পবিত্র ঈদুল আজহার আগেই নতুন নকশার টাকা বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। ঈদের আগে নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট ছাড়া হবে। এসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। এতে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতির পাশাপাশি আগের নকশাও ফিরে আসছে। নতুন নকশার এই তিন ধরনের নোটের ছাপা চলছে গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড বা টাঁকশালে।

বাংলাদেশ ব্যাংক ও টাঁকশালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ টাকার নোটের ছাপা প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহে তা বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করবে টাঁকশাল কর্তৃপক্ষ। পরের সপ্তাহে ৫০ ও ১০০০ টাকার নোট বাংলাদেশ ব্যাংককে বুঝিয়ে দেবে টাঁকশাল। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে ছাড়বে। প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য শাখা এবং পরে ব্যাংকগুলোকে এই টাকা দেওয়া হবে। ঈদের ছুটি শুরুর আগে সীমিতসংখ্যক নোট ছাড়া হতে পারে। কারণ, নতুন টাকার যে চাহিদা, তার তুলনায় ছাপা হচ্ছে কম।

টাঁকশালের কর্মকর্তারা জানান, নতুন নকশার নোট ছাপাতে এক থেকে দেড় বছর সময় লাগে। গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ডিসেম্বরে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু করে। তবে একসঙ্গে তিনটি নোটের বেশি ছাপানোর সক্ষমতা নেই টাঁকশালের। তাই প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট ছাপানো হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ নোট নিয়ে বিতর্ক ওঠায় গত ১০ মার্চ বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়। পাশাপাশি ব্যাংকের শাখায় যেসব নতুন নোট গচ্ছিত আছে, তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণের কথা বলা হয়। এরপর থেকে নতুন নোটের বিনিময় পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে বাজারে ছেঁড়াফাটা নোট বাড়তে থাকে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নত ন ন ট

এছাড়াও পড়ুন:

মাদারীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি হত্যা মামলার রায় আজ

মাদারীপুরের আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি হত্যা মামলার রায় আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ঘোষণা করা হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মাদারীপুরের বিচারক এই রায় ঘোষণা করবেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শরীফ সাইফুল কবীর। তিনি জানান, দীর্ঘ ছয় বছর বিচারিক কার্যক্রম শেষে আজ এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে।

২০১৯ সালের জুলাই মাসে মাদারীপুর শহরের পূর্ব খাগদী এলাকার এক মাদ্রাসাছাত্রী দীপ্তিকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর দীপ্তির বাবা মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলাটির তদন্তে নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮।

র‌্যাবের তদন্তে উঠে আসে- ২০১৯ সালের ১৩ জুলাই পূর্ব খাগদী এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরদিন নিহতের বাবা মরদেহ শনাক্ত করে নিশ্চিত করেন যে, এটি তার মেয়ে দীপ্তির মরদেহ।

এরপর র‌্যাব তদন্ত শুরু করে। একই বছরের ১৮ জুলাই ঘটনাস্থল তল্লাশি চালিয়ে র‌্যাব সদস্যরা একটি ব্যাগ উদ্ধার করে, যেখানে দীপ্তির পোশাক পাওয়া যায়। এই সূত্র ধরে তদন্তকারীরা সন্দেহভাজনদের তালিকা তৈরি করেন। অবশেষে ইজিবাইক চালক মো. সাজ্জাদ হোসেন খানকে সন্দেহ করে র‌্যাব।

তদন্তকালে র‌্যাব-৮ অনুসন্ধানে জানতে পারে সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে আগেও গুরুতর অপরাধের রেকর্ড ছিল। তিনি ১৯৯২ সালে শিশু হত্যা মামলায় যাবজ্জীবন কারাভোগের পর ২০১১ সালে মুক্তি পান। তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নিলে তিনি দীপ্তিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।

স্বীকারোক্তিতে সাজ্জাদ জানান, ২০১৯ সালের ১১ জুলাই প্রচণ্ড বৃষ্টির দিনে দীপ্তি তার ইজিবাইকে ওঠেন চাচার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ওই সময় অন্য কোনো যাত্রী না থাকায় সাজ্জাদ জোরপূর্বক দীপ্তিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের পর তাকে হত্যা করে। পরে মরদেহ বিদ্যুতের তার দিয়ে বেঁধে কয়েকটি ইটসহ পরিত্যক্ত পুকুরে ফেলে দেয়। দুই দিন পর লাশটি ভেসে উঠলে হত্যার রহস্য উন্মোচিত হয়।

ঘটনাটি প্রকাশের পর স্থানীয় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় এবং দ্রুত বিচারের দাবি ওঠে। অবশেষে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, তদন্ত এবং শুনানি শেষে আজ মঙ্গলবার মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ধার্য করেছে।

নিহত দীপ্তির পরিবার জানিয়েছে, তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন এবং আদালতের রায়ে যেন দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়- সেই আহ্বান জানিয়েছেন তারা।

নিহত দীপ্তি (১৫) মাদারীপুর সদর উপজেলার জনকনা গ্রামের মুজিবের ফকিরের মেয়ে ছিল। সে বলাইচর শামসুন্নাহার দাখিল বালিকা মাদ্রাসার দশম শ্রেণিতে পড়তো।

ঢাকা/বেলাল/এস

সম্পর্কিত নিবন্ধ

  • শেষ বিকেলের দুই আঘাতে এগিয়ে গেল পাকিস্তান
  • ঠিকাদারের সঙ্গে বিতণ্ডা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • লক্ষ্মীপুরে কাঠমিস্ত্রির রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের 
  • ‘তুমি না মরলে আমি মাহীরের হব না’, বলেন বর্ষা
  • মাদারীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি হত্যা মামলার রায় আজ
  • জেলেদের গ্রাম, তা–ও প্রায় ১০০০ মানুষের; সেই গ্রামের এক ক্লাবের রূপকথার গল্প
  • শান মাসুদের ব্যাটে প্রথম দিন এগিয়ে পাকিস্তান
  • মান্ধানা সেঞ্চুরি পাননি, ভারতও জেতেনি, ৪ রানের জয়ে ইংল্যান্ড সেমিফাইনালে
  • সৈয়দ আব্দুল হাদীর জীবনের গান
  • ২২৩ দিন পর ভারতের জার্সিতে ফিরে ০ রানে আউট কোহলি