অ্যাপল ওয়াচের একটি মডেল থেকে প্রযুক্তি সমর্থন প্রত্যাহার করল অ্যাপল
Published: 7th, August 2025 GMT
সময় দেখার পাশাপাশি শখের বশে অনেকেই ‘অ্যাপল ওয়াচ’ স্মার্ট ঘড়ি ব্যবহার করেন। অ্যাপলের তৈরি এই স্মার্ট ঘড়ি সময় দেখার পাশাপাশি স্বাস্থ্যের বিভিন্ন তথ্যও জানাতে পারে। সম্প্রতি নিজেদের তৈরি অ্যাপল ওয়াচের পুরোনো একটি মডেল থেকে নিজেদের প্রযুক্তি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে ‘অ্যাপল ওয়াচ সিরিজ ১’ মডেলের স্মার্ট ঘড়িতে অ্যাপলের হালনাগাদ প্রযুক্তি ও নিরাপত্তা–সুবিধা ব্যবহার করা যাবে না। ফলে কারিগরি ত্রুটি হলে স্মার্ট ঘড়িটি মেরামত করা যাবে না।
অ্যাপল ওয়াচ সিরিজ ১ নামটি শুনে অনেকে একে অ্যাপলের প্রথম স্মার্ট ঘড়ি বলে ভাবতে পারেন। প্রকৃতপক্ষে এটি ছিল দ্বিতীয় প্রজন্মের স্মার্ট ঘড়ি, যা ২০১৬ সালে বাজারে আসে। এই মডেলে ব্যবহৃত হয়েছিল শক্তিশালী প্রসেসর, যা মূল অ্যাপল ওয়াচের তুলনায় কিছুটা দ্রুত কাজ করতে পারে। অ্যাপল ওয়াচ বাজারে আসে ২০১৫ সালে। এরপর ২০১৬ সালে একসঙ্গে উন্মোচিত হয় সিরিজ ১ ও সিরিজ ২ মডেলের অ্যাপল ওয়াচ। সিরিজ ২ মডেলের অ্যাপল ওয়াচ থেকে ২০২৪ সালের শুরুতে সমর্থন প্রত্যাহার করা হয়।
অ্যাপল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, যেসব পণ্য বিক্রির জন্য বাজারে আনার সাত বছরের বেশি সময় পেরিয়ে গেছে, সেগুলোকে আমরা ‘অবসোলিট’ হিসেবে বিবেচনা করি। এসব পণ্যের কোনো যন্ত্রাংশ তৈরি করা হয় না এবং অনুমোদিত সার্ভিস সেন্টারগুলো পণ্যগুলোর জন্য খুচরা যন্ত্রাংশ অর্ডারও করতে পারে না।
অ্যাপলের দাবি, প্রতিটি যন্ত্র দীর্ঘদিন ব্যবহারের উপযোগী করে তৈরি করা হলেও নির্দিষ্ট সময় পর পুরোনো যন্ত্রগুলোর জন্য সফটওয়্যার ও যন্ত্রাংশের সমর্থন প্রত্যাহার করা হয়। অ্যাপলের নীতিমালা অনুযায়ী, যেসব যন্ত্র বাজারে আসার পর পাঁচ থেকে সাত বছরের মধ্যে বিক্রি বন্ধ হয়েছে, সেগুলো ‘ভিন্টেজ’ তালিকায় পড়ে। আর সাত বছর পেরিয়ে গেলে সেগুলোকে ‘অবসোলিট’ ঘোষণা করা হয়।
সূত্র: ডেইলি মেইল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অ য পল র হ র কর ব যবহ
এছাড়াও পড়ুন:
বছরের শেষ সফরে আর্জেন্টিনা দলে চমক, মেসিদের সঙ্গে তিন নতুন মুখ
২০২৬ বিশ্বকাপ ফুটবল দুয়ারে কড়া নাড়ছে। এর মধ্যে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি এবং দল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও বাজিয়ে দেখা হচ্ছে। চলতি মাসে অ্যাঙ্গোলা সফরের দলেও একই ধারবাহিকতা ধরে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
স্পেনে অনুশীলন এবং আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৪ সদস্যের দলে তিনজন নতুন মুখকে ডেকেছেন স্কালোনি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন হোয়াকিন পানিচেলি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি এবং ম্যাক্সিমো পেরোনে। পাশাপাশি ফিরেছেন ভ্যালেন্তিন বারকো। তবে এই সফরের জন্য অনুমেয়ভাবে বিশ্রাম দেওয়া হয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে।
স্কালোনির দল ঘোষণার কয়েক ঘণ্টা আগেই চমক দেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। এক ঘোষণায় তিনি জানান, তাঁর ও স্কালোনির সিদ্ধান্ত অনুযায়ী দেশের লিগে খেলা কোনো খেলোয়াড়কে এবার দলে নেওয়া হবে না, যাতে ক্লাবগুলোর ক্ষতি না হয়। এই সিদ্ধান্তও স্কালোনিকে দলে নতুনত্ব আনার ব্যাপারে প্রভাবিত করেছে।
আরও পড়ুনঅ্যাঙ্গোলায় খেলতে যাওয়ার আগে টিকা নিতে হবে মেসিদের০৫ নভেম্বর ২০২৫আর্জেন্টিনা দলে প্রথমবারে মতো ডাক পাওয়া ত্রয়ীর অন্যতম হলেন পানিচেলি। কর্দোবার ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড রিভার প্লেটের যুব দলে খেলে বড় হয়েছেন। এখন তিনি জীবনের সেরা মৌসুম কাটাচ্ছেন ফরাসি ক্লাব রেসিং স্ত্রাসবুর্গের হয়ে, যেখানে গত জুলাইয়ে তিনি আলাভেস থেকে যোগ দেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ড মাত্র ১১ ম্যাচে ৯ গোল করেছেন এবং এখন লিগ আঁর সর্বোচ্চ গোলদাতা। ইউরোপা কনফারেন্স লিগে অভিষেক ম্যাচেও গোল করেছেন।
মাত্র ১৯ বছর বয়সী প্রেস্তিয়ানি ছিলেন আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ দলের অন্যতম তারকা। ফাইনালে আর্জেন্টিনা মরক্কোর কাছে হারলেও টুর্নামেন্টে নিজের ছাপ রেখেছেন প্রেস্তিয়ানি। এই ত্রয়ীর শেষ হচ্ছেন ২২ বছর বয়সী বাঁ-পায়ের মিডফিল্ডার পেরোনে। প্রেস্তিয়ানির মতো তিনিও ভেলেজের যুব দলে বেড়ে উঠেছেন। এখন ইতালির ক্লাব কোমোর মধ্যমাঠের দায়িত্ব পালন করছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
আর্জেন্টিনার এই সফরটি অ্যাঙ্গোলার জন্য ঐতিহাসিক। দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটি আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচটি। এমনকি এই ম্যাচের জন্য অ্যাঙ্গোলা সরকার এএফএকে দিচ্ছে প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা।
প্রথমবার আর্জেন্টিনা দলে ডাক পাওয়া হোয়াকিন পানিচেলি