জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বিএন‌পির উ‌দ্যো‌গে স্বেচ্ছাশ্রমে খাল পুনঃখনন ও অ‌বৈধ বাধঁ অপসার‌ণ কার্যক্রম শুরু হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২ আগস্ট) দুপু‌রে উপজেলার ডৌহাখলা ইউ‌নিয়‌নের আহসানপুর-রূকুন্দিপুর-নগুয়া খা‌লটি পুনঃখনন, কচু‌রিপানা প‌রিষ্কার ও অ‌বৈধ‌ বাধঁ অপসারণ কার্যক্রমের উ‌দ্বোধন ক‌রেন বিএন‌পি নেতা অ্যাডভোকেট মো.

নূরুল নুরুল হ‌ক।

তিনি জাতীয়তাবাদী আইনজী‌বী ফোরাম কেন্দ্রীয় কমি‌টির ‌সহ-সভাপ‌তি ও জেলা বিএন‌পির সি‌নিয়র সদস্য।

আরো পড়ুন:

কসমেটিক পরিবর্তন দিয়ে মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান 

জুলাই যোদ্ধাদের মারামারি আমাদের ব্যথিত করে: এ্যানি

এলাকাবাসী জানান, এই খাল দি‌য়ে পা‌নি প্রবাহ গ‌তি কম। খালটি ভরাট হয়ে যাওয়ায় প্রতিবছর বর্ষা মৌসু‌মে উপ‌জেলার ডৌহাখলা ইউ‌নিয়‌নের ৮ নম্বর ও ৯ নম্বর ওয়া‌র্ডের মরিচালী, রকিন্দিপুর, চানপুর, নগুয়া, কলাদিয়া, দৌলতপুর, আহসানপুর, হিরন শংকিলা গ্রামের মানুষ পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌ড়েন। বিএন‌পি নেতা অ্যাডভোকেট মো. নূরুল নুরুল হ‌কের উ‌দো‌গ্যে খাল খননের ফলে ৮টি গ্রামের ৩০ হাজার মানুষ স্বস্তি ফিরে পাচ্ছেন। 

খাল খনন কার্যক্রমে অংশ নেন গৌরীপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান, দীর্ঘদিন ধরে কচুরিপানা, ময়লা ও ভরাট হয়ে যাওয়ার কারণে খা‌ল বন্ধ হ‌য়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল, যা কৃষি ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছিল। খাল পরিষ্কারের ফলে পানি চলাচল স্বাভাবিক হবে এবং এলাকার মানুষ উপকৃত হবে।

অ্যাডভোকেট নুরুল হক বলেন, ‍“খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে পুনর্জীবিত করতে খাল, বিল, নদী ও সেচব্যবস্থার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তার সময়ে যে খাল খনন কার্যক্রম শুরু হয়েছিল, তা আজও দেশের কৃষি ও পরিবেশ ব্যবস্থার জন্য এক গুরুত্বপূর্ণ ভিত্তি। আজ আমরা সেই ধারাবাহিকতায় স্থানীয়ভাবে খাল পুনঃখনন পরিষ্কারের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘবের চেষ্টা করছি।”

এসময় উপস্থিত ছিলেন- মিন্টু ক‌লে‌জের সা‌বেক ভি‌পি আবুল হা‌শেম, উপ‌জেলা ছাত্রদ‌লের সদস্য স‌চিব ম‌নিরুজ্জামন মা‌নিক, বিএন‌পি নেতা মো. আবুল কা‌শেম, স‌গির আহ‌মেদ, বিল্লাল হো‌সেন, সালামত ক‌বির, র‌ফিকুল ইসলাম, সেকান্দর আলী খান, খুদরত ফ‌কির, উপ‌জেলা জিয়া প‌রিষ‌দের নেতা মোস্তাফিজুর রহমান র‌বিন। 

ঢাকা/মিলন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ প ন খনন খ ল খনন ব এন প

এছাড়াও পড়ুন:

এবি ব্যাংক পিএলসি’র এএমএল ও সিএফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘এএমএল এবং সিএফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউর পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী এবং অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে এবি ব্যাংক পিএলসিএর চেয়ারম্যান কাইজার এ চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমানসহ সিনিয়র ম্যানেজমেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ