৫০০ জন মশক ও পরিচ্ছন্নতাকর্মীর সমন্বয়ে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার (৩ মে) খিলগাঁও উত্তর শাহজাহানপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থানা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় বাসিন্দারা এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

সকাল ৬টায় শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী, স্বাস্থ্য বিভাগের মশককর্মীদের দ্বারা উত্তর শাহজাহানপুর আবাসিক এলাকা, ঝিল ও সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশার ওষুধ প্রয়োগ করা হয়।

আরো পড়ুন:

ন্যায্য নগর গঠনে ভূমিকা রাখবে নবায়নযোগ্য জ্বালানি: ডিএনসিসি প্রশাসক

ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

পরিচ্ছন্নতা প্রোগ্রাম চলাকালীন সাংবাদিকদের ব্রিফিংকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো.

শাহজাহান মিয়া বলেন, “বর্ষার মৌসুমকে মাথায় রেখে ডেঙ্গু প্রতিরোধে আমরা দুটি স্তরে কার্যক্রম শুরু করেছি, প্রথমটি হলো নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম। দ্বিতীয়টি হলো, বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম এবং জনগনকে সম্পৃক্তকরণ জনসচেতনতামূলক র‍্যালি যা পর্যায়ক্রমে ডিএসসিসির ১০টি অঞ্চলে পরিচালনা করা হবে। ইতোমধ্যে যাত্রাবাড়ী ও ধানমন্ডিতে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।”

প্রশাসক বলেন, “নগরবাসীকে সচেতনত হতে হবে এবং বাসার ভেতরে, ফুলের টব, চৌবাচ্চা ও বারান্দায় জমে থাকা পানি তিন দিনের ভেতরে নিজ উদ্যোগে ফেলে দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন এবং নগরবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

এছাড়া অভিযান কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি র‍্যালি হয়।

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সব বিভাগীয় প্রধান এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসস স শ হজ হ ন ড এসস স পর চ ল

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে স্বস্তির বৃষ্টি, সড়কে হাঁটুপানি জমে ভোগান্তি

টানা কয়েক দিনের গরমে অতিষ্ঠ জনজীবন। এ অবস্থা কাটিয়ে আজ শনিবার দুপুরে হঠাৎ নারায়ণগঞ্জ শহরে নামে একপশলা স্বস্তির বৃষ্টি। তবে সামান্য বৃষ্টিতেই নগরের প্রধান সড়কে জমে হাঁটু পানি। পয়োনিষ্কাশনের দূষিত পানিতে ছড়িয়ে পড়ে সড়কজুড়ে। এতে ভোগান্তিতে পড়েন পথচারীসহ যানবাহনের যাত্রীরা।

স্থানীয় বাসিন্দারা জানায়, আজ বেলা একটা থেকে দুইটা পর্যন্ত মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে নগরের চাষাঢ়া, উকিলপাড়া, গলাচিপা, নন্দীপাড়া সড়কসহ বিভিন্ন স্থানের প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়। চাষাঢ়ার সায়াম প্লাজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, হক প্লাজা, পানোরামা প্লাজার সামনের সড়কে পয়োনিষ্কাশনের দূষিত পানি সড়কে ছড়িয়ে পড়ে। অনেককেই বাধ্য হয়ে নোংরা পানিতে নেমে গন্তব্যে যেতে দেখা গেছে।

পানোরামা প্লাজা মার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন গৃহিণী সোনিয়া আক্তার। তিনি বলেন, বৃষ্টি স্বস্তি দিলেও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। ধীরগতিতে পানি নিষ্কাশনের নালা নির্মাণকাজের কারণে নগরবাসীকে এই দুর্ভোগ পোহাতে হয়েছে। এর জন্য সিটি করপোরেশন দায়ী।

নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম। তিনি জানান, বৃষ্টির পানি সরার ব্যবস্থা নেই। পয়োনিষ্কাশনের নালা নির্মাণকাজের ধীরগতিতে এই সমস্যা তৈরি হয়েছে। বৃষ্টি বেশি হলে ভোগান্তি চরম আকার ধারণ করতে পারে।

জলাবদ্ধ স্থানগুলোতে পানি সরানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি জানান, সিটি করপোরেশনের উদ্যোগে বিবি রোডের প্রধান সড়কের দুই পাশে নালা নির্মাণকাজ চলছে। এ কারণে অনেক স্থানে নালা বন্ধ আছে। তাই জলাবদ্ধ স্থানে পানি সরানোর ব্যবস্থা করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে স্বস্তির বৃষ্টি, সড়কে হাঁটুপানি জমে ভোগান্তি
  • সৌদি আরবে নগরবাউল জেমস, আজ রাতে গানে মাতাবেন