নিবন্ধনের বিষয়ে জানতে ইসিতে এনসিপির প্রতিনিধিদল
Published: 22nd, September 2025 GMT
রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধনের বিষয়ে অগ্রগতি জানতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে গেছে দলটির প্রতিনিধিদল।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নির্বাচন কমিশন ভবনে যান তারা। তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রতিনিধিদলে আরো আছেন- দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
দলীয় সূত্র জানিয়েছে, এনসিপির নেতারা দলটির নিবন্ধন ও প্রতীক নিয়ে সিইসি সঙ্গে আলোচনা করবেন।
এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয়টি নতুন রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের অনুমোদন সম্পন্ন হলে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে নিবন্ধন দেওয়ার জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হয়েছে। তবে, কমিশন চাইলে প্রস্তাবিত তালিকায় সংযোজন-বিয়োজন করতে পারবে।
ঢাকা/রায়হান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন, ফায়ার সার্ভিসের অন্তত ৫ কর্মী দগ্ধ
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার সাহারা সুপার মার্কেটসংলগ্ন একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের অন্তত পাঁচ কর্মী দগ্ধ হয়েছেন। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম, পরিদর্শক জান্নাতুল নাইম, মো. শামিম ও নুরুল হুদা। আরেক কর্মীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, টঙ্গীর সাহারা মার্কেট ও এর আশপাশের এলাকায় রাসায়নিকের অনেক গুদাম গড়ে উঠেছে। এসব গুদামে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় সেখানে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছিল। আজ বেলা সাড়ে তিনটার দিকে একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে তা বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় আগুনের তীব্রতায় ফায়ার সার্ভিসের অন্তত পাঁচ কর্মী দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে আরও কয়েকটি ইউনিট যুক্ত হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা দাহ্য পদার্থ থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত।