আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে দেশের এসএমই খাতের উন্নয়নে নীতি সহায়তা প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ইতোমধ্যে ১৪০টি প্রস্তাব দিয়েছে এসএমই ফাউন্ডেশন। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ সভা ও কর্মশালা থেকে পাওয়া বিভিন্ন সুপারিশ ও পরামর্শ পর্যালোচনা করে এসব প্রস্তাব দেওয়া হয়েছে। 
মঙ্গলবার রাজধানীতে ‘এসএমই-বান্ধব বাজেট প্রস্তাবনা ২০২৫-২৬’ শীর্ষক মতবিনিময় সভায় এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা এ তথ্য জানান। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। 

মূল প্রবন্ধে এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এসএমই-বান্ধব বাজেটে প্রস্তাব তৈরির লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন ৩৪টি অ্যাসোসিয়েশন ও পাঁচটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ সভা ও কর্মশালা আয়োজন করে। সেখান থেকে তিন শতাধিক প্রস্তাব এসেছে। প্রস্তাবগুলো পর্যালোচনা করে মূসকের ৩১টি, আয়করের ৩৫টি এবং শুল্ক সংক্রান্ত ৬৭টিসহ প্রায় ১৪০টি প্রস্তাব চূড়ান্ত করে এনবিআরে দেওয়া  হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো.

মুসফিকুর রহমান বলেন, দেশের এসএমই খাতের উন্নয়নে আরও বেশি উদ্যোক্তাকে ঋণের আওতায় আনা, এসএমই নীতিমালা বাস্তবায়ন এবং এসএমই খাত ও উদ্যোক্তাদের উন্নয়নে কর্মসূচিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বাজেটে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে নিয়মিত অর্থ বরাদ্দ প্রয়োজন। আগামী অর্থবছরের বাজেটে অন্তত ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে এসএমই ফাউন্ডেশন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং এসএমই ফাউন্ডেশনের পরিচালক ও বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ। ইআরএফের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: এসএমই প রস ত ব ব যবস

এছাড়াও পড়ুন:

উড়োজাহাজের জ্বালানি তেলের দাম কমলো

অভ্যন্তরীণ রুটে লিটার প্রতি ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩.৫৭ টাকা এবং আন্তর্জাতিক রুটে ৭৫ সেন্টস থেকে কমিয়ে ৬০ সেন্টস নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে করে নতুন দর ঘোষণা দিয়েছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ।

নতুন দর মঙ্গলবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। আমদানি মূল্যের অংশটুকু প্রতিমাসে সমন্বয় করার ঘোষণা দিয়েছে বিইআরসি। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দাম বেড়ে যাবে, আর কমে গেলে কমে আসবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার প্রমুখ।

এতোদিন বিপিসি নির্ধারণ করে আসছিল এই পণ্যটির দাম।  ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল, জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনের পর গত ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণের গণশুনানি গ্রহণ করে বিইআরসি। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আন্তর্জাতিক রুটের জন্য লিটারে ১ সেন্টস কমানো এবং অভ্যন্তরীণ রুটের জন্য ১ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিল।

বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে জেট ফুয়েল বিক্রির পরিমাণ ছিল ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ মেট্রিক টন। যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার ৩৩ মেট্রিক টনে।

সম্পর্কিত নিবন্ধ

  • শর্ত মেনেই আইএমএফের ঋণ নিচ্ছে বাংলাদেশ
  • ধারের টাকায় মেগা প্রকল্প হাতে নেওয়া হবে না
  • ৪৮ কোটি ডলারের নতুন বিনিয়োগ বেপজায়
  • ৩ দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি জবি শিক্ষার্থীদের
  • বাজেট: এসএমই ফাউন্ডেশনের ১৪০ প্রস্তাবনা
  • বাজেটে তামাকপণ্যে কার্যকর করারোপের দাবি
  • উড়োজাহাজের জ্বালানি তেলের দাম কমলো
  • বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা
  • ছয় নারী উদ্যোক্তা পেলেন কেন্দ্রীয় ব্যাংকের সম্মাননা