উইকেট শিকারে সাকিবের পাশে মোস্তাফিজ
Published: 20th, September 2025 GMT
ম্যাচে এটি ছিল মোস্তাফিজুর রহমানের শেষ ডেলিভারি। এ দিকে উনিশ ওভার শেষ হয়ে যাচ্ছে বলে ওয়ানিন্দু হাসারাঙ্গারও দেখেশুনে খেলার কারণ ছিল না। খেলেনওনি। বড় শট খেলতে গিয়েই বল তুলে দিলেন আকাশে। লং-অফে তানজিদ হাসানের হাতে ক্যাচ।
মোস্তাফিজ পেলেন তৃতীয় উইকেট। সেই সঙ্গে বসে গেলেন সাকিব আল হাসানের পাশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক অনেক দিন ধরেই সাকিব। আজ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষের ৩ উইকেট নিয়ে মোস্তাফিজ তাঁর রেকর্ডে ভাগ বসালেন। দুজনের উইকেটই ১৪৯টি।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচটিতে শ্রীলঙ্কা আগে ব্যাট করে তুলেছে ৭ উইকেটে ১৬৮ রান। এর মধ্যে বাংলাদেশের পেসাররাই দিয়েছেন ১২ ওভারে ১০৬ রান। তিন পেসারের ওভারপ্রতি খরচ ৮.
১৪৬ উইকেট নিয়ে ম্যাচ শুরু করা মোস্তাফিজ প্রথমে আউট করেছেন কুশল পেরেরাকে (লিটনের হাতে ক্যাচ)। এরপর নিজের শেষ ওভারে তিন বলের মধ্যে ফেরান কামিন্দু মেন্ডিস ও হাসারাঙ্গাকে। ২ বলে ১ রান করা কামিন্দু ক্যাচ দেন লিটনের হাতে, হাসারাঙ্গা করেন ২ বলে ২ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব ১৪৯ উইকেট নিয়েছেন ১২৯ ম্যাচে। মোস্তাফিজ তাঁকে ছুঁয়ে ফেলেছেন ১১৭তম ম্যাচেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় মোস্তাফিজ এখন সাকিবের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে।
তাঁদের চেয়ে বেশি উইকেট আছে ইশ সোধি (১৫০), টিম সাউদি (১৬৪) এবং রশিদ খানের (১৭৩)। সাকিব এবং সাউদি দুজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
সৌদি-পাকিস্তান চুক্তি: বাড়ছে জল্পনা
রিয়াদ-ইসলামাবাদের নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে পরস্পরবিরোধী মন্তব্যে চুক্তির পারমাণবিক দিক নিয়ে জল্পনা বেড়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ প্রথমে সৌদি আরবকে পারমাণবিক সক্ষমতা দেওয়ার ইঙ্গিত দেন, পরে তা অস্বীকার করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় কৌশলগত নীরবতা অবলম্বন করেছে। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, অন্য দেশগুলোও এ ধরনের চুক্তি করতে আগ্রহী। চুক্তিটি দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।