ইংল্যান্ডে ১৬২ দলের মধ্যে সবার শেষে গোল করল মার্তিনেজের অ্যাস্টন ভিলা
Published: 22nd, September 2025 GMT
ইংলিশ ফুটবলের শীর্ষ সাত স্তরে (প্রিমিয়ার লিগ থেকে ন্যাশনাল লিগ নর্থ ও সাউথ) সব মিলিয়ে খেলে ১৬২টি দল। গতকাল রাত পর্যন্ত এই সাত স্তরে চলতি মৌসুমে একমাত্র গোলহীন দল ছিল অ্যাস্টন ভিলা।
টানা চার ম্যাচে গোল–জয়হীন থাকার অস্বস্তি নিয়েই সান্ডারল্যান্ডের মাঠে অতিথি হয়েছিল তারা। শেষ পর্যন্ত ম্যাচের ৬৭ মিনিটে গোল করে অ্যাস্টন ভিলাকে ঐতিহাসিক গোলখরার অস্বস্তি থেকে মুক্তি দেন ম্যাটি ক্যাশ।
এর আগে টানা প্রথম তিন লিগ ম্যাচে গোল করতে না পেরে অনাকাঙ্ক্ষিত এক ইতিহাসে নাম লেখায় ভিলা। ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বারের মতো লিগের প্রথম তিন ম্যাচে গোলশূন্য থাকে তারা। চতুর্থ ম্যাচেও গোল না পেয়ে রেকর্ডটা আরও ‘সমৃদ্ধ’ করে—ক্লাব ইতিহাসে প্রথমবার টানা চার লিগ ম্যাচে গোলশূন্য থেকে মাঠ ছাড়ে উনাই এমেরির দল।
আরও পড়ুনদেম্বেলেই তাহলে আজ ব্যালন ডি’অর পাচ্ছেন৮ ঘণ্টা আগেগতকাল রাতেও একপর্যায়ে মনে হচ্ছিল, রেকর্ডটা পাঁচ ম্যাচ পর্যন্ত গড়াবে। কিন্তু ক্যাশ সেই লজ্জায় দলকে পড়তে দিলেন না। এ মৌসুমে ৪২৭ মিনিট পর দলের হয়ে প্রথম গোল এনে দেন এই পোলিশ রাইটব্যাক। এর আগে শুধু ক্রিস্টাল প্যালেস ২০১৭–১৮ মৌসুমে (৬৪১ মিনিট) এবং নিউক্যাসল ২০০৫–০৬ মৌসুমে (৪৩৮ মিনিট) মৌসুমের প্রথম গোলের জন্য এর চেয়ে বেশি সময় অপেক্ষা করেছিল।
গোল ঠেকিয়ে অ্যাস্টন ভিলাকে লিগের প্রথম জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অ য স টন ভ ল প রথম
এছাড়াও পড়ুন:
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
ভূমধ্যসাগরে নৌযানে অগ্নিকাণ্ড, ৫০ শরণার্থীর মৃত্যু
চট্টগ্রামে ব্রেকিং শিপ ইয়ার্ডে আগুনে ৮ শ্রমিক দগ্ধ
এদিকে, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৬ সদস্য দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
ঢাকা/রেজাউল/রাজীব