ট্রাম্পের হুমকির পরেও রাশিয়ার কাছ থেকে তেল কিনবে ভারত
Published: 2nd, August 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরিমানা করার হুমকি সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
একটি সূত্র বলেছে, “এগুলো দীর্ঘমেয়াদী তেল চুক্তি। রাতারাতি কেনা বন্ধ করা এত সহজ নয়।”
ট্রাম্প গত মাসে ট্রুথ সোশ্যাল পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়ার অস্ত্র ও তেল কেনার জন্য ভারতকে অতিরিক্ত জরিমানা ভোগ করতে হবে। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি শুনেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না।
শনিবার নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক দুই ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভারত সরকারের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। সরকার রাশিয়া থেকে আমদানি কমাতে তেল কোম্পানিগুলোকে কোননো নির্দেশ দেয়নি।
শুক্রবার এক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেছেন, “আমাদের জ্বালানি উৎসের প্রয়োজনীয়তা সম্পর্কে .
জয়সওয়াল জানান, রাশিয়ার সাথে ভারতের ‘স্থির ও সময়-পরীক্ষিত অংশীদারিত্ব’ রয়েছে এবং বিভিন্ন দেশের সাথে নয়াদিল্লির সম্পর্ক তাদের নিজস্ব যোগ্যতার উপর দাঁড়িয়ে আছে এবং এটি তৃতীয় কোনো দেশের অবস্থান থেকে দেখা উচিত নয়।
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এবি ব্যাংক পিএলসি’র এএমএল ও সিএফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম
এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘এএমএল এবং সিএফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউর পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী এবং অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে এবি ব্যাংক পিএলসিএর চেয়ারম্যান কাইজার এ চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমানসহ সিনিয়র ম্যানেজমেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/রাজীব