ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম সরকার (২৮) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ওই গ্রামের মোহাম্মদ কামাল উদ্দিন সরকারের ছেলে। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের ফাঁসি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অটোরিকশা দিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আশরাফুল। সেই সময় বৃষ্টি হচ্ছিল। অটোরিকশা থেকে নামার পরপরই বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঢাকা/মিলন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

অসুস্থ রাজিবের খোঁজখবর নিলেন বিএনপির দুই এমপি প্রার্থী মাসুদুজ্জামান ও মান্নান

ডেঙ্গু জ্বরে আক্রান্ত অসুস্থ নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিবের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। 

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের মিশনপাড়াস্থ বিএনপি নেতা মাশুকুল ইসলাম রাজিবের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। এবং সুস্থতার জন্য দোয়া করেন। 

এসময়ে আরও উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন,মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব উল্লাহ তপন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, হাবিবুর রহমান মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ