Prothomalo:
2025-08-17@15:32:22 GMT

অধিকারের প্রশ্নে সমঝোতা নয়

Published: 17th, May 2025 GMT

ধর্ষণ, নিপীড়ন, অসমতা, অন্যায্যতা, পিতৃতন্ত্র, শ্রমের অবমূল্যায়ন, উগ্রবাদের বিরুদ্ধে সম্মিলিত কণ্ঠে আওয়াজ তুলেছেন নারী–পুরুষ সবাই। ‘নারীর ডাকে মৈত্রীযাত্রা’ ব্যানারে গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্লোগানে, গানে, পদযাত্রায় এ আওয়াজ ওঠে। ঘোষণাপত্রে নারীর বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য চালিয়ে যাওয়ার অপচেষ্টাকে মেনে না নেওয়ার স্পষ্ট অবস্থানের কথা জানানো হয়।

লড়াই অব্যাহত রাখার কথা জানিয়ে ঘোষণাপত্রে বলা হয়, ‘আমরা সরকার ও প্রতিটি রাজনৈতিক দলের নারীবিষয়ক অবস্থানকে নজরদারিতে রাখব। যে ক্ষমতাকাঠামো জুলুমবাজি জিইয়ে রাখে, সেই কাঠামো ভাঙব। আমরা চুপ করব না, হুমকির মুখে নত হব না। অধিকার আদায়ের দাবিতে অটল থাকব। ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন ও তা প্রতিষ্ঠার সংগ্রামে হাল ছাড়ব না।’

‘নারীর ডাকে মৈত্রীযাত্রা’ কর্মসূচিতে সমবেত কণ্ঠে প্রতিবাদী গান। গতকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘এখন ২০০ কোটি থেকে অন্যরা ২০ হাজারে নামছে’

অভিনেত্রীর ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ