কুড়িগ্রামে ট্রাকচাপায় ওষুধ ব্যবসায়ী নিহত
Published: 8th, August 2025 GMT
কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাপায় আতিকুর রহমান (৪০) নামের এক ওষুধ ব্যবসয়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে উলিপুর পৌর শহরের কাজীর চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আতিকুর রহমান রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে। তিনি উলিপুরের বিভিন্ন বাজারে পাইকারি ওষুধ সরবরাহ করতেন।
আরো পড়ুন:
চাঁদপুরে পিকআপ চাপায় ২ বন্ধু নিহত
এবার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, শিশু নিহত
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উলিপুর পৌরসভার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেলে করে ধনিরাম এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন আতিকুর রহমান। এ সময় চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব জানিয়েছেন, আতিকুর রহমান নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
ঢাকা/বাদশাহ্/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত উল প র
এছাড়াও পড়ুন:
ভোলাগঞ্জে সাদাপাথর লুট: ৬ দপ্তর ও বেলার কাছে নথি চেয়েছে দুদক
সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে ছয়টি সরকারি দপ্তর ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কার্যালয়ের কাছে নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথকভাবে এসব চিঠি পাঠানো হয়। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যে দপ্তরগুলোর কাছে নথি তলব করা হয়েছে, সেগুলো হলো সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন অফিস, পুলিশ সুপারের কার্যালয়, কোম্পানীগঞ্জ থানা, খনিজ সম্পদ ব্যুরো ও খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রণালয় এবং বেলার সিলেট অফিস।
দুদক সূত্র জানায়, চিঠিগুলোয় যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ভোলাগঞ্জ এলাকায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) যেসব তদন্ত করেছে, তার সত্যায়িত কপি ও তদন্ত কর্মকর্তাদের বিস্তারিত পরিচয়; কী পরিমাণ পাথর উত্তোলন বা আত্মসাৎ করা হয়েছে এবং কতটা অবশিষ্ট রয়েছে, তার তথ্য; পাথর উত্তোলনের কারণে রাষ্ট্রের আর্থিক ক্ষতির হিসাব; পাথর লুট নিয়ে বিএমডি থেকে দায়ের করা মামলার এজাহারের কপি, মামলার তদন্তকারী কর্মকর্তার নাম ও গ্রেপ্তারকৃতদের তালিকা এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ও দায়ী সরকারি–বেসরকারি ব্যক্তিদের নাম।
আরও পড়ুনপাথর তোলায় রাজনৈতিক দলের ‘ঐকমত্য’, পরে লুট, ঘটল কীভাবে ১৪ আগস্ট ২০২৫এর আগে ৩ সেপ্টেম্বর দুদক জানিয়েছিল, ভোলাগঞ্জে সাদাপাথর লুটপাটে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাসহ অর্ধশতাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। উপপরিচালক রাশেদুল হাসানের নেতৃত্বে একটি দল অনুসন্ধানের দায়িত্ব পেয়েছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, অভিযানে প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অপরাধের মাত্রা ও সংশ্লিষ্টতার ধরন বিবেচনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।