সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জাতীয় পার্টির নেতা মকবুল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে এক নিরীহ শিক্ষক পরিবারের পৈতৃক সম্পত্তি দখল, চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মৃত হাসমত আলীর চার পুত্রের নামে থাকা ২৩ শতাংশ জমি (চরগোবিন্দপুর মৌজার এস.

এস ৪৩৪, ৪৩৫ ও আর.এস ৬৯৭ নং খতিয়ানভুক্ত) দীর্ঘদিন ধরে মকবুল ও তার সহযোগীরা জোরপূর্বক দখল করে রেখেছেন। তারা বাধা দিতে গেলে একাধিকবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে নারী-পুরুষসহ পরিবারের সদস্যদের মারধর ও আহত করা হয়।

পরিবারটি বিষয়টি লিখিতভাবে সোনারগাঁ থানা পুলিশকে জানালে পুলিশ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেয়। কিন্তু পরবর্তীতে সালিশি উদ্যোগ নিলে মকবুল ও তার সহযোগীরা স্থানীয় ব্যক্তিদেরও অপমান ও লাঞ্ছিত করেন এবং ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “মকবুল জাতীয় পার্টির নেতা হলেও আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে বহুদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। তার অন্যায়, চাঁদাবাজি ও নির্যাতনে আমরা অতিষ্ঠ।”

আরেক স্থানীয় মো. শফিউল্লাহ বলেন, “সে যুব উন্নয়ন অফিসে চাকরি করে। রাজনৈতিক প্রভাব ও কিছু কর্মকর্তার ছত্রছায়ায় সব অপকর্ম করে বেড়ায়।”

প্রত্যক্ষদর্শী জাকারিয়া জানান, “মকবুল ও তার লোকজন দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় ভয়ভীতি ছড়িয়ে রেখেছে। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মকবুল শুধু ভূমিদস্যুই নয়, বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও হামলার শিকার হন। স্থানীয় ব্যবসায়ী মো. কবির হোসেন বলেন, “প্রতিটি নির্বাচনের সময় সে তার লোকজন নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের কাছ থেকে চাঁদা আদায় করত এবং অনেককেই বাড়ি ছাড়তে বাধ্য করেছে।”

এলাকাবাসী অভিযোগ করেন, মকবুলের দোসররা প্রায়ই দোকান ও বাড়িঘরে গিয়ে চাঁদা দাবি করে; না দিলে হুমকি দেয় বা মারধর করে। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন প্লাবন বলেন, “আমরা প্রশাসনের কাছে ন্যায়ের বিচার চাই। যেন মকবুল ও তার দোসরদের অন্যায় দখল, নির্যাতন ও চাঁদাবাজির অবসান ঘটে এবং এলাকায় শান্তি ফিরে আসে।”

এ বিষয়ে মন্তব্য জানতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদটি শূন্য থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ব চ ছ স বক ল গ স ন রগ ও ন র য়ণগঞ জ মকব ল ও ত র পর ব র র

এছাড়াও পড়ুন:

একটি দল বেহেশতের সার্টিফিকেটও বিলিয়ে দিচ্ছে: এ্যানী

নির্বাচন সামনে রেখে একটি ইসলামী রাজনৈতিক দল অপপ্রচারে নেমেছে— মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘‘তারা এখন বিভিন্ন অপব্যাখ্যা দিচ্ছেন। বেহেশতের সার্টিফিকেটও বিলিয়ে দিচ্ছেন।’’

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর মহিলাদলের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন

‘স্বাধীনতাবিরোধী অপশক্তি নির্বাচন পেছানোর চেষ্টা করছে’ 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘‘এই পরিস্থিতি মোকাবিলা করে আগামীর নির্বাচনে ধানের শীষ জয়ী করে সুন্দর দেশ ও সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।’’ 

তিনি আরো বলেন, ‘‘খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আপনারা এবং আপনাদের পরিবার বিএনপির পাশে ছিলেন, আছেন, এবং থাকবেন- এই বিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’’

লক্ষ্মীপুর পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। 

এ সময় পৌর ও জেলা মহিলা দলসহ বিএনপির স্থানীয় সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/লিটন/বকুল 

সম্পর্কিত নিবন্ধ