এনসিপি পাবে ১৫০ আসন, তবে বিএনপি ৫০-১০০ এর বেশি পাবে না
Published: 22nd, September 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসন পাবে এনসিপি। আর বিএনপি ৫০-১০০ এর বেশি আসন পাবে না। এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা প্রতীক থেকে সরবে না।”
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আঁগারগাওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলচেষ্টার অভিযোগ
খুলনায় ৭ মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার
নিবন্ধন, প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা বলা হয়েছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।”
তিনি বলেন, “আমাদের জন্য একটি সুখবর আসছে, জুলাই পরবর্তী সময়ে। আমরা আজকেও বলেছি শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনটি প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে। এর ব্যত্যয় হবে না। ইসি না মানলে কীভাবে আদায় করতে হয় তা আমরা জানি।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে নারী, গণঅভ্যুত্থানে কৃষক, শ্রমিকসহ যারা ছিলেন তাদের নিয়ে এনসিপির প্রার্থিতা থাকবে। আমাদের আলোচনা চলছে।”
ঢাকা/রায়হান/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ জ ত য় ন গর ক প র ট এনস প এনস প ব এনপ
এছাড়াও পড়ুন:
রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন:
যশোরে পুলিশ পরিচয়ে ডাকাতি: হ্যান্ডকাফ-ওয়াকিটকিসহ গ্রেপ্তার ৪
বৈষম্যবিরোধী মামলায় কুবি কর্মচারী গ্রেপ্তার
গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহচর উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. কামাল হোসেন (৪৮), কদমতলী ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী মো. মনির হোসেন (৪৬), আওয়ামী লীগ কর্মী মো. জামাল হোসেন (৪০), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. রনি (৩৫), নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪) এবং গাজীপুর ১ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)।
ডিবি সূত্র জানায়, রবিবার রাত ১০টার দিকে রাজধানীর বেইলি রোড থেকে কামাল হোসেনকে, রাত সাড়ে ১০টায় জুরাইন থেকে মনির হোসেনকে, রাত সাড়ে ১১টায় ধানমন্ডি থেকে আব্দুল ওয়াদুদ পিন্টুকে, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে চকবাজার থেকে মোহাম্মদ হাবিবুর রহমান গাজীকে, রাত ১টা ২৫ মিনিটের দিকে বনশ্রী ডি ব্লক থেকে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে, সন্ধ্যা ৬টার দিকে রনিকে চকবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও লোক সরবরাহের অভিযোগ রয়েছে।
ঢাকা/মাকসুদ/রাজীব