খুলনা জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ায় মা শাহজাদী ও তাঁর ১২ দিন বয়সী কন্যাসন্তানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের পরামর্শে গতকাল রোববার রাতেই তাঁদের পৃথক কেবিনে রাখা হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে আজ সোমবার সকালে খুলনা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে মা শাহজাদী ও তাঁর মা নার্গিস বেগমের জামিন আবেদন করা হয়। তবে আদালতের বিচারক মো.

আনিসুর রহমান তা নামঞ্জুর করেন।

শাহজাদীর আইনজীবী শেখ রফিকুজ্জামান প্রথম আলোকে জানান, মামলায় মানব পাচারের অভিযোগ থাকায় নিম্ন আদালতের জামিনের এখতিয়ার নেই। তাই জামিন দেওয়া সম্ভব হয়নি। আদালতের আদেশের অনুলিপি পাওয়ার পর আগামীকাল মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে আবার জামিন আবেদন করা হবে।

নবজাতক চুরির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গতকাল শাহজাদীকে খুলনা অতিরিক্তি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর শাহজাদী ও তাঁর মেয়েকে গতকাল বিকেলে কারাগারে পাঠানো হয়।

খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান প্রথম আলোকে বলেন, গতকাল রাতে শাহজাদী অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া শিশুর বয়স মাত্র ১২ দিন। বাচ্চা ছোট আবার সিজারের রোগী, তাই তাঁরা কারাগারে রেখে আর ঝুঁকি নিতে চাননি। চিকিৎসকের পরামর্শে রাতেই তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়।

আরও পড়ুনমায়ের কোলে ১১ দিনের নবজাতক, প্রিজন ভ্যানে চেপে কারাগারে২১ সেপ্টেম্বর ২০২৫

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর শাহজাদী যে হাসপাতালে ছিলেন, সেই একই হাসপাতাল থেকে আরেক প্রসূতির চার দিন বয়সী ছেলে নবজাতক চুরি হয়। শাহজাদীর মা নার্গিস বেগমের কাছ থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার করা হয় এবং তখনই তিনি আটক হন। নার্গিস বেগম পুলিশকে জানিয়েছিলেন, মেয়ের সংসার টিকিয়ে রাখতে তিনি এমনটা করেছিলেন।

শাহজাদীর আইনজীবী শেখ রফিকুজ্জামান বলেন, শাহজাদী পঞ্চমবারের মতো কন্যাসন্তান জন্ম দিয়েছেন। পরিবার ও স্বামীর পক্ষ থেকে সন্তান ছেলে হওয়ার প্রত্যাশার চাপ ছিল। কন্যা হলে তাঁকে বিবাহবিচ্ছেদের হুমকি দেওয়া হয়েছিল। সন্তান জন্মের পর স্বামী শাহজাদীকে আর ঘরে নিতে চাননি, হাসপাতাল থেকেও ছাড়াবেন না বলে হুমকি দেন। শাহজাদীর মা একজন বুদ্ধিপ্রতিবন্ধী, কড়া মাত্রার ওষুধ সেবন করেন। তিনি হাসপাতাল থেকে ছেলে নবজাতককে চুরি করে গ্রামের বাড়িতে যান। বাড়ির লোকজন বুঝতে পেরে শিশুটিকে আবার হাসপাতালে ফিরিয়ে আনেন। পুলিশ খুলনার রূপসা থেকে উদ্ধার করেছে বলে যেটা বলছে, সেটা সত্য নয়। পুলিশ অযথা ক্রেডিট নিচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানা–পুলিশের এসআই শাহীন কবির বলেন, বিষয়টি এখন আদালতের এখতিয়ারাধীন। সিদ্ধান্ত আদালত থেকেই আসতে হবে।

চুরি হওয়া শিশুর বাবা মির্জা সুজন মানব পাচার আইনে মামলা করেন। তবে তিনি প্রথম আলোকে জানিয়েছেন, ‘আমার সন্তান জন্মের পর বুকের দুধ পাচ্ছিল না। শাহজাদী শিশুকে বুকের দুধ খাইয়েছেন। পরে জানতে পেরেছি, যিনি শিশুটিকে নিয়েছিলেন, তিনি শাহজাদীর মা, মানসিক রোগে আক্রান্ত। বর্তমানে আমার সন্তান ফিরে পেয়েছি, আর কোনো অভিযোগ নেই। আমি মামলা চালাতে চাই না। উকিলকে সব বলেছি।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ হজ দ র সন ত ন গতক ল

এছাড়াও পড়ুন:

ছেলেকে ছাড়াতে ব্যক্তিগত উড়োজাহাজের প্রস্তাবও দেন শাহরুখ

বলিউড তারকা শাহরুখ খানের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল ২০২১ সালের অক্টোবর মাস। তাঁর ছেলে আরিয়ান খানকে মুম্বাইয়ের সমুদ্রতটে ‘ড্রাগস-অন-ক্রুজ’ মামলায় গ্রেপ্তার করে এনসিবি। এ ঘটনায় দেশজুড়ে শুরু হয় হইচই। ছেলেকে জামিনে মুক্ত করতে তখন শাহরুখ মরিয়া হয়ে ওঠেন। সম্প্রতি জানা গেছে, সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রবীণ আইনজীবী মুকুল রোহতগিকে রাজি করাতে শাহরুখ শুধু ফোনেই থেমে থাকেননি, তিনি রোহতগির স্ত্রীকেও অনুরোধ করেছিলেন। এমনকি তাঁকে আনার জন্য ব্যক্তিগত জেট ব্যবহারের প্রস্তাবও দেন। খবর হিন্দুস্তান টাইমসের

স্ত্রীর কাছে শাহরুখের আবেদন
রিপাবলিক টিভির এক অনুষ্ঠানে মুকুল রোহতগি নিজেই স্মৃতিচারণা করেছেন। তিনি বলেন, ‘আমি তখন যুক্তরাজ্যে ছুটিতে ছিলাম। হঠাৎ মিস্টার খানের ঘনিষ্ঠ একজন ফোন করে জানালেন, বোম্বে হাইকোর্টে আরিয়ানের মামলায় তিনি চান আমি লড়ি। আমি তখন ছুটি ছেড়ে আসতে চাইনি। পরে শাহরুখ নিজেই ফোন করলেন। একই কথা বললাম। তখন তিনি বললেন, “আমি কি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারি?”’
রোহতগি জানান, শাহরুখ তাঁর স্ত্রীকে বলেছিলেন, ‘এটা ক্লায়েন্টের মামলা নয়, আমি একজন বাবা।’ এই আবেগঘন অনুরোধে আইনজীবীর স্ত্রী তাঁকে রাজি করান।

আরও পড়ুনজেলে সাড়ে তিন হাজার কয়েদির মধ্যে ছিলেন আরিয়ান২০ মার্চ ২০২৫শাহরুখ খান। এএফপি

সম্পর্কিত নিবন্ধ

  • আমিনুলের চিঠি হাইকোর্টে স্থগিত, দেড় ঘণ্টা পর আবার বহাল
  • আইনজীবীর জেরায় জুনায়েদ বললেন, জুলাই আন্দোলনে ষড়যন্ত্রকারী ছিলাম, সত্য নয়
  • গণ–অভ্যুত্থানে বিদেশি শক্তির ইন্ধন ছিল না: নাহিদ ইসলাম
  • সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহ উদ্দীন আহমাদ আর নেই
  • ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, পুরোনো নেতৃত্বেই আস্থা কাউন্সিলরদের
  • ঝালকাঠিতে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে পড়েছিল চিরকুট
  • ঝালকাঠিতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট
  • ছেলেকে ছাড়াতে ব্যক্তিগত উড়োজাহাজের প্রস্তাবও দেন শাহরুখ