স্বপ্নপূরণের পথে একধাপ এগিয়ে গেলেন ইলন মাস্ক
Published: 6th, May 2025 GMT
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নানা ধরনের হঠকারী ও বৈচিত্র্যময় সিদ্ধান্ত নিয়ে বছরজুড়েই আলোচনার কেন্দ্রে অবস্থান করেন মার্কিন এই প্রযুক্তি উদ্যোক্তা। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নিজস্ব শহর তৈরির পরিকল্পনা প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। অবশেষে নিজস্ব শহর গড়ে তোলার পরিকল্পনা সত্যি হতে চলেছে ইলন মাস্কের। টেক্সাসের বোকা চিকা এলাকায় ‘স্টারবেস’ নামে নতুন শহর গড়ে তোলার বিষয়ে আয়োজিত ভোটাভুটিতে স্থানীয় অধিবাসীদের বিপুল সমর্থন পেয়েছেন তিনি। ভোটের ফল ঘোষণার আগেই এক্সে (সাবেক টুইটার) ইলন মাস্ক লেখেন, ‘স্টারবেস এখন আনুষ্ঠানিকভাবে একটি শহর।’
স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, নতুন শহরের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের উৎক্ষেপণকেন্দ্র ও কার্যালয়। তাই ভোটারদের বড় একটি অংশই ওই প্রতিষ্ঠানের কর্মী। এ বিষয়ে দ্য টেক্সাস নিউজরুম জানিয়েছে, ভোটারদের অন্তত ৬০ শতাংশ স্পেসএক্সের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত।
স্টারবেস শহরে শুধু ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেসএক্সের কর্মীরা বাস করবেন। বর্তমানে উৎক্ষেপণ কার্যক্রম চালানোর সময় প্রতিষ্ঠানটিকে বোকা চিকা বিচ সাময়িকভাবে বন্ধ রাখতে স্থানীয় কাউন্টি প্রশাসনের অনুমতি নিতে হয়। তবে টেক্সাস সিনেট বিল ২১৮৮ পাস হলে সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নতুন গঠিত শহরের কর্তৃপক্ষের হাতে চলে যেতে পারে। এর ফলে স্পেসএক্সের কার্যক্রম আরও স্বাচ্ছন্দ্যে পরিচালনা করা যাবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর নিয়ন্ত্রণ সীমিত হয়ে আসবে। স্পেসএক্স বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিএর বিভিন্ন বিধিনিষেধের আওতায় থাকলেও নতুন এ শহর প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানটি অনেক ক্ষেত্রে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প সএক স র ইলন ম স ক
এছাড়াও পড়ুন:
সাভারে ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮
সাভারে ডেঙ্গু আক্রান্ত হয়ে আলহাজ আবুল বাশার (৭৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান। এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভাইরাসে আক্রান্ত ২৮ জন ভর্তি আছেন।
আরো পড়ুন:
রোগী সেজে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান দুদকের
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
আবুল বাশার ধামরাই উপজেলার বাসনা গ্রামের বাসিন্দা। তিনি সাভারের ৩ নম্বর ওয়ার্ডের বিনোদ বাইদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সাভার বাজার রোড বাইতুল নুর জামে মসজিদের ক্যাশিয়ার হিসেবে প্রায় ১০ বছর ধরে কর্মরত ছিলেন তিনি।
স্বজনরা জানান, গত চারদিন ধরে জ্বর ছিল আবুল বাশারের। অবস্থার অবনতি হলে তাকে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার মো. মিরাজ বলেন, “আমাদের হাসপাতালে আবুল বাশার নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।”
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. সাইদুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার শুধু সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২৮ জন রোগী। এই উপজেলায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে।”
ঢাকা/সাব্বির/মাসুদ