দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি গণসংহতির
Published: 10th, May 2025 GMT
নির্বিচার হত্যার দায়ে এবং গত ১৫ বছরে ত্রাসের রাজত্ব কায়েম করার অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক হবে বলে জানিয়েছে তারা।
আজ শনিবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।
যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর ধরে গুম-খুন-হত্যা জনগণের কণ্ঠরোধ, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারসহ ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। আওয়ামী লীগ গত জুলাই আগস্টে আন্দোলনরত ছাত্র-শ্রমিক-জনতার ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে এবং হাজার হাজার মানুষ আহত করে। এসব অপরাধের সঙ্গে দল হিসেবে যে আওয়ামী লীগ যুক্ত ছিল তা জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।
এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত সব রাজনৈতিক ব্যক্তি এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যারা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে এসব কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করেছে, নেতৃত্ব দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। দল হিসেবে আওয়ামী লীগকে দ্রুত বিচারের আওতায় আনার মধ্য দিয়ে বাংলাদেশে ভবিষ্যৎ ঠিক হবে বলেছে দলটি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”
আরো পড়ুন:
মোদির বাসভবনে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক
ভারত বন্ধ করলে আমরাও করব: পাকিস্তান
ট্রাম্প আরো লিখেছেন, “সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।”
ঢাকা/শাহেদ