মুস্তাফা জামান আব্বাসীকে নিয়ে এই ৭ তথ্য জানতেন কি
Published: 10th, May 2025 GMT
সংগীত সংগ্রহ
দুই হাজার লোকসংগীতের এক বিশাল ভান্ডার আছে সংগ্রহে। গানের সংগ্রহ অনেকেরই কাছে থাকে, বিভিন্ন বইপত্র কিংবা রেকর্ড থেকে সংগৃহীত। কিন্তু এ সংগ্রহ তেমন মামুলি নয়। লোকসংগীত বলতে আমরা যা বুঝি, ঠিক তেমন গান তিনি তুলে এনেছেন দেশের বিভিন্ন এলাকা থেকে। গানগুলোর গীতিকার–সুরকার কে, তা আজ আর সঠিকভাবে জানা যায় না। কিন্তু লোকমুখে যুগের পর যুগ ধরে টিকে আছে এসব গান। এ দেশে লালনের গানের মূল সুরও সংগ্রহ করেছিলেন তিনিই এবং টেলিভিশনে সে গান সম্প্রচারেরও ব্যবস্থা করেছিলেন। এর আগে মারফতি ও মুর্শিদির সুরে গাওয়া হতো লালনের গান। বাউল বিয়াল শাহ, বাউল খোদা বক্স বিশ্বাস, বাউল জোনাব আলী মল্লিকসহ আরও ১০ বাউলকে তিনি কুষ্টিয়া থেকে ঢাকায় নিজের বাসায় এনে রেখেছিলেন। বাউলদের কয়েক শ গানের সংগ্রহ আছে তাঁর কাছে।
চিঠি জমান
মুস্তাফা জামান আব্বাসী দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচুর মানুষের চিঠি পেতেন। কিন্তু এর একটিও নষ্ট করেন না। প্রতিটি চিঠিই তাঁর কাছে ভীষণ মূল্যবান। কত রকমের হাতের লেখা। ছোট ছোট অনুভূতির প্রকাশ থাকে এসব চিঠিতে। তাঁর জীবনের অনেক বড় সঞ্চয় এ চিঠি।
প্লেব্যাকে
১৯৬০ সালে বিশ্ববিদ্যালয়ের পড়া শেষে অন্তত এক ডজন ছবিতে প্লেব্যাক করেছেন। তিনি হিন্দি ও উর্দু গান গেয়েছেন। পাশাপাশি গজলও গেয়েছেন।
নানা পেশায়
গানকে কখনো পেশা হিসেবে নেননি মুস্তাফা জামান আব্বাসী। দেশের অনেকেই হয়তো জানেন না আব্বাসী আসলে একজন সফল ব্যবসায়ী। অবশ্য প্রথম জীবনে তিনি পাকিস্তানের একটি বড় কোম্পানির বড় কর্তার চাকরি পেয়েছিলেন। তাঁকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদটি দেওয়া হয়। তিনি তা গ্রহণও করেন। কিন্তু মাত্র ৯ মাস পর আবার তাঁকে সরে আসতে হয় পদটি থেকে। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের দায়িত্বও তিনি পালন করেছিলেন একটা সময়। বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীতের অনুষ্ঠান ‘বাঁশরী’ ও ‘হিজলতমাল’–এর ২৫ বছরের বেশি সময় ধরে গান করেছেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হান্নান সরদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য এবং নড়াইল জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হান্নান সরদারের নাম ঘোষণা করেছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকালে খুলনা মহানগরীর একটি হোটেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির আয়োজিত মতবিনিময় সভা শেষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন নড়াইল-২ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হান্নান সরদারের নাম ঘোষনা করেন।
জানা গেছে, খেলাফত মজলিসের কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড থেকে সারাদেশের সকল সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বোর্ডের সদস্যদের মতামতের পাশাপাশি স্থানীয়ভাবে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নড়াইল-২ আসনে আগামী সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী মাওলানা হান্নান সরদারের নাম ঘোষণা করা হলো।
মাওলানা হান্নান সরদার বলেন, “নড়াইল-লোহাগড়ার জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকা পালন করব এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”
ঢাকা/শরিফুল/এস