আইপিএলে জমে উঠেছে প্লে-অফের লড়াই। গ্রুপ পর্বের শেষ দিকে এসে নাটকীয় মোড় নিয়েছে পয়েন্ট টেবিলের লড়াই। ১০ দলের টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে একসময়ের দাপুটে দল চেন্নাই সুপার কিংসের। পরে বিদায় নিয়েছে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদও। প্লে-অফে ৪টি জায়গার লড়াইয়ে বর্তমানে টিকে আছে ৭টি দল। এর মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটাই নিরাপদ জায়গায়।
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে। বাকি ম্যাচগুলো থেকে মাত্র একটি জয় পেলেই তাদের সেরা চারে থাকা নিশ্চিত হবে। আর দুটি জয় নিশ্চিত করলে তারা শেষ চারে নয়, থাকবে সেরা দুইয়ে
শুরুর ধাক্কা সামলে টানা ছয় জয় তুলে নিয়ে দুর্দান্ত অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্স। এখনও বাকি রয়েছে তাদের তিনটি ম্যাচ। সবগুলোতে জয় পেলে তারা পৌঁছাতে পারে শীর্ষ দুইয়ে। প্লে-অফ নিশ্চিত করতে হলে অন্তত দুটি ম্যাচ জিততেই হবে। তবে তাদের প্রতিপক্ষ তিনটি দলই শক্তিশালী—গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস।
প্রথম থেকেই ধারাবাহিক পারফর্ম করা গুজরাট টাইটান্সের জন্য প্লে-অফে জায়গা করে নেওয়া খুব একটা কঠিন নয়। বাকি চার ম্যাচের মধ্যে দুটি জিতলেই তাদের সেরা চারে থাকা নিশ্চিত হবে। আর তিন ম্যাচ জিতলে জায়গা মিলতে পারে সেরা দুইয়েও।
পাঞ্জাব কিংসের প্লে-অফে ওঠার সুযোগ এখনও টিকে আছে। তবে মুম্বাইয়ের বিপক্ষে জয় ও ভালো নেট রানরেট ধরে রাখাই তাদের মূল চ্যালেঞ্জ। এমনটা করতে পারলে তারাও সেরা দুইয়ে ঢোকার আশা করতে পারে। এদিকে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে দিল্লি ক্যাপিটালস। বাকি তিন ম্যাচের সবগুলো জিতলেও নিশ্চিত হতে পারবে না তারা। তবে এমন পরিস্থিতিতে অন্তত শীর্ষ চারে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে।
লখনৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের জন্য সমীকরণ সবচেয়ে জটিল। তাদের সবগুলো ম্যাচে জয় পেতেই হবে। পাশাপাশি চাই বড় ব্যবধানে জয়, যেন নেট রানরেট উন্নত করা যায়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আবারও বিশ্ব রেকর্ড ডুপ্লান্টিসের, এবার লাফালেন তিনতলা বাড়ির উচ্চতা
আরমান্দ ‘মোন্দো’ ডুপ্লান্টিসের হাতে পোল মানেই যেন বিশ্ব রেকর্ড!
হাঙ্গেরির বুদাপেস্ট মিটে গতকাল যেমন করলেন। পোল ভল্টে গড়া নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন নিজেই। পোল নিয়ে ৬.২৯ মিটার উঁচুতে লাফিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইডিশ কিংবদন্তি। মাত্র এক সেন্টিমিটার ব্যবধানে ভেঙেছেন গত জুনে স্টকহোমে গড়া নিজের বিশ্ব রেকর্ড (৬.২৮ মিটার)। বুদাপেস্ট মিটে দ্বিতীয় প্রচেষ্টায় এই উচ্চতার বেশি লাফিয়ে ১৩তম বারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস।
আরও পড়ুন৩২ কেজি ওজনের মাছ শিকার করে ৪ কোটি ৮৬ লাখ টাকা জিতলেন বাস্কেটবল কিংবদন্তি১১ আগস্ট ২০২৫চলতি বছর পোল ভল্টে এ নিয়ে তৃতীয় রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস। গত ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট–ফেরান্ডে ৬.২৭ মিটার উচ্চতা টপকে যান ২৫ বছর বয়সী এ অ্যাথলেট। বুদাপেস্টে দ্বিতীয় প্রচেষ্টায় বিশ্ব রেকর্ড গড়া লাফটি দেওয়ার সময় ডুপ্লান্টিসের একটি পা ও পেট বারের সঙ্গে লেগে গিয়েছিল। তবে লাফানোটি আইনসিদ্ধ ছিল।
১৯৮৫ সালের ১৩ জুলাই ইতিহাসের প্রথম পোল ভল্টার হিসেবে ৬ মিটার উচ্চতা লাফিয়ে পার হয়েছিলেন ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকা। এরপর মোট ২৬ বার ভেঙেছে বিশ্ব রেকর্ড—বুবকা ভাঙেন ১২ বার, ডুপ্লান্টিস ভেঙেছেন ১৩ বার এবং একবার ভেঙেছেন রেঁনাদ লাভিলেনি। ডুপ্লান্টিস ২০২০ সালে ৬.১৭ মিটার লাফিয়ে প্রথম বিশ্ব রেকর্ড ভাঙেন।
বিশ্ব রেকর্ড গড়ার পর ডুপ্লান্টিসের উদ্যাপন