পাকিস্তানের গোলায় জম্মুতে সরকারি কর্মকর্তাসহ ৫ জন নিহত: ভারত
Published: 10th, May 2025 GMT
ভারতের জম্মু, পুঞ্চ ও রাজৌরি জেলার বিভিন্ন এলাকায় আজ শনিবার ভোরে পাকিস্তানের ভারী গোলাবর্ষণে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। জম্মুর স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, একটি গোলা সরকারি বাসভবনে আঘাত হানলে সেখানে অবস্থানরত রাজৌরি জেলার অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজ কুমার থাপা এবং তাঁর দুই কর্মচারী গুরুতর আহত হন।
তিনজনকেই দ্রুত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাপা মারা যান বলে নিশ্চিত করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, নিহত রাজ কুমার থাপা (৫৫) রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গভীর শোক প্রকাশ করে লেখেন, ‘আগের দিন থাপা জেলা পরিদর্শনে যাওয়া উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। আমি যে অনলাইন বৈঠক পরিচালনা করেছিলাম, তাতেও তিনি অংশ নিয়েছিলেন। তার ঠিক এক দিন পর এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ তাঁর বাসভবন সরাসরি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি শহীদ হন। এই অপূরণীয় ক্ষতি নিয়ে বলার কোনো ভাষা আমার নেই। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। কোনো গুজবে কান দেবেন না বা যাচাই না করে কিছু ছড়াবেন না। একসঙ্গে থেকে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করব।’
থাপা ১৯৮৯ সালে জম্মু সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
ভারত দাবি করেছে, লাগাতার দ্বিতীয় রাতের মতো পাকিস্তানের ড্রোন হামলার পরপরই আজ শনিবার সকালে এই গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। পাকিস্তান ওই সব ড্রোন দিয়ে ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।
ভারত প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) যুদ্ধবিমানের বিরুদ্ধে তারা সাফল্যের সঙ্গে পাল্টা পদক্ষেপ নিয়েছে। শ্রীনগরে ক্ষেপণাস্ত্র হামলার পর তাদের বেশ কিছু ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
এবার উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীরা জুবেরী ভবন ছেড়ে এবার উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।
শনিবার রাত সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা জুবেরী ভবনের সামনে তাঁদের অবস্থান ত্যাগ করেন। এতে সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দীনসহ বেশ কয়েকজন শিক্ষক প্রায় সাত ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান।
এর আগে শনিবার বেলা তিনটার দিকে সহ-উপাচার্য (প্রশাসন) প্রশাসনিক ভবন থেকে বের হলে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা তাঁর গাড়ি আটকে দেন। পরে তিনি হেঁটে তাঁর বাসভবনের দিকে যেতে থাকেন। শিক্ষার্থীরা তাঁর বাসভবনের ফটকে তালা লাগিয়ে দিলে তিনি জুবেরী ভবনের দিকে যান। তাঁর সঙ্গে প্রক্টর মাহবুবর রহমানও ছিলেন। বিকেল সাড়ে চারটার দিক থেকে জুবেরী ভবনে সহ-উপাচার্য মাঈন উদ্দীনসহ বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাকে আটকে রাখেন শিক্ষার্থীরা।
এমন পরিস্থিতিতে শনিবার রাত পৌনে ১০টার দিকে সহ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের ‘লাঞ্ছিত’ করার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার কর্মবিরতির ডাক দেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আবদুল আলিম। সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীও কর্মবিরতিতে থাকবেন বলে উল্লেখ করেন।
রাত সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা জুবেরী ভবন ছেড়ে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডসংলগ্ন উপাচার্য সালেহ হাসান নকীবের বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে স্লোগান দিচ্ছেন। বিপুল সংখ্যক ছাত্রীও বিক্ষোভে অংশ নিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, পোষ্য কোটা বাতিল না হওয়া পর্যন্ত তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করবেন। পোষ্য কোটার বিলুপ্তি করেই তাঁরা ফিরবেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও উপাচার্য সালেহ হাসান নকীব ফোন ধরেননি। তবে রাত সাড়ে ১১টার দিকে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা খুবই ধৈর্যের পরিচয় দিচ্ছি। কিন্তু এভাবে জিম্মি করে আটকে রেখে সিদ্ধান্ত হতে পারে না। আজকে তারা যা করল, এটা কোনোভাবেই কাম্য নয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাকসু নির্বাচন হবে কি না, এটা শিক্ষার্থীদের আচরণের ওপর নির্ভর করবে। তবে আমি রাকসু নির্বাচন নিয়ে খুবই সিরিয়াস।’
আরও পড়ুনসহ-উপাচার্যকে আটকে বিক্ষোভ, শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি৬ ঘণ্টা আগেআরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্যকে অবরুদ্ধ করার পর কর্মবিরতির ডাক১ ঘণ্টা আগে