বাঙালির মানবিক আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা ও অভিব্যক্তির প্রকাশ ঘটেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। ৮ মে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, নাটকসহ আরও কিছু অনুষ্ঠান।
এবার রয়েছে দুটি নাটক। একটি ‘সম্পত্তি সমর্পণ’, অন্যটি ‘চিত্রাঙ্গদা’।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সম্পত্তি সমর্পণ’-এর নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় এ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, তৌকির আহমেদ, ফারজানা ছবি, মোহাম্মদ বারী, কাজী জাহাঙ্গীর, সোহেল রশীদ, তুর্য, তামিমসহ আরো অনেকে।
নাটকটির গল্পে দেখা যাবে- যজ্ঞনাথ কুন্ডু অত্যন্ত কৃপণ ব্যক্তি। তার কৃপণতার বহর এমনই যে অসুস্থতার সময়ে খরচের ভয়ে তার স্ত্রী ও পূত্রবধুর ওষুধ পর্যন্ত কিনতে চান না। যজ্ঞনাথের পুত্রবধূ মারা যাবার পরে তার একমাত্র ছেলে দামোদরও তাকে ছেড়ে চলে যায়। সঙ্গে নিয়ে যায় তার নাতি গোকুলকে। একমাত্র এই ছোট্ট শিশুটির প্রতি কিছুটা স্নেহ-ভালোবাসা ছিল যজ্ঞনাথের। কিন্তু তিনি জগতে সবচেয়ে ভালোবেসেছিলেন ঐশ্বর্য ও টাকা পয়সাকে। কয়েক বছর পরে নিতাই নামের একটি অনাথ ছেলেকে তিনি আশ্রয় দেন। কিন্তু তিনি নিতাইকে প্রায়ই লোভ দেখাতেন এই বলে যে তার টাকাপয়সা সবই তাকে দিয়ে যাবেন। হঠাৎ একদিন রাতে ছোট্ট নিতাইকে নিয়ে যজ্ঞনাথ এক গুহার মধ্যে প্রবেশ করেন, যেখানে রাখা আছে তার সঞ্চিত ধন-সম্পদ। এরপর নানা নাটকীয়তায় এগিয়ে যায় নাটকের গল্প।
রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সম্পত্তি সমর্পণ’।
এদিকে এল রুমা আকতারের প্রযোজনায় কাব্যনাটক ‘চিত্রাঙ্গদা’ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এতে অভিনয় করেছেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, জেবু, সুমাইয়া, সামাদ, নিসর্গ, হাসান, অনিন্দ্য, শফিক, জাওয়াদ, আলী, বিপুল, বিমল, অহন প্রমুখ। ‘চিত্রাঙ্গদা’ প্রচারিত হবে রাত ১১টা ০৫ মিনিটে।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: ত ক র আহম দ
এছাড়াও পড়ুন:
তাহলে ধোনি অবসর নিচ্ছেন না
এবারই তাহলে শেষ নয়!
মহেন্দ্র সিং ধোনি আইপিএল থেকে এই মৌসুম শেষেই অবসরে যাচ্ছেন না। কাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের জয়ের পর ৪৪ বছর বয়সী ধোনি নিজে এ কথা জানিয়েছেন।
চেন্নাইকে ৫টি শিরোপা জেতানো এই অধিনায়ক অবসরের সিদ্ধান্ত নিতে আরও সময় নিতে চান। যদিও কয়েক দিন আগে টসের সময় ড্যানি মরিসনের আগামী মৌসুমে খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে ধোনি বলেছিলেন, ‘পরের ম্যাচে আসব কি না, আমি জানি না।’ তখন ধারণা করা হচ্ছিল ধোনি হয়তো এবার নিশ্চিতভাবেই অবসরে যাবেন। আপাতত আবার তা মনে হচ্ছে না!
২-৩ মৌসুম ধরেই পুরোপুরি ফিট না থেকেই আইপিএল খেলছেন ধোনি। তিনি খেলেন নিজেকে একটা ছকে বেঁধে। নিজেকে প্রস্তুত রাখেন কয়েকটি বলের জন্য। দলের প্রধান কোচ স্টিভেন ফ্লেমিংও জানিয়েছেন, ধোনির হাঁটু সমস্যা তাঁকে দীর্ঘ সময় ব্যাট করতে দিচ্ছে না। সে কারণেই আইপিএলে ৯ নম্বরেও ব্যাটিং করেছেন। ধোনির অনেক সমর্থকই ধোনির এত নিচে ব্যাটিং করা পছন্দ করছেন না।
আমি বছরে মাত্র দুই মাস খেলি। এবার আইপিএল শেষ হলে ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে। বুঝতে হবে যে আমার শরীর এই ধরনের চাপ নিতে পারবে কি না।ধোনিঅনেকেই বলছেন, প্রয়োজনে ধোনি অবসর নিক! এই যেমন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক। কয়েক দিন আগে ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে যেমন বলেছিলেন, ‘তার আর কিছুই অর্জনের বাকি নেই। ফ্র্যাঞ্চাইজিটিতে তার যে লিগ্যাসি ও প্রভাব, সেটার ওপর নির্ভর করে তাকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। সেটা কি পাল্টাবে? মালিকপক্ষ কি তার সঙ্গে কথা বলবে? আমরা জানি না। আমরা অনেক দিন ধরেই এ বিষয়ে অনুমান করার চেষ্টা করছি। তবে আগামী বছর তাকে এখানে (আইপিএল) দেখলে খুব বিস্মিত হব।’
আরও পড়ুনআর্জেন্টিনাকে বিদায় বলা দি মারিয়া বেনফিকায় কত বেতন পান১ ঘণ্টা আগেকিন্তু ধোনি নিজে এই সিদ্ধান্ত এখনো নিতে পারেননি, ‘আমি বছরে মাত্র দুই মাস খেলি। এবার আইপিএল শেষ হলে ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে। বুঝতে হবে যে আমার শরীর এই ধরনের চাপ নিতে পারবে কি না। এখনই আমার পক্ষে কিছু সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে আমি যেখানেই যাই, মানুষের ভালোবাসা ও স্নেহ অনুভব করি।’
রান নেই ধোনির ব্যাটে