সারা দেশে ২৪ ঘণ্টায় ২ হাজার ২৭১ জন গ্রেপ্তার
Published: 10th, May 2025 GMT
দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ২ হাজার ২৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
শনিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ১ হাজার ১১৮ জন। এ ছাড়া অন্যান্য অপরাধে জড়িত ১ হাজার ১৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
না চেয়েও ঢাবি ছাত্রদলের কমিটিতে পদ পাওয়ার দাবি শিক্ষার্থীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে না চেয়েও পদ পাওয়ার দাবি করেছেন এন এস সায়মন নামে এক শিক্ষার্থী।
শুক্রবার (৮ আগস্ট) কমিটি ঘোষণার পর এক ফেসবুক পোস্টে এ দাবি করেন তিনি। হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের কমিটিতে সদস্য পদ পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সাইমন বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে ছাত্র রাজনীতি সম্পর্কে ইতিবাচক ধারণা রাখতাম না। তার উপর গণরুম, গেস্টরুমের সংস্কৃতি আমার ব্যক্তিগত প্রোডাক্টিভিটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আমি অন্তর থেকে খুশি হই, যখন হলগুলো থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়। বলতে দ্বিধা নেই, আমি আমার পারিবারিক সিদ্ধান্তে প্রচলিত কোনো ছাত্র রাজনীতিতে যুক্ত হইনি বা হতেও আগ্রহী না।”
আরো পড়ুন:
প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও প্রয়োজন ছাত্র সংসদ নির্বাচন
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা শুরু
তিনি বলেন, “অথচ আজ আমি দেখতে পাচ্ছি, একটি ছাত্র সংগঠনের কমিটিতে আমার নাম প্রকাশ করা হয়েছে। আমি আমার বন্ধু, রুমমেট (হল ছাত্রদলের যুগ্ম- আহবায়ক) এবং ঘনিষ্ঠ ভাইদের আগেই জানিয়েছি, আমি ছাত্রদল বা অন্য কোনো ছাত্র রাজনীতির কমিটিতে থাকতে চাই না। আমি একজন স্বাধীন ব্যক্তি হিসেবে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “আমি ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতিতে বিশ্বাসী। অথচ এখন অনুমতি ব্যতীত আমার নাম রাজনৈতিক পদে থাকায় আমার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমি চাই, আমার নাম ছাত্রদলের কমিটি থেকে অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং এ বিষয়ে একটি আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করা হোক। একইসঙ্গে কে, কারা, কেনো এমনটি করল- তার সুস্পষ্ট ব্যাখ্যা লিখিতভাবে আমাকে দিক তারা।”
এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলে অস্বীকৃতি জানান।
ঢাকা/সৌরভ/মেহেদী