কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে ডুবে আবু বকর সিদ্দিক রিফাত (২০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে চরটেকি বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

রিফাত উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের ওমর ফারুকের ছেলে ও কিশোরগঞ্জ জেলা শহরের জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে দুলাভাই রাজীবের সঙ্গে চরটেকি বেড়িবাঁধ এলাকায় ঘুরতে যান রিফাত। পরে নদের পানিতে নামলে স্রোতের তোড়ে তলিয়ে যান তিনি। এ সময় রাজীব তাকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে রাজীব জ্ঞান হারান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আরো পড়ুন:

কু‌ড়িগ্রা‌মে পুকুরে ডুবে শিশুর মুত্যু

ফেরার কথা ছিল নতুন বউ নিয়ে, ফিরল নিথর দেহ

অপরদিকে, স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও রিফাতের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রিফাতের মরদেহ উদ্ধার করে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.

বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১১ জুলাই ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে কাশ্মীর রহমান নীলা (১৭) ও ফারিহা রহমান নেহা (৯) নামের দুই বোন মারা যায়।

ঢাকা/রুমন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ