নারীর মর্যাদা যে রক্ষা হচ্ছে না, তার প্রমাণ জুলাই আন্দোলনের পর মেয়েদের হারিয়ে যাওয়া
Published: 8th, August 2025 GMT
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘নারীর মর্যাদা যে রক্ষা হচ্ছে না, তার প্রমাণ জুলাইয়ের আন্দোলনের পর মেয়েদের হারিয়ে যাওয়া।’ পুরুষতান্ত্রিক সমাজ নারীদের পেছনে ঠেলে দেয় বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার। জুলাই কন্যা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ১০০ জন নারী এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
ফরিদা আখতার বলেন, ‘পারিবারিকভাবে আমরা (নারীরা) সব জায়গায় যেন সমান মর্যাদা পাই, সে জন্যই অনেক কথা আমাদের বলতে হয়, অনেক কাজ করতে হয়। অনেক দিন ধরে আমরা এটা করছি এবং কোনো অবস্থাতেই কোনোভাবে ধর্মীয় অনুভূতিতে, ধর্মীয় কোনো বিষয় আমরা যেন ক্ষুণ্ন না করি, মর্যাদা ক্ষুণ্ন না করি, সে বিষয়ে আমরা (অন্তর্বর্তী সরকার) সতর্ক আছি।’
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে যৌনকর্মীদের শ্রমিকের স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে ‘একটু ভুল–বোঝাবুঝি আছে’ বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘আমি মনে করি যে আসলে তাঁদের (যৌনকর্মী) মর্যাদা মানুষের মর্যাদা, সেটা যেকোনো পেশায়। পুরুষেরাও অনেক পেশায় এমন থাকেন, যেটা হয়তো গ্রহণযোগ্য নয়। কিন্তু মানবিক মর্যাদা সবারই থাকা উচিত।’
‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাফসিন মেহেনাজের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ১২ আগস্ট
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ আগস্ট বিকেল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে প্রথম এবং ৩০ জুন, ২০২৫ তারিখে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-২৫ থেকে জুন-২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা/এনটি/ইভা