ঢাকায় ‘রক্সনরের’ নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
Published: 2nd, August 2025 GMT
প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘রক্সনর’ ঢাকায় তাদের নতুন প্রধান কার্যালয় উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটি ইলিমেন্টসকীট, মেটফর্ম, শপ ইঞ্জিন ও গেইটজিনির মতো জনপ্রিয় ওয়ার্ডপ্রেস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পণ্য নিয়ে কাজ করে।
সম্প্রতি রাজধানীর শেওড়াপাড়ায় বেগম রোকেয়া সরণিতে কোম্পানিটির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। এর আগে প্রতিষ্ঠানটি ‘এক্সপিডস্টুডিও’ নামে পরিচিত ছিল। নাম পরিবর্তনের মাধ্যমে এখন তারা ‘রক্সনর’ নামে যাত্রা শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রযুক্তিপ্রতিষ্ঠান ওলিও–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা কাওসার আহমেদ এবং স্টারটাইজের চেয়ারম্যান ও ডব্লিউপি ডেভেলপারের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমানসহ এক্সপোনেন্ট, কোডরেক্স, রেডিয়াস থিম, জায়ান্ট মার্কেটার্সের মতো সফটওয়্যার কোম্পানির ৫০টির বেশি প্রতিষ্ঠানের সিইও ও প্রতিষ্ঠাতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি–বিদেশি সফটওয়্যার উদ্যোক্তারা।
প্রতিষ্ঠানটি এক্সপিডস্টুডিও, ডব্লিউপিমেট ও গেইটজিনি—এই তিনটি সফটওয়্যার ব্র্যান্ডের সঙ্গে ওয়ার্ডপ্রেস প্লাগইন, স্যাস (সফটওয়্যার এজ এ সার্ভিস) টুলস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান নিয়ে কাজ করবে।
রক্সনরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান বলেন, ‘এই অফিস শুধু কাজের জায়গা নয়, আমাদের ভবিষ্যতের পরিকল্পনার শুরু। এখান থেকে আমরা নতুন কর্মক্ষেত্র তৈরি করব। এর সঙ্গে আন্তর্জাতিক মানের সফটওয়্যার তৈরিতে কাজ করব। বাংলাদেশকে প্রযুক্তির দুনিয়ায় আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাব।’
স্টারটাইজের চেয়ারম্যান ও ডব্লিউপি ডেভেলপারের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান বলেন, এক্সপিডস্টুডিও–এর নতুন করে নতুন নাম (রক্সনর) নিয়ে শুরু করা দেখে দারুণ ভালো লাগছে। এটি শুধু নাম পরিবর্তন নয়, বরং একটি দলের নতুন ভিশন, শক্তি ও উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ।’
ওলিও–এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা কাওসার আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘অনেক দিন পর সব পরিচিত মুখের সঙ্গে দেখা হলো। অনেক উপভোগ্য ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সত্যিই এটা দারুণ একটা আয়োজন।’
রক্সনর জানায়, নতুন প্রধান কার্যালয় সফটওয়্যার উন্নয়ন ও বৈশ্বিক প্রযুক্তি সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের প্রতিভা কাজে লাগিয়ে বৈশ্বিক মানের স্যাস ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক টুল সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক জ কর
এছাড়াও পড়ুন:
লাইটবার খুলে পড়ার আশঙ্কায় টেসলার সাইবারট্রাকের ১০ শতাংশ গাড়ি প্রত্যাহার
আবারও বাজার থেকে সাইবারট্রাক ফিরিয়ে নিচ্ছে টেসলা। এবার এর কারণ সফটওয়্যার নয়, সরাসরি যান্ত্রিক ত্রুটি। যুক্তরাষ্ট্রে ৬ হাজার ১৯৭টি সাইবারট্রাক প্রত্যাহারের বা রিকলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএইচটিএসএ) তথ্য অনুযায়ী, এসব গাড়ির সামনের লাইটবার খুলে পড়ে সড়কে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। সংস্থাটি জানিয়েছে, ২০২৪ মডেলের কিছু সাইবারট্রাকে লাইটবার বসানোর সময় ভুল ধরনের ‘সারফেস প্রাইমার’ ব্যবহার করা হয়েছিল। ফলে আঠালো সংযোগ দুর্বল হয়ে পড়েছে। সহজভাবে বললে, টেসলা কিছু গাড়িতে লাইটবার লাগাতে ভুল আঠা ব্যবহার করেছিল। যেসব গাড়িতে এই ত্রুটি রয়েছে, সেগুলোর লাইটবার পরীক্ষা করে দেখা হবে। প্রয়োজনে নতুনভাবে লাইটবার বসানো হবে। সবই গ্রাহকদের জন্য বিনা খরচে। প্রায় ৬ হাজার ২০০টি সাইবারট্রাক প্রত্যাহার মানে টেসলার বিক্রি হওয়া মোট গাড়ির প্রায় ১০ শতাংশই সমস্যাগ্রস্ত।
এর এক সপ্তাহ আগেই আরও একটি বড় ত্রুটির কারণে ৬৩ হাজার ৬১৯টি সাইবারট্রাক প্রত্যাহার করা হয়েছিল। তখন দেখা যায়, গাড়ির সামনের পার্কিং লাইট অতিরিক্ত উজ্জ্বল হয়ে ওঠায় তা সামনের দিক থেকে আসা গাড়ির চালকদের দৃষ্টিকে ব্যাহত করতে পারে। তবে সেই সমস্যা সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করা হয়েছিল। টেসলার সাইবারট্রাক নিয়ে একের পর এক প্রত্যাহার এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর অনেক সমস্যাই হার্ডওয়্যার–সংক্রান্ত, যেগুলো দূর থেকে সফটওয়্যার আপডেট দিয়ে সমাধান করা সম্ভব নয়।
সূত্র: ম্যাশেবল