স্বপ্নপূরণের পথে একধাপ এগিয়ে গেলেন ইলন মাস্ক
Published: 6th, May 2025 GMT
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নানা ধরনের হঠকারী ও বৈচিত্র্যময় সিদ্ধান্ত নিয়ে বছরজুড়েই আলোচনার কেন্দ্রে অবস্থান করেন মার্কিন এই প্রযুক্তি উদ্যোক্তা। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নিজস্ব শহর তৈরির পরিকল্পনা প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। অবশেষে নিজস্ব শহর গড়ে তোলার পরিকল্পনা সত্যি হতে চলেছে ইলন মাস্কের। টেক্সাসের বোকা চিকা এলাকায় ‘স্টারবেস’ নামে নতুন শহর গড়ে তোলার বিষয়ে আয়োজিত ভোটাভুটিতে স্থানীয় অধিবাসীদের বিপুল সমর্থন পেয়েছেন তিনি। ভোটের ফল ঘোষণার আগেই এক্সে (সাবেক টুইটার) ইলন মাস্ক লেখেন, ‘স্টারবেস এখন আনুষ্ঠানিকভাবে একটি শহর।’
স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, নতুন শহরের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের উৎক্ষেপণকেন্দ্র ও কার্যালয়। তাই ভোটারদের বড় একটি অংশই ওই প্রতিষ্ঠানের কর্মী। এ বিষয়ে দ্য টেক্সাস নিউজরুম জানিয়েছে, ভোটারদের অন্তত ৬০ শতাংশ স্পেসএক্সের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত।
স্টারবেস শহরে শুধু ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেসএক্সের কর্মীরা বাস করবেন। বর্তমানে উৎক্ষেপণ কার্যক্রম চালানোর সময় প্রতিষ্ঠানটিকে বোকা চিকা বিচ সাময়িকভাবে বন্ধ রাখতে স্থানীয় কাউন্টি প্রশাসনের অনুমতি নিতে হয়। তবে টেক্সাস সিনেট বিল ২১৮৮ পাস হলে সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নতুন গঠিত শহরের কর্তৃপক্ষের হাতে চলে যেতে পারে। এর ফলে স্পেসএক্সের কার্যক্রম আরও স্বাচ্ছন্দ্যে পরিচালনা করা যাবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর নিয়ন্ত্রণ সীমিত হয়ে আসবে। স্পেসএক্স বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিএর বিভিন্ন বিধিনিষেধের আওতায় থাকলেও নতুন এ শহর প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানটি অনেক ক্ষেত্রে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প সএক স র ইলন ম স ক
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জের পুকুরে ভাই-বোনের মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি গ্রামে তারা মারা যায়।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়ারা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের নৈয়ারবাড়ি গ্রামের পংকজ জয়ধরের ছেলে সজল জয়ধর (২০) এবং শংকর জয়ধরের মেয়ে অনুছোয়া জয়ধর (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
আরো পড়ুন:
মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
‘জীবন গাড়ির নাইরে ব্যাকগিয়ার’
ওসি আবুল কালাম আজাদ বলেন, “শুক্রবার দুপুরে চাচাতো বোন অনুছোয়া জয়ধরকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন সজল জয়ধর। এক পর্যায়ে অনুছোয়া ডুবে গেলে তাকে উদ্ধার করতে যান সজল। এসময় তিনিও পানিতে ডুবে যান। পরে পরিবারের লোকজন পুকুরে তাদের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সজল ও অনুছোয়াকে মৃত ঘোষণা করেন।”
ওসি আরো বলেন, “আমরা হাসপাতালে গিয়ে মরদেহ দুইটি হেফাজতে নেই। মরদেহের ময়নাতদন্ত হবে কি না সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ঢাকা/বাদল/মাসুদ