ভারতের জম্মু, পুঞ্চ ও রাজৌরি জেলার বিভিন্ন এলাকায় আজ শনিবার ভোরে পাকিস্তানের ভারী গোলাবর্ষণে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। জম্মুর স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, একটি গোলা সরকারি বাসভবনে আঘাত হানলে সেখানে অবস্থানরত রাজৌরি জেলার অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজ কুমার থাপা এবং তাঁর দুই কর্মচারী গুরুতর আহত হন।

তিনজনকেই দ্রুত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাপা মারা যান বলে নিশ্চিত করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, নিহত রাজ কুমার থাপা (৫৫) রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গভীর শোক প্রকাশ করে লেখেন, ‘আগের দিন থাপা জেলা পরিদর্শনে যাওয়া উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। আমি যে অনলাইন বৈঠক পরিচালনা করেছিলাম, তাতেও তিনি অংশ নিয়েছিলেন। তার ঠিক এক দিন পর এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ তাঁর বাসভবন সরাসরি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি শহীদ হন। এই অপূরণীয় ক্ষতি নিয়ে বলার কোনো ভাষা আমার নেই। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। কোনো গুজবে কান দেবেন না বা যাচাই না করে কিছু ছড়াবেন না। একসঙ্গে থেকে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করব।’

থাপা ১৯৮৯ সালে জম্মু সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

ভারত দাবি করেছে, লাগাতার দ্বিতীয় রাতের মতো পাকিস্তানের ড্রোন হামলার পরপরই আজ শনিবার সকালে এই গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। পাকিস্তান ওই সব ড্রোন দিয়ে ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

ভারত প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) যুদ্ধবিমানের বিরুদ্ধে তারা সাফল্যের সঙ্গে পাল্টা পদক্ষেপ নিয়েছে। শ্রীনগরে ক্ষেপণাস্ত্র হামলার পর তাদের বেশ কিছু ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

জুমার পর সবাইকে আন্দোলন মঞ্চে আসার ডাক

আজ শুক্রবার জুমার নামাজের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তৈরি আন্দোলন মঞ্চে আসতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন নিয়ে যমুনার সামনে শুক্রবার (৯ মে) সকাল ৮টায় সামনে সংবাদ সম্মেলনে আসেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। বাংলাদেশপন্থি সকল সাধারণ মানুষকে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে এক হয়ে আজকে জুমার নামাজ পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তৈরি করা আন্দোলন মঞ্চে উপস্থিত হওয়ার আহবান জানাচ্ছি।”
“এই আন্দোলন থেকে বোঝা যাবে কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আর কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। প্রধান উপদেষ্টাকে মনে করিয়ে দিচ্ছি, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি এটা ভুলে যাবেন না।” 

আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন সংহতি জানিয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র-জনতার এই আন্দোলনে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে।”

“গণহত্যারকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় সারা দেশে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটি নিষিদ্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তৈরি হচ্ছে মঞ্চ।

শুক্রবার সকালে থেকে এটি তৈরির কাজ শুরু হয়। এখন পুরোদমে সেই কাজ চলছে। চারটি ট্রাক পাশাপাশি দাঁড় করিয়ে দ্রুত মঞ্চ বানানো হচ্ছে।

গণহত্যা ও ফ্যাসিবাদের দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে যমুনার সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শুরু হওয়া কর্মসূচি রাত পেরিয়ে ভোর, এখন সকাল অবদি চলছে। 

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সরকারি ঘোষণা আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসার আহ্বান জানান এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। তার কিছু সময়ের মধ্যে সেখানে লোকজন জড়ো হওয়া শুরু করে। সারা রাত তারা সেখানে ছিল।   

শুক্রবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতা যমুনার সামনে আসছেন। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে এলাকাটি। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি।

এনসিপির ডাকা অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও। তারাও একই দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

ঢাকা/রায়হান/রাসেল 

সম্পর্কিত নিবন্ধ

  • মোদির বাসভবনে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক
  • বিএনপি বাদে সব রাজনৈতিক দল এখন শাহবাগে: সারজিস আলম
  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ এনসিপির 
  • সমাবেশস্থলে জুমার নামাজ আদায় 
  • জমায়েত মঞ্চের সামনে আন্দোলনকারীদের অবস্থান 
  • আন্দোলন মঞ্চে ছাত্র-জনতা
  • আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের ‘কয়েকটি কথা’
  • জুমার পর সবাইকে আন্দোলন মঞ্চে আসার ডাক