Prothomalo:
2025-10-03@08:52:11 GMT

বলিউড নিয়েই খুশি কারিনা

Published: 5th, May 2025 GMT

এটা বললে বাড়াবাড়ি হবে না, অনেক বলিউড অভিনয়শিল্পীর হলিউডে কাজ করার একটা সুপ্ত ইচ্ছা মনের কোণে থাকে। একাধিক বিটাউন নায়িকা হলিউডে নিজের ভাগ্য পরীক্ষাও করেছেন। তালিকায় আছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, হুমা কুরেশির মতো অভিনেত্রী। তবে কারিনা কাপুর খানের এ রকম কোনো ইচ্ছা যে নেই, তা তাঁর কথায় স্পষ্ট। সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট (ওয়েভস) সামিট ২০২৫-এর আসরে হলিউডে অভিনয় করা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন এই বলিউড অভিনেত্রী।

১ মে থেকে মুম্বাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে উদ্‌যাপিত হচ্ছে এই সামিট। চার দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একই মঞ্চে উপস্থিত ছিলেন কারিনা কাপুর খান ও চিত্রনির্মাতা করণ জোহর। কারিনা খোলাখুলিভাবে বলেন যে বলিউডে কাজ করেই তিনি দারুণ খুশি।

জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এও বলিউড অভিনেতাদের হলিউডে কাজ করা নিয়ে কারিনাকে একটা প্রশ্ন করেছিলেন করণ। কারিনা তখন বলেছিলেন, ‘সবার যেন হলিউডে যাওয়ার হিড়িক শুরু হয়েছে।’

কারিনা কাপুর খান। এএনআই.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে

জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।

এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?

প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।

প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।

কালও রান করতে পারেননি শামীম

সম্পর্কিত নিবন্ধ