Risingbd:
2025-10-10@12:37:18 GMT

টিভিতে আজকের খেলা 

Published: 10th, October 2025 GMT

টিভিতে আজকের খেলা 

ক্রিকেট
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
দ্বিতীয় টেস্ট, প্রথম দিন;
সরাসরি, সকাল ১০টা;
স্টার স্পোর্টস ও টি স্পোর্টস।

নারী ওয়ানডে বিশ্বকাপ
বাংলাদেশ-নিউ জিল্যান্ড
সরাসরি, বিকেল ৩টা ৩০ মিনিট;
টি স্পোর্টস।

এনসিএল টি-টোয়েন্টি
দ্বিতীয় কোয়ালিফায়ার
সরাসরি, বিকেল ৫টা;
টি স্পোর্টস।

ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
জিব্রাল্টার-নিউ ক্যালেডোনিয়া
সরাসরি, রাত ১১টা;
টেন ২।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
আর্জেন্টিনা-নাইজেরিয়া
সরাসরি, রাত ১টা ৩০ মিনিট;
ফিফা+।

টেনিস
সাংহাই মাস্টার্স
সরাসরি, সকাল ১০টা ৩০ মিনিট ও বিকেল ৪টা ৩০ মিনিট;
টেন ২।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প র টস ৩০ ম ন ট

এছাড়াও পড়ুন:

জয়সোয়াল যেখানে ব্র্যাডম্যানের পরই

সেঞ্চুরি করে হেলমেটে চুমু দেন যশস্বী জয়সোয়াল। দুই হাত এক করে বানান ভালোবাসার প্রতীকও। এটাই তাঁর চেনা উদ্‌যাপন। যে উদ্‌যাপন আজ দেখা গেল আরও একবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে দারুণ এক সেঞ্চুরি করে নিজেকে নিয়ে গেলেন নতুন এক উচ্চতায়। যেখানে তাঁর ওপরে শুধু এমন একজন, যিনি সব সময় সবার ওপরে থাকবেন এটাই নিয়ম—ডন ব্র্যাডম্যান।

জয়সোয়ালের সেই কীর্তিটা কী, সেই গল্পে পরে আসা যাক। তার আগে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা কেমন কেটেছে ভারতের তা বলা যাক। প্রথম দিনেই ২ উইকেটে ৩১৮ রান করে ফেলা ভারত রান-পাহাড় গড়ার আশা করছে, এতে কোনো সন্দেহ নেই।

অথচ টস জিতে ব্যাট করতে নামার পর লোকেশ রাহুলের সঙ্গে জয়সোয়ালের উদ্বোধনী জুটিটা থেমেছিল মাত্র ৫৮ রানেই। জোমেল ওয়ারিক্যানের বলে স্টাম্পড হয়ে রাহুল ফিরে যান মাত্র ৩৮ রানে। পুরো দিনে ক্যারিবিয়ানদের স্বস্তি বলতে ওইটুকুই।

আরও পড়ুনরিংকু সিংয়ের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবি দাউদ ইব্রাহিম চক্রের২২ ঘণ্টা আগে

দিনের বাকি সময়টা অরুণ জেটলি স্টেডিয়ামের দর্শকেরা দেখেছেন ব্যাট হাতে জয়সোয়াল ও সাই সুদর্শনের দাপটে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের অসহায় বানিয়ে ১৪৫ বলে সেঞ্চুরি পান জয়সোয়াল। ২৩ বছর বয়সী এই ওপেনারের টেস্ট ক্যারিয়ারের এটি সপ্তম সেঞ্চুরি।

বয়স ২৪ হওয়ার আগে আগে জয়সোয়ালের চেয়ে বেশি সেঞ্চুরি ছিল আর মাত্র তিনজনের। সেই নামগুলো পড়লেও হয়তো বোঝা যাবে জয়সোয়াল হাঁটছেন কোন পথে—ডন ব্র্যাডম্যান (১২), শচীন টেন্ডুলকার (১১) ও গ্যারি সোবার্স (৯)।  

জয়সোয়াল রেকর্ড গড়লেও সেঞ্চুরি পাননি সুদর্শন

সম্পর্কিত নিবন্ধ