ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম সরকার (২৮) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ওই গ্রামের মোহাম্মদ কামাল উদ্দিন সরকারের ছেলে। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের ফাঁসি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অটোরিকশা দিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আশরাফুল। সেই সময় বৃষ্টি হচ্ছিল। অটোরিকশা থেকে নামার পরপরই বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঢাকা/মিলন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভারত ম্যাচের আগে দলে মনোবিদ যুক্ত করেছে পাকিস্তান

ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে দুই দলের খেলোয়াড়দের চাপ অনুভব করা নতুন কিছু নয়। এবার গ্রুপ পর্বের খেলায় ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর জেরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে আজকের সুপার ফোর পর্বের ম্যাচ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে।

ভারত ম্যাচের আগে তাই চাপ সামলাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলে একজন মনোবিদ যুক্ত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এ খবর দিয়েছে।
সামা টিভি অনলাইন তাদের এক সূত্রের বরাতে লিখেছে, খেলোয়াড়দের মানসিক চাপ কমাতে এবং মাঠে শান্ত থাকতে সাহায্য করবেন মনোবিদ ডা. রাহিল করিম।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ তাদের প্রতিবেদনে ডা. রাহিল সম্পর্কে লিখেছে, তিনি একজন অভিজ্ঞ মনোরোগবিশেষজ্ঞ। তিনি পাকিস্তানের বিভিন্ন কলেজে কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে সাইকিয়াট্রি ট্রেইনি চিকিৎসকদের প্রশিক্ষণ ও নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন।

আজ ভারত পাকিস্তান ম্যাচ।

সম্পর্কিত নিবন্ধ