বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। ৫ আগস্ট সেই আন্দোলনের জয় হয়েছে।”

শনিবার (২ অগাস্ট) বিকেলে কেরাণীগঞ্জের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন:

টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

জলাবদ্ধতা নিরসনে গৌরীপুরে বিএনপির উদ্যোগে খাল পুনঃখনন

আমানউল্লাহ আমান বলেন, “আল্লাহ দিনকে রাত, রাতকে দিন এবং মৃতকে জীবিত আবার জীবিতকে মৃত করেন। মানে, আল্লাহ চাইলে সব পারেন। বিগত ১৬ বছরে আমি ১১বার জেলে গিয়েছি। আমার কেরাণীগঞ্জের অনেক নেতাকর্মী বিনা দোষে কারাবরণ করেছেন। অনেক অত্যাচার সহ্য করেছি। দুঃসময় যারা বিএনপির সঙ্গে ছিলেন তারাই প্রকৃত বন্ধু।” 

নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডা.

আলী নূর পলাশের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- কলাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত আলী, কেরাণীগঞ্জ মডেল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চাঁন মিয়া, সাধারণ সম্পাদক দাউদ শিকদার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

ঢাকা/শিপন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ