এশিয়া কাপে ভারতের বিপক্ষে গতকালের ম্যাচে ফখর জামানের বিতর্কিত আউট নিয়ে আইসিসির কাছে অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দুনিয়া নিউজ’ জানিয়েছে, আম্পায়ারের বিরুদ্ধে তদন্তের আবেদনও জানিয়েছে পিসিবি।

দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ৫ উইকেটে ১৭১ রান তুলে ৭ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে সূর্যকুমার যাদবের দল। টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার তৃতীয় বলটিতে উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওপেনার ফখর জামান। আর সেখান থেকেই শুরু বিতর্ক।

স্যামসন ক্যাচটি ঠিকভাবে নিয়েছেন নাকি বল তাঁর গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে লেগেছে, তা নিশ্চিত হতে পারেননি মাঠের বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। তিনি সিদ্ধান্তের ভার দেন তৃতীয় আম্পায়ার, শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগের হাতে। ভিডিও রিপ্লে দেখে রুচিরা জানান, স্যামসনের আঙুল বলের নিচে ছিল। তাই ফখরকে আউট ঘোষণা করেন তিনি।

কিন্তু ফখর সেই সিদ্ধান্তে মোটেও খুশি হননি। প্যাডে ব্যাট মেরে ক্ষোভ ঝাড়েন, মুখভর্তি হতাশা নিয়ে মাঠ ছাড়েন।

টিভি রিপ্লের একটি অ্যাঙ্গেল দেখে অনেকের মনে হয়েছে, বল আগে মাটি ছুঁয়ে তারপর স্যামসনের গ্লাভসে জমা পড়ে। সাধারণত টিভি আম্পায়ার অকাট্য প্রমাণ না পেলে ‘বেনিফিট অব ডাউট’ দেন ব্যাটসম্যানকে। কিন্তু ফখরের ক্ষেত্রে কীভাবে এতটা নিশ্চিত হলেন রুচিরা—সেই প্রশ্ন এখন ঘুরছে ক্রিকেটপাড়ায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘আম্পায়াররাও ভুল করতে পারেন। কিন্তু আমার মনে হয়েছিল, বলটা গ্লাভসে যাওয়ার আগে মাটিতে পড়েছিল। আমি ভুলও হতে পারি।’

আরও পড়ুনরউফ-অভিষেকের বাগ্‌বিতণ্ডায় আম্পায়ারের হস্তক্ষেপ, আসলে কী হয়েছিল৬ ঘণ্টা আগে

পিসিবির অভিযোগের বিষয়ে টেলিকমএশিয়া.

নেট জানিয়েছে, ‘পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমা প্রথমে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে যান। কিন্তু তাঁকে জানানো হয়, বিষয়টি রেফারির এখতিয়ার নয়। এরপর চিমা সরাসরি আইসিসিতে মেইল করে আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ জানান।’

চলমান এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্কের তালিকায় নতুন সংযোজন ফখরের এই আউট। এর আগে গ্রুপ পর্বে ভারতের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোয় তুমুল বিতর্ক হয়েছিল। তখনো ম্যাচ রেফারি পাইক্রফটের অপসারণ চেয়ে আইসিসির কাছে অভিযোগ করেছিল পিসিবি। সেই বিতর্ক থামতে না থামতেই ফখরের আউট নিয়ে আবারও ঝামেলার আগুন জ্বলে উঠেছে।

সুপার ফোরে আগামীকাল আবুধাবিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।

আরও পড়ুনভারত-পাকিস্তান দ্বৈরথ আর নেই, বললেন সূর্যকুমার৬ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম প য় র স য মসন ব তর ক আইস স ফখর র

এছাড়াও পড়ুন:

শান্তা হোল্ডিংস টানা চতুর্থবার পেল ‘সুপারব্র্যান্ডস’ অ্যাওয়ার্ড

আবাসন খাতে দেশের অন্যতম সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে শান্তা হোল্ডিংস লিমিটেড। টানা চতুর্থবারের মতো সম্মানজনক এ অর্জনের মাধ্যমে শান্তা হোল্ডিংস আবারও দেশের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ডগুলোর কাতারে নিজের অবস্থান সুদৃঢ় করেছে।

‘সুপারব্র্যান্ডস’ হলো একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা দীর্ঘস্থায়ী প্রভাব, ভোক্তা আস্থা ও বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে ব্র্যান্ডকে স্বীকৃতি দিয়ে থাকে। ২০১৮-১৯ সাল থেকে পরপর চারবার শান্তা হোল্ডিংসের এই অর্জন প্রমাণ করে প্রতিষ্ঠানটির অঙ্গীকার ও ঐতিহ্য, যা গড়ে উঠেছে গুণগত মান, উদ্ভাবন ও নির্ভরযোগ্যতার ওপর ভিত্তি করে।

গত দুই দশকে শান্তা হোল্ডিংস তাদের আইকনিক প্রকল্পের মাধ্যমে ঢাকার আকাশরেখা বদলে দিয়েছে। আধুনিক নকশা, টেকসই নির্মাণ, মানসম্মত কাজ এবং উন্নত জীবনযাপনের প্রতিশ্রুতি—এসবের সমন্বয়ে প্রতিটি প্রকল্প আলাদা পরিচিতি তৈরি করেছে। আবাসিক হোক বা বাণিজ্যিক—শান্তার প্রতিটি প্রকল্পই মানুষের জীবনকে আরও সুন্দর ও আধুনিক করে তুলতে কাজ করছে।

সম্পর্কিত নিবন্ধ