গুলশানে ২ ব্যবসায়ীকে কুপিয়ে দেড় কোটি টাকা ছিনতাই
Published: 22nd, January 2025 GMT
রাজধানীর গুলশান-২ এ মানি এক্সচেঞ্জের দুই ব্যবসায়ীকে কুপিয়ে বৈদেশিক মুদ্রা ও নগদ ৮০ লাখ টাকাসহ প্রায় দেড় কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গুলশান-২ ডিসিসি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আব্দুল কাদের শিকদার (৩০) ও মোহাম্মদ আমির হামজা (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আহতদের হাসপাতালে নিয়ে আসা কাদের শিকদারের ছোট ভাই মিন্টু শিকদার জানান, আমার ভাইসহ তারা দুজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী। রাতে মোটরসাইকেলে তারা বাসায় ফেরার পথে গুলশান ডিসিসি মার্কেটের সামনে অজ্ঞাতনামা ১০-১২ জন ছিনতাইকারী তাদেরকে ঘিরে ফেলে। একপর্যায়ে তারা মোটরসাইকেলে থাকা দুজনকে রড ও ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে।
তিনি আরো জানান, ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিদেশি মুদ্রাসহ প্রায় দেড় কোটি টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা।
এ বিষয়ে গুলশান থানার উপ-পরিদর্শক মারুফ আহমেদ বলেন, “আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছি। সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় হবে।”
অপরদিকে রাজধানীর বাড্ডা এলাকায় ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ টিপু মিয়া (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।
তাকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু আব্দুল আজিজ জানান, টিপু মিয়া একজন প্রাইভেটকার চালক। রাত ১২টার দিকে মেরুল বাড্ডা আনন্দ নগর দিয়ে রিকশায় করে বাসায় যাওয়ার পথে ৪-৫ জন ছিনতাইকারী এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে তার কাছ থেকে ২৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে রাত ২টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, গুলশান থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুইজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন আছে। এছাড়াও বাড্ডায় ছিনতাইকারীর হাতে এক প্রাইভেটকার চালক যুবক গুরুতর আহত হয়ে মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেট বোর্ডে এসএসসিতে নতুন করে জিপিএ-৫ পেল ২২ জন
সিলেট শিক্ষাবোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের (উত্তরপত্র পুনঃনিরীক্ষণ) ফলাফলে নতুন করে ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। একইসঙ্গে উওীর্ণ হয়েছেন আরো ৩০ জন।
রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করলে এ তথ্য পাওয়া যায়।
ফলাফলে দেখা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের জন্য সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১৭ হাজার ৬৮২ জন শিক্ষার্থীর মধ্যে নতুন করে উত্তীর্ণ হয়েছেন আরো ৩০ জন। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছন আরো ২২ জন পরীক্ষার্থী। উত্তরপত্র যাচাই-বাছাইয়ের পর এমন পরিবর্তন এসেছে।
আরো পড়ুন:
শাবিপ্রবিতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন
শাবিপ্রবিতে ‘অধিকার সচেতন’ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও অকৃতকার্য মিলিয়ে ১৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী ৩৪ হাজার ৯২০ পত্রের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন।
পুনঃনিরীক্ষণে নতুন করে ৩০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় মোট পাসের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ১২১ জন।
এর আগে, গত ১০ জুলাই ঘোষিত মূল ফলাফলে সিলেট বোর্ডের অধীনে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ হাজার ৯১ জন পাস করেছিলেন।
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মো. তরিকুল ইসলাম বলেন, “পুনঃনিরীক্ষণ মানে একজন শিক্ষার্থীর খাতা নতুন করে মূল্যায়ন নয়। এখানে উত্তরপত্রের চারটি বিষয় খতিয়ে দেখা হয়। এগুলো হলো, সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা সঠিক আছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে সঠিকভাবে উঠেছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ঠিকভাবে পূরণ করা হয়েছে কি না। এই চারটি জায়গায় কোনো ভুল পাওয়া গেলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।”
ঢাকা/নুর/মেহেদী