লিরয় কার্টারের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা প্রায় দুঃস্বপ্নে রূপ নিচ্ছিল। নিউজিল্যান্ডের জাতীয় রাগবি দল অল ব্ল্যাকসে ডাক পাওয়ার পর তিনি দেখেন—তাঁর পাসপোর্ট চিবিয়ে ফেলেছে পোষা কুকুর!

আর্জেন্টিনার বিপক্ষে রাগবি চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ম্যাচ খেলতে নিউজিল্যান্ড দল আজ শুক্রবার দেশ ছাড়বে। সেই সফরের দলে প্রথমবার জায়গা পেয়েছেন হ্যামিলটনভিত্তিক চিফসের ইউটিলিটি ব্যাক কার্টার। স্কট রবার্টসনের ঘোষিত দলে নতুন মুখ চারজন, তাঁদেরই একজন তিনি।

দলে ডাক পাওয়া ছিল কার্টারের জন্য বড় চমক। প্রস্তুতি নিতে গিয়েই বাধল যত ঝামেলা।


ঘটনার বিবরণ দিয়েছেন কার্টার নিজেই, ‘পাসপোর্টটা বের করে ছবি তুলে দলের ম্যানেজারকে পাঠালাম। এরপর সেটা রেখে দিই বিছানার পাশের টেবিলে। আমার পার্টনার তখন জিমে, আর বাসায় একাই ছিল আমাদের কুকুরটা। করিডর পেরিয়ে সে উঠে পড়ে বিছানায়, এরপর পাসপোর্ট আর দাঁতের অ্যালাইনার—দুটোই চিবিয়ে ছ্যাবড়া বানিয়ে দিয়েছে।’

নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় লিরয় কার্টার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। আজ রোববার একযোগে এই তিন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল। এর মধ্য দিয়ে শিল্পোন্নত (জি সেভেন) সাত দেশের মধ্যে যুক্তরাজ্য ও কানাডা প্রথম ফিলিস্তিনকে এই স্বীকৃতি দিল।

আজ প্রথম কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, আজ থেকে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একইসঙ্গে তিনি ফিলিস্তিন ও ইসরায়েল উভয় রাষ্ট্রের একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি পূরণে কাজ করার প্রস্তাব দিয়েছেন।

এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন। এই ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলে উল্লেখ করেন তিনি।

এই দুই দেশের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে ভয়াবহতা বাড়তে থাকার মুখে আমরা দ্বিরাষ্ট্রীয় সমাধান ও শান্তির সম্ভাবনাকে জাগিয়ে রাখতে কাজ করছি। এর অর্থ একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পাশে একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল–যার কোনোটি এই মুহূর্তে আমরা দেখছি না।’

এরপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির সময় এখন এসেছে।

‘তাই আজকে দ্বিরাষ্ট্রীয় সমাধান ও শান্তির আশা পুনরুজ্জীবিত করতে আমি এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে স্পষ্টত ঘোষণা করছি যে, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।’

সম্পর্কিত নিবন্ধ

  • বিন্নি চালের পিঠার রেসিপি
  • বগুড়া আদালত চত্বর থেকে পালালেন জোড়া হত্যা মামলার আসামি
  • ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
  • ৭ কোটি ৮০ লাখ বছর আগে গ্রহাণুর আঘাতে কী ঘটেছিল পৃথিবীতে
  • ‘ঘেটুপুত্র কমলা’ এখন রড-সিমেন্টের কারবারি
  • পাঁচ বছর পর সিপিএলে পঞ্চম শিরোপা জিতল নাইট রাইডার্স
  • পাবনায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বেড়াবাসীর বিক্ষোভ
  • ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া
  • ইবিতে প্রথমবারের মতো যাত্রা শুরু বৈদ্যুতিক শাটলের 
  • অক্সফোর্ড–কেমব্রিজ নেই সেরা তিন বিশ্ববিদ্যালয়ে, ৩২ বছরে প্রথম ঘটনা