সিদ্ধেশ্বরীর নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর সেদিন আরও ৩টি ছিনতাই করেছিলেন তাঁরা
Published: 2nd, August 2025 GMT
প্রতিদিন ভোরে সোহরাব, রাজীব ও রবিউল তিনজন ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হতেন। তাঁদের নিশানা ছিল ভোরের ঢাকায় বের হওয়া নগরবাসী। নগরীতে এ নিয়ে তাঁরা ২৫-৩০টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন। প্রতিটি ঘটনার পর ব্যাগে থাকা টাকা, মুঠোফোন ভাগাভাগি করে নেন। আর ব্যাগে থাকা অন্যান্য জিনিস বিভিন্ন জায়গায় ফেলে দেন।
গত ২৬ এপ্রিল রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার রবিউল এ তথ্য জানান বলে পিবিআই জানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ শনিবার রাজধানীর বনশ্রী এলাকায় স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অর্গানাইজড ক্রাইমের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মো.
পিবিআই জানায়, গত ৩১ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার টোকিও মার্কেটের সামনে থেকে রবিউল গ্রেপ্তার হন। সেদিন বিকেলেই রবিউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি এখন কারাগারে। তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া মুঠোফোন এবং ছিনতাইয়ে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
রবিউলউৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ নত ই
এছাড়াও পড়ুন:
সমস্যা ও সংকটে মা–বাবাকে সন্তানের পাশে থাকতে হবে
ছবি: প্রথম আলো