ভারত–পাকিস্তান সংঘাতের আবহে রাফালসহ পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি পাকিস্তান করেছে, সে বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটল না। এ বিষয়ে পাকিস্তানের দাবি ও প্রচার সম্পর্কে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ বৃহস্পতিবার ব্রিফিংয়ে সরাসরি কোনো উত্তর দিলেন না। তিনি কেবল বললেন, ঠিক সময়ে সরকারিভাবে এর উত্তর নিশ্চয় দেওয়া হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দ্বিতীয়বার গণমাধ্যমের সামনে হাজির হন পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তাঁর সঙ্গে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং।

গতকাল বুধবার দিবাগত রাতে উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন এলাকায় সামরিক ঘাঁটিতে পাকিস্তানের হামলা ভারত কীভাবে প্রতিহত করেছে তা তুলে ধরে তাঁরা বলেন, বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনী লাহোরের এয়ার ডিফেন্স ব্যবস্থা নষ্ট করে দিয়েছে।

ব্রিফিংয়ে কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা দাবি করেন, পাকিস্তান আক্রমণ করেছিল অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, বাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই ও ভুজের সামরিক ঘাঁটি। এই কাজে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। কিন্তু ভারত তা সাফল্যের সঙ্গে প্রতিহত করেছে। পাকিস্তানের আক্রমণের এসব চিহ্ন জড়ো করা হচ্ছে।

এই ঘোষণার পর বিক্রম মিশ্রি সংঘাত পরিস্থিতি, নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর ভারতের আক্রমণ এবং সেই আক্রমণের লক্ষ্য পুরোপুরি সন্ত্রাসবাদীদের ডেরা ছিল দাবি করে বলেন, প্রথম উত্তেজনা পাকিস্তানই ছড়িয়েছে ২২ এপ্রিল পেহেলগামে। দুই সপ্তাহ পর ভারত যা করেছে তা প্রত্যাঘাত। সেই অধিকার ভারতের আছে এবং তা প্রয়োগ করা হয়েছে।

বুধবারের ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব কাউকে কোনো প্রশ্ন করার অনুমতি দেননি; তবে বৃহস্পতিবার কিছু প্রশ্ন করার অনুমতি দেওয়া হয়। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, এই সংঘাত পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজেদের মধ্যে আলোচনা করেছেন বলে খবর রটেছে, এর সত্যতা কতখানি। জবাবে বিক্রম বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো খবর নেই।

মঙ্গলবার রাতে ভারতীয় বাহিনীর আক্রমণের খবরের পাশাপাশি পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, তারা রাফালসহ পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ফেলে দিয়েছে। তাদের সেই দাবি বা প্রচার আদৌ সত্য কি না, জানতে চাওয়া হলে পররাষ্ট্রসচিব বলেন, যখন সময় হবে তখন এই সব বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চয় তথ্য জানানো হবে।

পাশাপাশি মিশ্রি বলেন, পাকিস্তান রাষ্ট্রের জন্মের সময় থেকেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে আসছে। ১৯৪৭ সালে পাকিস্তানি বাহিনী জম্মু–কাশ্মীর আক্রমণ করেছিল। কিন্তু তা তারা অস্বীকার করে চলেছিল। তখন থেকেই তারা মিথ্যার আশ্রয় নিয়ে আসছে। জাতিসংঘকেও তারা ওই আক্রমণ নিয়ে মিথ্যা বলেছিল এবং সেই মিথ্যা ধরাও পড়েছিল।

বৃহস্পতিবার সকালে সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে শতাধিক সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে দাবি জানিয়েছিলেন। হতাহতের এই সংখ্যা এবং নিহত ব্যক্তিদের মধ্যে কুখ্যাত সন্ত্রাসীরা আছে কি না, জানতে চাওয়া হলেও পররাষ্ট্রসচিব নির্দিষ্টভাবে কিছু বলেননি। তিনি বলেন, এই মুহূর্তে তাঁর কাছে নির্দিষ্ট তথ্য নেই। তবে গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগমাধ্যমে এত তথ্য ছড়াচ্ছে, যাতে মনে হয় এই সংঘাত যেন অনেক দিনের পুরোনো। তিনি বলেন, মনে রাখতে হবে, মাত্র ৩৬ ঘণ্টা অতিবাহিত হয়েছে। পুরো তথ্য জানার জন্য একটু ধৈর্য ধরতে হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পরর ষ ট রসচ ব

এছাড়াও পড়ুন:

তিনজনের ব্যাটে ১৫০, ৬০০ ছাড়াল নিউজিল্যান্ড

দিনের শেষ ওভারে ব্রায়ান বেনেটকে বেশ সমীহই করলেন রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলস। জিম্বাবুয়ের খণ্ডকালীন স্পিনারের করা শেষ ওভারটি থেকে নিলেন মাত্র ১ রান। কতটা সমীহ করেছেন, সেটা বুঝতে চোখ রাখতে পারেন আগের ওভারগুলোতেও। ব্রেনেটের আগের ৫ ওভারে রান উঠেছে যথাক্রমে ১২, ১১, ১২, ২০ ও ৬।

বুলাওয়েতে আজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে নিউজিল্যান্ড। সারা দিনে ৯১ ওভার ব্যাট করেছে কিউইরা। মাত্র দুই উইকেট হারিয়ে রান করেছে ৪২৭। আগের দিনের রান যোগ করে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রান দাঁড়িয়েছে ৩ উইকেটে ৬০১–এ। প্রথম ইনিংসে ১২৫ রানে অলআউট হওয়া জিম্বাবুয়ে এখনই ম্যাচে ৪৭৬ রানে পিছিয়ে।

নিউজিল্যান্ডের এই বড় সংগ্রহের মূলে তিন ব্যাটসম্যানের দেড় শ ছোঁয়া ইনিংস। ১ উইকেটে ১৭৪ রান নিয়ে দিন শুরুর সময় ডেভন কনওয়ে অপরাজিত ছিলেন ৭৪ রানে। বাঁহাতি এই ওপেনার নিজের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করে আউট হয়েছেন ১৫৩ রানে। তার আগে দিনের শুরুর দিকে ফেরেন আগের বিকেলে নাইটওয়াচম্যান হিসেবে নামা জ্যাকব ডাফি। কনওয়েকে বোল্ড করেন ব্লেসিং মুজারাবানি, ডাফিকে বেনেটের ক্যাচ বানান ভিনসেন্ট মাসেকেসা।

লাঞ্চ বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পর কনওয়ে আউট হয়ে গেলে জুটি বাঁধেন রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলস। দিনের বাকি অংশে এ দুই ব্যাটসম্যানই জিম্বাবুয়ে বোলারদের সময়টা কঠিন করে তুলেছেন। দিন শেষে অবিচ্ছিন্ন দুজনই, এরই মধ্যে যোগ করেছেন ২৫৬ রান।

এর চেয়েও বড় অর্জন দুজনই সেঞ্চুরি পূর্ণ করার পর দেড় শর ঘরও ছুঁয়েছেন। চারে নামা নিকোলসের অপরাজিত ২৪৫ বলে ১৫০ রান করে। আর তৃতীয় টেস্ট সেঞ্চুরি করা রবীন্দ্র অপরাজিত ১৩৯ বলে ১৬৫ রানে। যার মধ্যে ২১টি চারের সঙ্গে আছে ২টি ছক্কাও।

নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যান ১৫০ স্পর্শের মাধ্যমে একটি রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন। টেস্ট ক্রিকেটে এর আগে এক ইনিংসে তিনটি দেড় শ দেখা গেছে দুবার। প্রথমবার ১৯৩৮ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের (লিওনার্ড হাটন, মরিস লেল্যান্ড ও জো হার্ডস্টাফ), আরেকটি ১৯৮৬ সালে কানপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের (সুনীল গাভাস্কার, মোহাম্মদ আজহারউদ্দিন ও কপিল দেব)।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১২৫। নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৩০ ওভারে ৬০১/৩ (রবীন্দ্র ১৬৫*, কনওয়ে ১৫৩, নিকোলস ১৫০*, ইয়াং ৭৪; মুজারাবানি ১/১০১)।

সম্পর্কিত নিবন্ধ