.
ঢাকা/অনিক/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র ন র য়ণগঞ জ উদ ধ র
এছাড়াও পড়ুন:
আল্লাহর আইন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না : মাও. জব্বার
নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, আল্লাহর আইন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না।
আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে এই সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য এই সমাজকে নতুনভাবে বিনির্মান করার জন্য আগামীর যে শতাব্দী হবে,সেটা হবে ইসলামীক সমাজ ব্যাবস্থার শতাব্দী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ফতুল্লার শহীদ তিতুমীর স্কুলে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষের নেতা না হয়ে মানুষের খাদেম হিসাবে কাজ করবো। আমরা আখের গোছানোর জন্য নেতৃত্ব দিবো না,মানুষের খেদমত করার জন্য নেতৃত্ব দিবো। আল্লাহর রসূল যেভাবে কাজ করেছেন, সেভাবেই কাজ করবো।
আল্লাহর রাসূলের যেখানে অধিকার খর্ব করা হয়েছে, সেখানেই প্রতিরোধ তৈরী করেছেন। ঠিক রাসূলের দেখানো পথে আমরা চলবো, ইনশাআল্লাহ।
এছাড়া যুব সমাবেশ শেষে গণসংযোগ করে শহীদ তিতুমীর স্কুল থেকে হাজীগঞ্জ রেললাইন এসে শেষ হয়।
উক্ত গণসংযোগে বক্তৃতায় তিনি বলেন, আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আপনাদের সজাগ থেকে সৎ ও যোগ্য লোককে নির্বাচীত করতে হবে।তাহলেই আল্লাহ এবং রাসূলের পথে চলা সম্ভব হবে।
যুব সমাবেশ এবং গণসংযোগে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং এইচ এম নাসির উদ্দিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন।
নারায়ণগঞ্জ উত্তর থানার আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে, সেক্রেটারি আব্দুর রহিম'র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নাসিক ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, আইলপাড়া পাঠানটুলি ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ সোহাগ, পানিরকল, এম সার্কাস ইউনিটির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, ১১ নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ খোকন প্রমূখ।