আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে দেশের এসএমই খাতের উন্নয়নে নীতি সহায়তা প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ইতোমধ্যে ১৪০টি প্রস্তাব দিয়েছে এসএমই ফাউন্ডেশন। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ সভা ও কর্মশালা থেকে পাওয়া বিভিন্ন সুপারিশ ও পরামর্শ পর্যালোচনা করে এসব প্রস্তাব দেওয়া হয়েছে। 
মঙ্গলবার রাজধানীতে ‘এসএমই-বান্ধব বাজেট প্রস্তাবনা ২০২৫-২৬’ শীর্ষক মতবিনিময় সভায় এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা এ তথ্য জানান। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। 

মূল প্রবন্ধে এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এসএমই-বান্ধব বাজেটে প্রস্তাব তৈরির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন ৩৪টি অ্যাসোসিয়েশন ও পাঁচটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ সভা ও কর্মশালা আয়োজন করে। সেখান থেকে তিন শতাধিক প্রস্তাব এসেছে। প্রস্তাবগুলো পর্যালোচনা করে মূসকের ৩১টি, আয়করের ৩৫টি এবং শুল্ক সংক্রান্ত ৬৭টিসহ প্রায় ১৪০টি প্রস্তাব চূড়ান্ত করে এনবিআরে দেওয়া  হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো.

মুসফিকুর রহমান বলেন, দেশের এসএমই খাতের উন্নয়নে আরও বেশি উদ্যোক্তাকে ঋণের আওতায় আনা, এসএমই নীতিমালা বাস্তবায়ন এবং এসএমই খাত ও উদ্যোক্তাদের উন্নয়নে কর্মসূচিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বাজেটে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে নিয়মিত অর্থ বরাদ্দ প্রয়োজন। আগামী অর্থবছরের বাজেটে অন্তত ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে এসএমই ফাউন্ডেশন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং এসএমই ফাউন্ডেশনের পরিচালক ও বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ। ইআরএফের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: এসএমই প রস ত ব ব যবস

এছাড়াও পড়ুন:

ইন্টারন্যাশনাল লিজিংয়ের লোকসান বেড়েছে ২৩৭.০২ শতাংশ

‎পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পা‌নি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২৩৭.০২ শতাংশ।

রবিবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎এর আগে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.০২) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৩৪) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২.৬৮ টাকা বা ৭৮৮.২৩ শতাংশ।

চলতি হিসাব বছরের ছয় মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৬.১০)। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৮১) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৪.২৯ টাকা বা ২৩৭.০২ শতাংশ।

‎২০২৫ সালের ৩০ জুন কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (২১৮.৪২) টাকায়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • সোমবার শুরু জাতীয় মৎস্য সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
  • ২ কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয়
  • ইন্টারন্যাশনাল লিজিংয়ের লোকসান বেড়েছে ২৩৭.০২ শতাংশ
  • ট্রাম্পের উচ্চ শুল্কের মুখেও বাড়ল ভারতের ঋণমান, আরও বাড়াতে পারে এসঅ্যান্ডপি
  • পুঁজিবাজারে মূলধন কমেছে ৮ হাজার ৫৫৬ কোটি টাকা
  • গত অর্থবছরে আরও সাত দেশে ওয়ালটনের ব্যবসা সম্প্রসারণ
  • ১২ দিনে প্রবাসী আয় এসেছে ১ বিলিয়ন ডলারের বেশি
  • ১৬০ কোটি টাকার গৃহকর নিয়ে দ্বন্দ্ব মেটাতে যৌথ কমিটি
  • যুক্তরাষ্ট্রের বাড়তি ক্রয়াদেশ অনেক পোশাক কারখানায়
  • অনেক সফল উদ্যোক্তার গল্পে জড়িয়ে আছে ডাচ্–বাংলা ব্যাংকের নাম