জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বিএন‌পির উ‌দ্যো‌গে স্বেচ্ছাশ্রমে খাল পুনঃখনন ও অ‌বৈধ বাধঁ অপসার‌ণ কার্যক্রম শুরু হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২ আগস্ট) দুপু‌রে উপজেলার ডৌহাখলা ইউ‌নিয়‌নের আহসানপুর-রূকুন্দিপুর-নগুয়া খা‌লটি পুনঃখনন, কচু‌রিপানা প‌রিষ্কার ও অ‌বৈধ‌ বাধঁ অপসারণ কার্যক্রমের উ‌দ্বোধন ক‌রেন বিএন‌পি নেতা অ্যাডভোকেট মো.

নূরুল নুরুল হ‌ক।

তিনি জাতীয়তাবাদী আইনজী‌বী ফোরাম কেন্দ্রীয় কমি‌টির ‌সহ-সভাপ‌তি ও জেলা বিএন‌পির সি‌নিয়র সদস্য।

আরো পড়ুন:

কসমেটিক পরিবর্তন দিয়ে মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান 

জুলাই যোদ্ধাদের মারামারি আমাদের ব্যথিত করে: এ্যানি

এলাকাবাসী জানান, এই খাল দি‌য়ে পা‌নি প্রবাহ গ‌তি কম। খালটি ভরাট হয়ে যাওয়ায় প্রতিবছর বর্ষা মৌসু‌মে উপ‌জেলার ডৌহাখলা ইউ‌নিয়‌নের ৮ নম্বর ও ৯ নম্বর ওয়া‌র্ডের মরিচালী, রকিন্দিপুর, চানপুর, নগুয়া, কলাদিয়া, দৌলতপুর, আহসানপুর, হিরন শংকিলা গ্রামের মানুষ পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়েন। বিএন‌পি নেতা অ্যাডভোকেট মো. নূরুল নুরুল হ‌কের উ‌দো‌গ্যে খাল খননের ফলে ৮টি গ্রামের ৩০ হাজার মানুষ স্বস্তি ফিরে পাচ্ছেন। 

খাল খনন কার্যক্রমে অংশ নেন গৌরীপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান, দীর্ঘদিন ধরে কচুরিপানা, ময়লা ও ভরাট হয়ে যাওয়ার কারণে খা‌ল বন্ধ হ‌য়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল, যা কৃষি ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছিল। খাল পরিষ্কারের ফলে পানি চলাচল স্বাভাবিক হবে এবং এলাকার মানুষ উপকৃত হবে।

অ্যাডভোকেট নুরুল হক বলেন, ‍“খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে পুনর্জীবিত করতে খাল, বিল, নদী ও সেচব্যবস্থার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তার সময়ে যে খাল খনন কার্যক্রম শুরু হয়েছিল, তা আজও দেশের কৃষি ও পরিবেশ ব্যবস্থার জন্য এক গুরুত্বপূর্ণ ভিত্তি। আজ আমরা সেই ধারাবাহিকতায় স্থানীয়ভাবে খাল পুনঃখনন পরিষ্কারের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘবের চেষ্টা করছি।”

এসময় উপস্থিত ছিলেন- মিন্টু ক‌লে‌জের সা‌বেক ভি‌পি আবুল হা‌শেম, উপ‌জেলা ছাত্রদ‌লের সদস্য স‌চিব ম‌নিরুজ্জামন মা‌নিক, বিএন‌পি নেতা মো. আবুল কা‌শেম, স‌গির আহ‌মেদ, বিল্লাল হো‌সেন, সালামত ক‌বির, র‌ফিকুল ইসলাম, সেকান্দর আলী খান, খুদরত ফ‌কির, উপ‌জেলা জিয়া প‌রিষ‌দের নেতা মোস্তাফিজুর রহমান র‌বিন। 

ঢাকা/মিলন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ প ন খনন খ ল খনন ব এন প

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ