ক্ষত থেকে যাদের শরীরে ‘ইনফেকশন’ হওয়ার ঝুঁকি বেশি
Published: 7th, May 2025 GMT
শরীরে গুটি, ফুসকুড়ি কিংবা ক্ষত হলে রোগীর শরীরে ‘ইনফেকশন’ দেখা দিতে পারে। ক্ষত থেকে ‘ইনফেকশন’ হওয়ার ঝুঁকিতে রয়েছেন অধিক ওজনের মানুষেরা। এ ছাড়া ক্ষতস্থানে রক্ত সরবরাহ কমে গেলে ‘ইনফেকশন’ হতে পারে।
এ বিষয়ে ডা. অনিরুদ্ধ সরদার, আবাসিক সার্জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল একটি পডকাস্টে বলেন, ‘‘রোগী যদি পুষ্টিহীনতায় ভোগে বা স্বাভাবিক ওজনের চেয়ে অধিক বেশি ওজনের হয় তাহলে শরীরে ক্ষতস্থানে ‘ইনফেকশন’ হতে পারে। যাদের স্বাভাবিকের চেয়ে কম ওজন তারাও রয়েছেন উচ্চ ঝঁকিতে।’’
এই চিকিৎসক আরও বলেন, ‘‘রোগীর যদি মেটাবলিক ডিজিজ ‘ডায়াবেটিস মেলাইটাস’ থাকে তাহলে ক্ষতস্থান থেকে ‘ইনফেকশন’ হতে পারে। রোগীর শরীরের যদি ইউরেনিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলেও ‘ইনফেকশন’ হতে পারে। রোগী জন্ডিসে আক্রান্ত হলে ‘ইনফেকশন’ তৈরির সম্ভাবনা বেড়ে যায়। রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, যদি কোনো রোগী ‘স্ট্রয়েড’ নামক ওষুধ খায়, কেমোথেরাপি বা রেডিওথেরাপি নেয় সেকারণেও তার শরীরের ইমিউনিটি কমে যায়। এবং ক্ষত থেকে শরীরে ‘ইনফেকশন’ছড়িয়ে পড়তে পারে। ’’
আরো পড়ুন:
স্ক্যাবিস দীর্ঘস্থায়ী হলে শরীরে যেসব জটিলতা দেখা দিতে পারে
‘মেডিকেল ভিসা’ প্রক্রিয়া সহজ করলো চীন
শরীরে কোনো ক্ষত তৈরি হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হুমা কুরেশির ভাই খুন
বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাত ভাইকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় হত্যা করা হয় আসিফ কুরেশিকে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদে জানিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে নিজামুদ্দিনের জংপুরা ভোগল লেনে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত দুইজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আসিফের বাড়ির প্রধান গেটের সামনে একটি টু-হুইলার পার্কিং নিয়ে তার সঙ্গে দুই ব্যক্তির মধ্যে বিবাদ শুরু হয়। এরপর অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় আসিফকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বলিউডের নয়া ‘ক্রাশ’ অনীত
হৃতিকের ছেলেকে পাপারাজ্জিদের তাড়া, ভিডিও ভাইরাল
আসিফের স্ত্রী ও আত্মীয়দের অভিযোগ, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তরা তাকে নৃশংসভাবে আক্রমণ করে।
আসিফের স্ত্রী সাইনাজ কুরেশি বলেন, “আসিফ কাজ থেকে বাড়ি ফেরার পর দেখতে পান, প্রতিবেশীর টু-হুইলারটি আমাদের বাড়ির প্রধান গেটের সামনে রাখা রয়েছে। এরপর আসিফ তাদের গাড়িটি সেখান থেকে সরাতে বলেন। কিন্তু গাড়ি সরানোর পরিবর্তে প্রতিবেশীরা আসিফকে গালিগালাজ করতে শুরু করে। তারপর ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ চালায়।”
এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এখন তদন্ত চলছে। তবে বিষয়টি নিয়ে হুমা কুরেশির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/শান্ত