শাসক দল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন কমিশন (ইসি) ভোট চুরি করে চলেছে বলে যে অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তা গুরুতর বলে বর্ণনা করেছেন হাইকমান্ডের নেক নজরে না থাকা কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। শুক্রবার এক্স হ্যান্ডলে তিনি বলেছেন, ইসির উচিত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং দেশের মানুষের কাছে এসব প্রশ্নের জবাব দেওয়া।

শশী কেরালার তিরুবনন্তপুরম থেকে নির্বাচিত লোকসভার সদস্য। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কিছুদিন ধরে তাঁর দূরত্ব বেড়েছে। কংগ্রেসকে না জানিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুরের পর তাঁকে সর্বদলীয় একটি দলের নেতা করে বিদেশ সফরে পাঠিয়েছিলেন। শশীও কিছুদিন ধরে বিভিন্ন বিষয়ে মোদি সরকারকে সমর্থন করছেন। অপারেশন সিঁদুর প্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল, দলের থেকে দেশ বড়। ভোট চুরির অভিযোগে রাহুলের পাশে দাঁড়িয়ে শশী দলকে কোনো রাজনৈতিক বার্তা দিলেন কি না, আপাতত সে বিষয়ে জল্পনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনকে রাহুল সম্প্রতি তীব্র আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, ইসি বিজেপির হয়ে ভোট চুরির কাজ করছে। ভোটার তালিকায় কারচুপি করছে। অভিযোগের সমর্থনে গত বৃহস্পতিবার রাহুল ইসির ভোটার তালিকা নিয়ে সংবাদ সম্মেলন করেন। বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের সাত বিধানসভা এলাকার একটি মহাদেবপুরায় ইসি কীভাবে ‘ভোট চুরি’ করেছে তার ‘প্রমাণ’ হাজির করেন। তিনি দেখান, ছয় বিধানসভা কেন্দ্রে কংগ্রেস জিতলেও ওই কেন্দ্রে বিজেপি এক লাখের বেশি ভোটে এগিয়ে যায়। তার ফলে বিজেপি বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রটি জেতে। সংবাদ সম্মেলনে ওই প্রমাণ দাখিলের পর বৃহস্পতিবার রাতে নৈশভোজের আসরেও রাহুল ইন্ডিয়া জোটের নেতাদের সামনে তা ব্যাখ্যা করেন। শুক্রবার শশী এক্স বার্তায় রাহুলকে সমর্থন জানিয়ে বলেন, যে প্রশ্নগুলো তোলা হয়েছে, তা খুবই গুরুতর।

শশী ওই বার্তার সঙ্গে রাহুলের সংবাদ সম্মেলনের ভিডিও–ও পোস্ট করেন। বার্তায় তিনি লিখেছেন, ‘প্রশ্নগুলো খুবই সিরিয়াস। গুরুত্বপূর্ণ। সব দল ও ভোটারদের স্বার্থে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া দরকার। ব্যবস্থা নেওয়া দরকার। আমাদের গণতন্ত্র অত্যন্ত মূল্যবান। অযোগ্যতা, অসতর্কতা ও ইচ্ছাকৃত কারচুপির মাধ্যমে এর বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে দেওয়া যায় না। নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া ও জনগণকে জানানো।’

শশীর সঙ্গে কংগ্রেসের দূরত্ব এতটাই বেড়ে গেছে যে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনার সময় তাঁকে বক্তা হিসেবে রাখা হয়নি। সর্বদলীয় প্রতিনিধিদলের নেতা হিসেবে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ সফর করে ফিরে আসার পর কেরালার এক উপনির্বাচনে তাঁকে প্রচার করতেও ডাকা হয়নি। বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, শশীকেই ঠিক করতে হবে তিনি কংগ্রেসে থাকতে আগ্রহী, নাকি বিজেপিতে যেতে চান। এমন প্রচার রয়েছে যে আগামী বছর কেরালা বিধানসভার নির্বাচনের আগে শশী বিজেপিতে যোগ দিতে পারেন। এ পরিস্থিতিতে তাঁর রাহুল গান্ধীর সমর্থনে পাশে দাঁড়ানো ও নির্বাচন কমিশনকে জবাবদিহি করার দাবি জানানো তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বছরের শেষ সফরে আর্জেন্টিনা দলে চমক, মেসিদের সঙ্গে তিন নতুন মুখ

২০২৬ বিশ্বকাপ ফুটবল দুয়ারে কড়া নাড়ছে। এর মধ্যে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি এবং দল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও বাজিয়ে দেখা হচ্ছে। চলতি মাসে অ্যাঙ্গোলা সফরের দলেও একই ধারবাহিকতা ধরে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

স্পেনে অনুশীলন এবং আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৪ সদস্যের দলে তিনজন নতুন মুখকে ডেকেছেন স্কালোনি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন হোয়াকিন পানিচেলি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি এবং ম্যাক্সিমো পেরোনে। পাশাপাশি ফিরেছেন ভ্যালেন্তিন বারকো। তবে এই সফরের জন্য অনুমেয়ভাবে বিশ্রাম দেওয়া হয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে।

স্কালোনির দল ঘোষণার কয়েক ঘণ্টা আগেই চমক দেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। এক ঘোষণায় তিনি জানান, তাঁর ও স্কালোনির সিদ্ধান্ত অনুযায়ী দেশের লিগে খেলা কোনো খেলোয়াড়কে এবার দলে নেওয়া হবে না, যাতে ক্লাবগুলোর ক্ষতি না হয়। এই সিদ্ধান্তও স্কালোনিকে দলে নতুনত্ব আনার ব্যাপারে প্রভাবিত করেছে।

আরও পড়ুনঅ্যাঙ্গোলায় খেলতে যাওয়ার আগে টিকা নিতে হবে মেসিদের০৫ নভেম্বর ২০২৫

আর্জেন্টিনা দলে প্রথমবারে মতো ডাক পাওয়া ত্রয়ীর অন্যতম হলেন পানিচেলি। কর্দোবার ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড রিভার প্লেটের যুব দলে খেলে বড় হয়েছেন। এখন তিনি জীবনের সেরা মৌসুম কাটাচ্ছেন ফরাসি ক্লাব রেসিং স্ত্রাসবুর্গের হয়ে, যেখানে গত জুলাইয়ে তিনি আলাভেস থেকে যোগ দেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ড মাত্র ১১ ম্যাচে ৯ গোল করেছেন এবং এখন লিগ আঁর সর্বোচ্চ গোলদাতা। ইউরোপা কনফারেন্স লিগে অভিষেক ম্যাচেও গোল করেছেন।

মাত্র ১৯ বছর বয়সী প্রেস্তিয়ানি ছিলেন আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ দলের অন্যতম তারকা। ফাইনালে আর্জেন্টিনা মরক্কোর কাছে হারলেও টুর্নামেন্টে নিজের ছাপ রেখেছেন প্রেস্তিয়ানি। এই ত্রয়ীর শেষ হচ্ছেন ২২ বছর বয়সী বাঁ-পায়ের মিডফিল্ডার পেরোনে। প্রেস্তিয়ানির মতো তিনিও ভেলেজের যুব দলে বেড়ে উঠেছেন। এখন ইতালির ক্লাব কোমোর মধ্যমাঠের দায়িত্ব পালন করছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

আর্জেন্টিনার এই সফরটি অ্যাঙ্গোলার জন্য ঐতিহাসিক। দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটি আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচটি। এমনকি এই ম্যাচের জন্য অ্যাঙ্গোলা সরকার এএফএকে দিচ্ছে প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা।

প্রথমবার আর্জেন্টিনা দলে ডাক পাওয়া হোয়াকিন পানিচেলি

সম্পর্কিত নিবন্ধ