আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে দেশের এসএমই খাতের উন্নয়নে নীতি সহায়তা প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ইতোমধ্যে ১৪০টি প্রস্তাব দিয়েছে এসএমই ফাউন্ডেশন। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ সভা ও কর্মশালা থেকে পাওয়া বিভিন্ন সুপারিশ ও পরামর্শ পর্যালোচনা করে এসব প্রস্তাব দেওয়া হয়েছে। 
মঙ্গলবার রাজধানীতে ‘এসএমই-বান্ধব বাজেট প্রস্তাবনা ২০২৫-২৬’ শীর্ষক মতবিনিময় সভায় এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা এ তথ্য জানান। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। 

মূল প্রবন্ধে এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এসএমই-বান্ধব বাজেটে প্রস্তাব তৈরির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন ৩৪টি অ্যাসোসিয়েশন ও পাঁচটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ সভা ও কর্মশালা আয়োজন করে। সেখান থেকে তিন শতাধিক প্রস্তাব এসেছে। প্রস্তাবগুলো পর্যালোচনা করে মূসকের ৩১টি, আয়করের ৩৫টি এবং শুল্ক সংক্রান্ত ৬৭টিসহ প্রায় ১৪০টি প্রস্তাব চূড়ান্ত করে এনবিআরে দেওয়া  হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো.

মুসফিকুর রহমান বলেন, দেশের এসএমই খাতের উন্নয়নে আরও বেশি উদ্যোক্তাকে ঋণের আওতায় আনা, এসএমই নীতিমালা বাস্তবায়ন এবং এসএমই খাত ও উদ্যোক্তাদের উন্নয়নে কর্মসূচিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বাজেটে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে নিয়মিত অর্থ বরাদ্দ প্রয়োজন। আগামী অর্থবছরের বাজেটে অন্তত ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে এসএমই ফাউন্ডেশন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং এসএমই ফাউন্ডেশনের পরিচালক ও বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ। ইআরএফের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: এসএমই প রস ত ব ব যবস

এছাড়াও পড়ুন:

সাত উদ্যোক্তাকে প্রাইম ব্যাংকের সম্মাননা

বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প) দিবস উপলক্ষে সারা দেশ থেকে এ খাতের সাত উদ্যোক্তা গ্রাহককে সম্মাননা দিয়েছে বেসরকারি প্রাইম ব্যাংক। গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উদ্যোক্তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক উদ্যোক্তা অংশ নেন, যাঁরা প্রাইম ব্যাংকের গ্রাহক। এসব উদ্যোক্তার উপস্থিতিতে ব্যাংকের পক্ষ থেকে উদ্যোক্তা উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। প্রাইম ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক জানিয়েছে, দেশজুড়ে প্রাইম ব্যাংকের সাড়ে ১১ হাজারের বেশি সক্রিয় ঋণগ্রহীতার মধ্য থেকে ছয়জন এসএমই উদ্যোক্তা ও কৃষি খাতের একজন উদ্যোক্তাকে বিশেষ এই সম্মাননা দেওয়া হয়। পণ্যবৈচিত্র্য, বার্ষিক রাজস্ব, কর্মসংস্থান, প্রাইম ব্যাংকের সঙ্গে সম্পর্ক, উদ্যোক্তার ধরন (নারী-পুরুষ), উদ্যোগের ধরন (উৎপাদন, সেবা, ট্রেডিং) ইত্যাদি মানদণ্ডের ওপর ভিত্তিকে করে এসব উদ্যোক্তাকে সম্মাননার জন্য বাছাই করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, ‘এসএমই খাত দেশের অর্থনীতির চালিকাশক্তি। তারা দেশে কর্মসংস্থান সৃষ্টি করে, গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখে এবং আত্মনির্ভর বাংলাদেশের ভিত্তি গড়ে তোলে। এই খাতের বিকাশ মানেই সমৃদ্ধি, স্থিতিশীলতা ও সমান সুযোগের সমাজ গঠন। প্রাইম ব্যাংক অনেক দিন ধরেই এমএসএমই খাতের উন্নয়ন ও অর্থায়নে কাজ করছে। উদ্যোক্তাদের এই সম্মাননা তাঁদের আরও উদ্যমী করে তুলবে এবং দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত নিবন্ধ

  • জবিতে ২৯৮ কোটি টাকার বাজেট পাস
  • ডিএসসিসির বাজেট কমলো ২ হাজার ৯১৯ কোটি টাকা
  • কুলাউড়া পৌরসভায় ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা
  • রাসিকের বাজেট ৮০৬ কোটি টাকা
  • নারীবান্ধব বাজেট: প্রত্যাশা ও বাস্তবতা
  • ১১ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করবে পিকেএসএফ
  • এসএমই খাতের উন্নয়নে অঙ্গীকার থাকতে হবে নির্বাচনী ইশতেহারে
  • রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
  • সাত উদ্যোক্তাকে প্রাইম ব্যাংকের সম্মাননা
  • জাবির বাজেটে ফের উপেক্ষিত গবেষণা ও চিকিৎসা খাত