রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৮ মে) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের পক্ষে মিছিল করায় তাদেরকে আটক করা হয়েছে।
ঢাকা/এমআর/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেশের শিল্পে এআই ও ক্লাউড পরিষেবা
স্থানীয়ভাবে শিল্পের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা আর ক্লাউড পরিষেবার চাহিদা বাড়ছে। এমন ধারণা থেকেই বাংলাদেশ একাডেমিতে ক্লাউড টেকওয়েভ শিরোনামে কর্মশালার উদ্যোগ নেয় উদ্ভাবনী সেবাদাতা। হুয়াওয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিশেষজ্ঞ দল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড প্রযুক্তির উদ্ভাবন ও বিগ ডেটা বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করে। এতে বক্তব্য দেন হুয়াওয়ের সিনিয়র সল্যুশন আর্কিটেক্ট নিও জিন শেং ক্যাসন, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার সান বিং ও ক্লাউড সার্ভিস ইঞ্জিনিয়ার জিয়াং ঝেং।
কর্মশালায় ডেটাবেজ, এআই কনটেইনার ও ল্যান্ডিং জোন, বিগ ডেটা, সিকিউরিটি, পিএএএস বিষয়ে আলোচনা করেন বক্তারা। ক্লাউড ও এআই খাতের পেশাজীবীর দক্ষতা বৃদ্ধি বাংলাদেশের আধুনিকায়নের জন্য বিশেষ প্রয়োজন।
হুয়াওয়ে সাউথ এশিয়ার বোর্ড মেম্বার হ্যাভেন লিন বলেন, বাংলাদেশ দ্রুত আধুনিকায়নের পথে এগোচ্ছে। অগ্রগতির যাত্রায় ক্লাউড ও এআই প্রযুক্তির ভূমিকা রয়েছে, যা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য জরুরি। আমরা দেশের আইসিটি অবকাঠামোকে গুণগত করতে প্রযুক্তিনির্ভর শিল্পে উদ্ভাবনমূলক প্রবৃদ্ধি নিশ্চিতে কাজ করব।
ফ্লোরা টেলিকমের সিডিও শামসুল আলম নিজামী বলেন, ক্লাউড ও এআই প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবনা সম্পর্কে জানা প্রয়োজন। ফলে আমরা আইসিটি অবকাঠামোতে ক্লাউড ইন্টিগ্রেশনের বিষয়ে ভাবতে পারব। বাংলাদেশে ক্লাউড প্রযুক্তির চাহিদা সময়ের সঙ্গে দ্রুত বেড়ে চলেছে।
ধারণা করা যায়, বাংলাদেশের ক্লাউড মার্কেটের পরিধি ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ছাড়িয়েছে। অর্থাৎ ভবিষ্যতের সব ধরনের ব্যবসায়িক ক্ষেত্রে এআই ও ক্লাউডভিত্তিক সমাধান যুক্ত করায় প্রবৃদ্ধি বেড়ে যাবে।
৩০ বছরের আইসিটির অভিজ্ঞতা, সর্বাধুনিক পণ্য
ও পরিষেবা নিয়ে ক্লাউড ২০২৩ গার্টনার ম্যাজিক কোয়াড্রেন্ট ছাড়াও বৈশ্বিক গবেষণা সংস্থার
স্বীকৃতি অর্জন করেছে। এশিয়া প্যাসিফিক পাবলিক ক্লাউড মার্কেট গত চার বছরে
২০ গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে হাইব্রিড ক্লাউড সেগমেন্টে চাহিদা বেড়েছে।
হাইব্রিড ক্লাউড সেগমেন্টে থাকা হুয়াওয়ে
ক্লাউড স্ট্যাক থাইল্যান্ড, বাংলাদেশ ও হংকংয়ে প্রথম অবস্থানে রয়েছে।
বাংলাদেশে প্রথম ই-গভর্নমেন্ট ক্লাউড বিসিসি ও রবির জন্য প্রথম হাইব্রিড ক্লাউড সচল রয়েছে। বর্তমানে ব্র্যান্ডটি ভবিষ্যতের ক্লাউড আর এআই পরিষেবার সমাধানে কাজ করছে।