শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অযৌক্তিক সেমিস্টার ফি ও ক্রেডিট ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা গত ডিসেম্বর মাস থেকে আন্দোলন করছেন। তবে ফি কমানোর প্রতিশ্রুতির ৪৫ দিন পেরিয়ে গেলেও প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার ফি’র পরিমাণ এক লাফে ৩ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ১ বছর আগে ছিল ২ হাজার ৪৩০ টাকা। পাশাপাশি তত্ত্বীয় ও ব্যবহারিক ক্রেডিট ফি’র পরিমাণও বৃদ্ধি করা হয়েছে।

২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত তত্ত্বীয় ক্রেডিট ফি ছিল ১০৫ টাকা, যা এখন ১৪০ টাকা করা হয়েছে। ব্যবহারিক ক্রেডিট ফি ১৬০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। ফলে নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা আর্থিক চাপে পড়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সেমিস্টার ফি’র মধ্যে এমন কিছু খাত যুক্ত করা হয়েছে, যেগুলোর কোন বাস্তব সেবা তারা পাচ্ছেন না। যেমন- ইউনিয়ন ফি হিসেবে প্রতি শিক্ষার্থীকে ১০০ টাকা করে দিতে হলেও, গত ২৭ বছর ধরে শাবিপ্রবিতে ছাত্র সংসদ কার্যকর নেই। এছাড়া রোভার স্কাউট ফি নেওয়া হলেও কার্যত এ ধরনের কোন কর্মকাণ্ড নেই।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, “আমরা গত ডিসেম্বর থেকে অযৌক্তিক ফি কমানোর দাবি জানিয়ে আসছি। আমাদের আশ্বস্ত করা হয়েছিল, দ্রুত সেমিস্টার ফি পুনর্বিবেচনা করা হবে। কিন্তু এখন পর্যন্ত কোন পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না।”

পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মমিনুর রশিদ বলেন, “জুনিয়রদের ফি জ্যেষ্ঠদের সমান থাকা উচিত। কিন্তু দুই ব্যাচের ফি এর মধ্যে ৭০০ টাকার পার্থক্য তৈরি করা চরম বৈষম্য। আমরা আশা করি, কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সুবিধার্থে দ্রুত ব্যবস্থা নেবে।”

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত উপাচার্য মো.

সাজেদুল করিম বলেন, “সেমিস্টার ফির বিষয়ে বিভাগীয় প্রধান ও ডিনদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এ আলোচনা থেকে প্রাপ্ত ফলাফল অ্যাকাডেমিক কাউন্সিলের পরবর্তী বৈঠকে উপস্থাপন করা হবে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে।”

ঢাকা/ইকবাল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।

সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।

জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।

তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।

এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ  রিকোভারীবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ