মানিকগঞ্জে কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি
Published: 20th, May 2025 GMT
মানিকগঞ্জ সদর উপজেলায় একটি কবরস্থান থেকে পাঁচটি মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বাংগড়া কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
এর আগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালি ও ধুলুন্ডী এলাকার কবরস্থান থেকে বেশ কয়েকটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। তবে চোর চক্রের কাউকে শনাক্ত ও গ্রেপ্তার করা যায়নি।
এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে বাংগড়া কবরস্থানে নির্মাণাধীন পানির ট্যাংক স্থাপনের কাজ করতে গিয়ে কবরস্থানের প্রধান ফটক খোলা দেখতে পান শ্রমিকেরা। এরপর তাঁরা ভেতরে গিয়ে বেশ কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে তাঁরা বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটির লোকজনকে জানালে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পাঁচটি কবর খোঁড়া দেখতে পান। কবরগুলোতে কোনো কঙ্কাল ছিল না।
কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন। তিনি বলেন, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত পাঁচ থেকে সাত মাসের মধ্যে মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল। চুরি যাওয়া কঙ্কালের মধ্যে চারটি পুরুষের ও একটি নারীর কঙ্কাল ছিল।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কবরস থ ন থ ক ম ন কগঞ জ
এছাড়াও পড়ুন:
আমিনপুরের কবরস্থান থেকে ২১টি কঙ্কাল উধাও!
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার একটি কবরস্থানের কবর খুঁড়ে ২১টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর ধারণা, বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যরাতে বিরাহিমপুর কবরস্থান থেকে চোররা কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (৪ জুলাই) সকালে বিরাহিমপুর কবরস্থানে কবর জিয়ারত করতে যান মৃত ব্যক্তিদের স্বজনরা। তারা কবরের ওপরের মাটি ও বাঁশের চরাট সরানো অবস্থায় দেখতে পান। ভালো করে পর্যবেক্ষণ করে তারা দেখতে পান, কবরের ভেতেরে কঙ্কাল নেই। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যায় পুলিশ।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও মনিরুল ইসলাম জানান, তাদের আত্মীয়-স্বজনকে কবরস্থানে দাফন করা হয়েছে। তারা প্রতি শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ে কবর জিয়ারত করতে যান। আজ সকালে এসে তারা দেখতে পান কবরের মাটি খোঁড়া এবং বাঁশের চরাট সরানো। কবরের ভেতর ভোলো করে তাকিয়ে তারা দেখেন, কঙ্কাল নেই, অধিকাংশের মাথার খুলি নেই। তাদের আশঙ্কা, একটি চক্র মাথার খুলিগুলো চুরি করে নিয়ে গেছে।
আরো পড়ুন:
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ, দগ্ধ ৩
হোটেলে ২ নারীর ওপর হামলাকারীরা শনাক্ত, গ্রেপ্তারে পুলিশের অভিযান
আমিনপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “পুলিশ কবরস্থানটি পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। চক্রটিকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি।”
এর আগে, একই উপজেলার খাস আমিনপুর ও সাঁথিয়া উপজেলার রাজাপুর এলাকার দুইটি কবরস্থান থেকে কিছু কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
ঢাকা/শাহীন/মাসুদ