ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্স, থানা এবং হাইওয়ে থানাসহ কয়েকটি সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৭ জনের নামে মামলাটি করেছে উপজেলা প্রশাসন।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভাঙ্গা উপজেলার সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সৌমেন্দ্র নাথ সরকার বাদী হয়ে মামলাটি নথিভুক্ত করেন।

আরো পড়ুন:

যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতি: হ্যান্ডকাফ-ওয়াকিটকিসহ গ্রেপ্তার ৪

জুলাই মামলার আসামি হয়েছেন বেরোবির সহকারী প্রক্টর

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত মোট তিনটি মামলা হয়েছে।

শুক্রবার করা মামলায় আসামিদের মধ্যে গুরুত্বপূর্ণ হলেন- হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো.

খোকন মিয়া এবং মাদারীপুরের শিবচর উপজেলার চর দত্তপাড়া মহল্লার মনির চৌধুরী। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে অনেককে। 

মামলার বিবরণ:
মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর হামলা ও ভাঙচুরের পাশাপাশি সরকারি সম্পদ লুটপাট করা হয়, যার ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। হামলাকারীরা বিভিন্ন রেজিস্টার, নথিপত্র, কম্পিউটার সামগ্রী এবং মোটরসাইকেল উপজেলা নির্বাচন অফিসের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে। এই সিদ্ধান্তে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে ভাঙ্গা উপজেলার জনগণ বিক্ষোভ শুরু করে এবং ১৫ সেপ্টেম্বর বিক্ষুব্ধ জনতা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্সে হামলা ও অগ্নিসংযোগ করে।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

ঢাকা/তামিম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প ট ম বর উপজ ল র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)

চতুর্থ যুব ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ–আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।৪র্থ যুব ওয়ানডে

বাংলাদেশ–আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস

ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ

ইংল্যান্ড–হাইতি
সন্ধ্যা ৬–৩০ মি., ফিফা+ টিভি

ব্রাজিল–ইন্দোনেশিয়া
রাত ৯–৪৫ মি., ফিফা+ টিভি

জার্মান বুন্দেসলিগা

ব্রেমেন–ভলফসবুর্গ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা

এলচে–রিয়াল সোসিয়েদাদ
রাত ২টা, রাজধানী টিভি ও বিগিন অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ