পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা। এর মধ্যে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’—এই চার সিনেমা নিয়ে কমবেশি আলোচনা হয়েছে। ঈদুল আজহার বাকি এক মাসেরও কম সময়। এর মধ্যেই ঈদের ছবির প্রচার শুরু করেছেন কেউ কেউ। ঈদে আসছে কোন তারকার সিনেমা?

কিছুদিন আগেই শাকিব খানের জন্মদিনে এসেছে ‘তাণ্ডব’ সিনেমার ঘোষণা। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির শুটিং এখনো চলছে।

‘তাণ্ডব’ সিনেমার পোস্টার। ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

একই দিনে ঢাকায় দুই ভৌতিক সিনেমা

যখন সুপারহিরো, সিক্যুয়েল আর পুরোনো ছবির রিবুট দেখে দেখে হাঁপিয়ে উঠেছেন দর্শক, তখন হঠাৎ ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছে হরর বা ভৌতিক ঘরানার ছবি। সাম্প্রতিক সময়ে সারা বিশ্বেই হরর ছবি নির্মাণের হার বেড়েছে। এ বছর এখনো পর্যন্ত হলিউডের ব্যবসাসফল ছবির তালিকায় হরর ছবির সংখ্যা উল্লেখ করার মতো।

মার্কিন সংস্থা কমস্কোরের এক পরিসংখ্যান বলছে, চলতি বছর উত্তর আমেরিকার মোট টিকিট বিক্রির ১৭ শতাংশই এসেছে হরর ছবির হাত ধরে, যা ২০২৪ সালে ছিল ১১ শতাংশ; এক দশক আগেও যা ছিল মাত্র ৪ শতাংশ। হরর ছবির এই জয়রথে যুক্ত হতে যাচ্ছে আরও দুটি সিনেমা। ৮ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে মার্কিন হরর থ্রিলার ‘ওয়েপনস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। সেই সঙ্গে বাড়তি উপহার হিসেবে থাকছে জনপ্রিয় তুর্কি হরর সিনেমা ‘সিকিন’ সিরিজের নতুন ছবি ‘সিকিন ৮ ’। এ ছবিটিও ৮ আগস্ট মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

‘ওয়েপনস’ সিনেমার পোস্টার

সম্পর্কিত নিবন্ধ