‘আল্লাহর কাছে প্রার্থনা করুন, হাসপাতালটি যেন নীলফামারীতে হয়’
Published: 7th, May 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আগের দিনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল পুঁজিবাজার
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ মে) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের দিন বুধবার (৭ মে) পুঁজিবাজারে বড় পতন হয়েছিল। সেই ধাক্কা আজ সামলে নিয়েছে পুঁজিবাজার।
বৃহস্পতিবার ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্র জানিয়েছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৯.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২৬.২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭.০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরো পড়ুন:
ডিবিএইচ ফাইন্যান্সের ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা
‘জেড’ ক্যাটাগরিতে আরএকে সিরামিকস
ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৭৭টি কোম্পানির, কমেছে ১০টির এবং অপরিবর্তিত আছে ৭টির।
বুধবার ডিএসইতে মোট ৩৬৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬০.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩৬৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১১৩.৬৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭০৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.৩৬ পয়েন্ট বেড়ে ৮৮৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০৩.০৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৭২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৯টি কোম্পানির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত আছে ১৫টির।
সিএসইতে ২১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক