ঢাকার ধামরাই উপজেলায় একটি আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায় একটি পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, উপজেলার দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫) ও চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির হোসেন (২৫)। এ ছাড়া দুর্ঘটনায় আহত হন আরও দুজন। তাঁরা হলেন সাইফুজ্জামান ও মিজান। তাঁদের ধামরাইয়ের ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রাতে সাভার উপজেলার জামগড়া এলাকা থেকে মুরগির খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারের দিকে ওই পিকআপ নিয়ে যাচ্ছিলেন চালক। এ সময় যানটিতে আরও তিনজন ছিলেন। ধানতারা বাজারে ক্রেতাকে পণ্য বুঝিয়ে দিয়ে পিকআপটি নিয়ে তাঁরা ধামরাই ফিরছিলেন। পথে কান্দাপটল এলাকায় পৌঁছালে পিকআপটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। একপর্যায়ে এটি পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করেন। এ ছাড়া আহত সাইফুজ্জামান ও মিজানকে উদ্ধার করে ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সদস্যদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, চালকসহ নিহত ২

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

আরো পড়ুন:

মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

জানাজায় অংশ নিতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিহত দুইজনের নামই মনির হোসেন। একজন দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে, অপরজন চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি প্রথমে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এরপর সেটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত দুইজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আহত দুইজনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, চালকসহ নিহত ২