গাইবান্ধার গোবিন্দগঞ্জ বর্ধনকুটি রাজবাড়ীর সরোবর এলাকায় সদ্য খনন করা পুকুরে গোসল করতে নেমে গর্তে তলিয়ে গিয়ে শাওন শেখ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রবিবার (১১ মে) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত শাওন শেখ গোবিন্দগঞ্জ পৌর এলাকার সোনারপাড়া গ্রামের সৌদি প্রবাসী সাদেকুল ইসলাম শেখের ছেলে। শাওন বর্ধনকুটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্বজন ও স্থানীয়রা জানান, নিহত শাওন তার আপন ছোট ভাই ও চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে সদ্য খননকৃত এ পুকুরে গোসল করতে নেমেছিল। খননকালে পুকুরটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়। গোসল করার এক পর্যায়ে হঠাৎ করে শাওন সেই গর্তে পড়ে তলিয়ে যায়। এসময় সঙ্গে থাকা দুই ভাই উদ্ধারের চেষ্টা করে। ব্যর্থ হয়ে বিষয়টি আশপাশের লোকজন ও পরিবারকে জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, ভারতীয় উপমহাদেশ বিভক্তির সময়কালে বর্ধনকুঠির সর্বশেষ রাজা শৈলেশ চন্দ্র ভারতে চলে যান। বর্তমানে ইতিহাসের স্বাক্ষী প্রাচীন আমলের রাজবাড়ী, সরোবর, পুকুর ও জায়গা-জমির অধিকাংশ প্রভাবশালীদের দখলে।

এরমধ্যে বর্ধনকুটি এলাকার প্রভাবশালী চার ভাই সরোবরের বিশাল এলাকার জমি দখলে নেয়। কয়েক মাস ধরে তারা পুকুর খননের নামে দখল করা জমির মাটি কেটে অবাধে বিক্রি করছেন। এতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে তাতে পানি জমে। সেই গর্তের পানিতে গোসল করতে নেমে মৃত্যু হয় শাওনের। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি স্থানীয়দের কাছে জেনেছি। তবে এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

ঢাকা/লুমেন/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ ব ন দগঞ জ

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

কিশোরগঞ্জের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি উবায়দুর রহমান সেলিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম উপজেলার ইটনা সদর ইউনিয়নের পশ্চিমগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ইটনা উপজেলায় ছাত্রলীগের সাবেক সভাপতি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল গ্রেপ্তারের তথ্য জানান। 

আরো পড়ুন:

ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে এসে ছাত্রলীগ নেতা আটক

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

জাফর ইকবাল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ইটনা থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি সেলিম। বিকালে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত নিবন্ধ