পেশাদারিত্বই যেন কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক তুহিনের জীবনে। সন্ত্রাসীদের তাণ্ডবের ভিডিও ধারণ করায় গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয় তরুণ এই সাংবাদিককে। তাকে যখন কুপিয়ে হত্যা করা হচ্ছিলো শতশত মানুষ তাকিয়ে ছিলেন, কেউ এগিয়ে আসেননি। 

সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যার আগ মুহূর্তের সিসিটিভির দৃশ্য দেখে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করে। পিছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই দৃশ্য ভিডিও করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসব সন্ত্রাসীরা প্রভাবশালীদের ছত্রছায়ায় চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই করে থাকে। 

নিহত মো.

আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।

ঘটনার কিছু সময় আগে একইসঙ্গে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি দোকানে বসে সময় কাটাচ্ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান ও তার সহকর্মী মো. শামীম হোসেন। 

ওই সময়কার ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক মো. শামীম হোসেন বলেন, “চান্দনা চৌরাস্তা এলাকায় আমরা দুজন একদিক থেকে অন্য পাশে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় এক মহিলা আরেক পুরুষ আমাদের অতিক্রম করে যায়। ঠিক এমন সময় কয়েকজন লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বলতে থাকে, ‘এই পাইছি, তোরা আয়’ । এসময় তারা রামদা বের করলে ঐ লোকটা (যার উপর ওদের টার্গেট ছিল) দৌড় দেয়। ঠিক ওই সময় ওরাও ধারালো অস্ত্র নিয়ে আমাদের পাশ দিয়ে দৌড় দেয়। 

‘তখন আমার পাশ থেকে তুহিন (সাংবাদিক আসাদুজ্জামান তুহিন) সেও মোবাইল নিয়ে ওদের পিছনে দৌড় দিছে। তখন আমি ছত্রভঙ্গ হয়ে পড়ি। সে কারণে আমি আর তাকে খুঁজে পাইনি। পরে আমি তুহিনকে খুঁজতে এগিয়ে যাই। তখন দেখি যারা রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তারা হঠাৎ থেমে গিয়ে পিছন দিকে তাকাচ্ছে। পিছনদিকে তাকিয়ে দেখে তুহিন ওদের দিকে মোবাইল ধরে রেখেছে।

সাংবাদিক তুহিনের দুই সন্তান ফাহিম (২) ও তৈকি (৫)।

‘ওই সময় ওদের সঙ্গে তুহিনের হয়তো কিছু একটা হয়েছে। তুহিন তখন দৌড়ে চায়ের দোকানে ঢুকে যায়। ঠিক ওই মুহূর্তে ওরাও চায়ের দোকানে ঢুকে তুহিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তখন আমি চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়ি খুঁজতে থাকি। কোন গাড়ি দেখতে না পেয়ে আমি বাসন থানার ওসিকে ফোন করি। কিছু সময় পর পুলিশ আসে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর বাসন, ভোগরা ও চান্দনা চৌরাস্তা এলাকায় একটি গ্রুপ রয়েছে যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সিসিটিভির ভিডিওতে যাদের দেখা গেছে, তারা সকলেই ছিনতাইকারী দলের সদস্য। ভিডিওতে যে নারীকে দেখা গেছে, সেও তাদের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এদের একজন হলো- মিজান ওরফে কেটু মিজান, শাহ জামাল, বুলেট, অপর একজনের নাম সুজন। তারা সকলেই ছিনতাইকারী দলের সদস্য। 

সাংবাদিক তুহিনের বড়ভাই মো. সেলিম মর্গের সামনে বাকরুদ্ধ হয়ে বসে রয়েছেন। ছোটভাইকে হারিয়ে শোকে কাতর। তিনি বলেন, “আমার নিরপরাধ ভাইকে কেন হত্যা করলো? আমরা বিচার চাই। সাংবাদিকদের আমার ভাইয়ের পরিবারকে দেখতে হবে।”

নিহত সাংবাদিক তুহিনের চাচাতো ভাই রুবেল বলেন, “তুহিনের দুটি সন্তান রয়েছে, তৈকি (৫) ও ফাহিম (২)। ওদের ভবিষ্যৎ কী? ওদের ভরনপোষণ কে করবে? রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে সাংবাদিককের পরিবারের।”

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

ঢাকা/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব দ ক আস দ জ জ ম ন র সদস য ছ নত ই এল ক য

এছাড়াও পড়ুন:

বছরের শেষ সফরে আর্জেন্টিনা দলে চমক, মেসিদের সঙ্গে তিন নতুন মুখ

২০২৬ বিশ্বকাপ ফুটবল দুয়ারে কড়া নাড়ছে। এর মধ্যে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি এবং দল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও বাজিয়ে দেখা হচ্ছে। চলতি মাসে অ্যাঙ্গোলা সফরের দলেও একই ধারবাহিকতা ধরে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

স্পেনে অনুশীলন এবং আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৪ সদস্যের দলে তিনজন নতুন মুখকে ডেকেছেন স্কালোনি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন হোয়াকিন পানিচেলি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি এবং ম্যাক্সিমো পেরোনে। পাশাপাশি ফিরেছেন ভ্যালেন্তিন বারকো। তবে এই সফরের জন্য অনুমেয়ভাবে বিশ্রাম দেওয়া হয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে।

স্কালোনির দল ঘোষণার কয়েক ঘণ্টা আগেই চমক দেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। এক ঘোষণায় তিনি জানান, তাঁর ও স্কালোনির সিদ্ধান্ত অনুযায়ী দেশের লিগে খেলা কোনো খেলোয়াড়কে এবার দলে নেওয়া হবে না, যাতে ক্লাবগুলোর ক্ষতি না হয়। এই সিদ্ধান্তও স্কালোনিকে দলে নতুনত্ব আনার ব্যাপারে প্রভাবিত করেছে।

আরও পড়ুনঅ্যাঙ্গোলায় খেলতে যাওয়ার আগে টিকা নিতে হবে মেসিদের০৫ নভেম্বর ২০২৫

আর্জেন্টিনা দলে প্রথমবারে মতো ডাক পাওয়া ত্রয়ীর অন্যতম হলেন পানিচেলি। কর্দোবার ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড রিভার প্লেটের যুব দলে খেলে বড় হয়েছেন। এখন তিনি জীবনের সেরা মৌসুম কাটাচ্ছেন ফরাসি ক্লাব রেসিং স্ত্রাসবুর্গের হয়ে, যেখানে গত জুলাইয়ে তিনি আলাভেস থেকে যোগ দেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ড মাত্র ১১ ম্যাচে ৯ গোল করেছেন এবং এখন লিগ আঁর সর্বোচ্চ গোলদাতা। ইউরোপা কনফারেন্স লিগে অভিষেক ম্যাচেও গোল করেছেন।

মাত্র ১৯ বছর বয়সী প্রেস্তিয়ানি ছিলেন আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ দলের অন্যতম তারকা। ফাইনালে আর্জেন্টিনা মরক্কোর কাছে হারলেও টুর্নামেন্টে নিজের ছাপ রেখেছেন প্রেস্তিয়ানি। এই ত্রয়ীর শেষ হচ্ছেন ২২ বছর বয়সী বাঁ-পায়ের মিডফিল্ডার পেরোনে। প্রেস্তিয়ানির মতো তিনিও ভেলেজের যুব দলে বেড়ে উঠেছেন। এখন ইতালির ক্লাব কোমোর মধ্যমাঠের দায়িত্ব পালন করছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

আর্জেন্টিনার এই সফরটি অ্যাঙ্গোলার জন্য ঐতিহাসিক। দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটি আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচটি। এমনকি এই ম্যাচের জন্য অ্যাঙ্গোলা সরকার এএফএকে দিচ্ছে প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা।

প্রথমবার আর্জেন্টিনা দলে ডাক পাওয়া হোয়াকিন পানিচেলি

সম্পর্কিত নিবন্ধ