চাঁদপুরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু
Published: 22nd, September 2025 GMT
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার উপাদী এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মিজানুর রহমান ওই এলাকার মৃত শিক্ষক আবদুর রহিমের মেজ ছেলে। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের ছোট ভাই। এক ছেলে ও এক মেয়ের বাবা মিজানুর মানসিক প্রতিবন্ধী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেল পাঁচটার দিকে মিজানুর রহমান বাড়ির পাশে একটি বিলে শাপলা তুলতে যান। এরপর তিনি আর ফেরেননি। গতকাল সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর হদিস পাননি। এরপর খুঁজতে খুঁজতে গতকাল রাত ৯টায় ওই বিলের পানিতে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে তাঁরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মিজানুর রহমানের বড় ভাই সফিকুল ইসলাম বলেন, তাঁর ভাই মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। খুব সহজ-সরল স্বভাবের মানুষ ছিলেন তিনি। সাঁতার জানতেন না। ভাইয়ের মৃত্যুতে পরিবার গভীর শোকাহত।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম জ ন র রহম ন গতক ল
এছাড়াও পড়ুন:
সুপার ফোরে একাধিক বাড়তি ‘সুবিধা’ পাবে ভারত
এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হতে বাকি একটি ম্যাচ। তবু আগেই ঠিক হয়ে গেছে সুপার ফোরের চার দল। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত ও পাকিস্তান। আর ‘বি’ গ্রুপ থেকে জায়গা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর পর্ব। নিয়ম অনুযায়ী, চার দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। প্রতিটি দলের সামনে সুযোগ থাকবে তিনটি ম্যাচ খেলার। আর সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ২৮ সেপ্টেম্বরের ফাইনাল।
আরো পড়ুন:
বড় জয়ে শুরু ভারতের
এশিয়া কাপে স্পনসর ছাড়াই মাঠে নামবে ভারত!
তবে সূচি ঘেঁটে দেখা যাচ্ছে, অন্যদের তুলনায় বেশ কিছু বাড়তি সুবিধা পাচ্ছে ভারত।
বিরতি ও ভেন্যুর সুবিধা:
ভারতের প্রতিটি ম্যাচের মাঝেই থাকবে বিশ্রামের বিরতি। ২১ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা। এরপর ২৪ সেপ্টেম্বর নামবে দ্বিতীয় ম্যাচে। অর্থাৎ দুই দিনের বিরতি থাকবে হাতে। ২৬ সেপ্টেম্বরের শেষ ম্যাচের আগে আবারও থাকবে একদিনের বিরতি। এর পাশাপাশি ভারতের সব ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফলে অন্য দলের মতো ভ্রমণের ঝক্কি নেই। একই ভেন্যুর উইকেটে খেলতে নামায় পিচের আচরণ সম্পর্কেও তারা থাকবে বাড়তি সুবিধায়।
অন্যদের চিত্র:
শ্রীলঙ্কা ভারতের মতো দুই দিনের বিরতি পেলেও তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে হবে আবুধাবিতে গিয়ে। আর প্রতিপক্ষ হবে পাকিস্তান, যা চাপের।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২৪ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হওয়ার আগে তিন দিনের বিরতি পেলেও, শেষ ম্যাচ খেলতে হবে পরদিনই অর্থাৎ ২৫ সেপ্টেম্বর। ফলে ক্লান্তি ও পরপর ম্যাচের চাপটা থেকে যাবে লিটন দাসদের ওপর।
সব মিলিয়ে সূচি বিশ্লেষণ করলে স্পষ্ট— সুপার ফোরে ভারতের জন্য তৈরি হয়েছে তুলনামূলক আরামদায়ক পথ। যা তাদের ফাইনালের দৌড়ে এগিয়ে রাখবে শুরু থেকেই।
এক নজরে সুপার ফোরের সূচি-
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | সময় (বাংলাদেশ) |
২০ সেপ্টেম্বর | বাংলাদেশ-শ্রীলঙ্কা | দুবাই | সাড়ে ৮টা |
২১ সেপ্টেম্বর | ভারত-পাকিস্তান | দুবাই | সাড়ে ৮টা |
২৩ সেপ্টেম্বর | পাকিস্তান-শ্রীলঙ্কা | আবুধাবি | সাড়ে ৮টা |
২৪ সেপ্টেম্বর | বাংলাদেশ-ভারত | দুবাই | সাড়ে ৮টা |
২৫ সেপ্টেম্বর | বাংলাদেশ-পাকিস্তান | দুবাই | সাড়ে ৮টা |
২৬ সেপ্টেম্বর | ভারত-শ্রীলঙ্কা | দুবাই | সাড়ে ৮টা |
২৮ সেপ্টেম্বর | ফাইনাল | দুবাই | সাড়ে ৮টা |
ঢাকা/আমিনুল