ভুয়া পাসওয়ার্ড ম্যানেজার তৈরি করে সাইবার হামলা
Published: 22nd, May 2025 GMT
সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের জন্য আলাদা পাসওয়ার্ড ও ইউজার নেম ব্যবহার করতে হয়। প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাদা হওয়ায় পাসওয়ার্ড মনে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ ব্যবহার করে সহজেই এক বা একাধিক পাসওয়ার্ড অনলাইনে রাখা যায়। ফলে কোনো ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশের জন্য বারবার পাসওয়ার্ড লিখতে হয় না। আর তাই অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন। ব্যবহারকারীদের এ আগ্রহ কাজে লাগিয়ে কিপপাস পাসওয়ার্ড ম্যানেজারের ভুয়া সংস্করণ তৈরি করে আট মাস ধরে সাইবার হামলা চালাচ্ছে একদল সাইবার অপরাধী।
সম্প্রতি কিপপাস পাসওয়ার্ড ম্যানেজারের ভুয়া সংস্করণের মাধ্যমে তথ্য চুরি এবং ভার্চ্যুয়াল সার্ভারে র্যানসমওয়্যার হামলার ঘটনা ধরা পড়েছে। সংঘবদ্ধ এক সাইবার অপরাধী চক্র এ হামলার সঙ্গে জড়িত। এর আগেও দলটি বিভিন্ন ধরনের সাইবার হামলার সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইথসিকিউর। প্রতিষ্ঠানটির তথ্যমতে, কিপপাস একটি উন্মুক্ত কোডযুক্ত পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজারটির মূল কোডে পরিবর্তন এনে কিপলোডার নামের নতুন একটি সংস্করণ অনলাইনে প্রকাশ করেছে সাইবার অপরাধীরা। ট্রোজান ভাইরাস যুক্ত থাকায় সংস্করণটি ডাউনলোড করলেই ব্যবহারকারীদের সব পাসওয়ার্ড দূর থেকে সংগ্রহ করা যায়।
এ ধরনের সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে পাসওয়ার্ড ম্যানেজারের মতো সংবেদনশীল সফটওয়্যার কখনোই অনির্ভরযোগ্য লিংক বা বিজ্ঞাপন দেখে ডাউনলোড করা থেকে বিরত থাকতে বলেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। যেকোনো সফটওয়্যার, বিশেষ করে নিরাপত্তা–সম্পর্কিত অ্যাপ্লিকেশন সরাসরি নির্মাতা প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করারও পরামর্শ দিয়েছেন তারা।
সূত্র: ব্লিপিং কম্পিউটার
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প সওয় র ড ম য ন জ র ব যবহ র
এছাড়াও পড়ুন:
টেকনোনেক্সট সফটওয়্যারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়
ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে জরুরিভিত্তিতে শতাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়োগ করা হবে।
প্রাসঙ্গিক শিক্ষাগত পটভূমিসহ ডোমেইনের তালিকা:
১. হোটেল বুকিং প্ল্যাটফর্ম
২. ই-কমার্স প্ল্যাটফর্ম (B2B এবং B2C)
৩. রিটেইল সফটওয়্যার
৪. হোম সার্ভিসেস প্ল্যাটফর্ম
৫. রিয়েল এস্টেট পোর্টাল
৬. লজিস্টিকস ম্যানেজমেন্ট সিস্টেম
৭. ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম (ক্রয়, বিক্রয়, সঞ্চয়)
৮. রেমিট্যান্স সফটওয়্যার
৯. অনলাইন স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম
১০. পেমেন্ট গেটওয়ে সিস্টেম (PSO/PSP)
১১. অ্যাকাউন্টিং এবং MIS সফটওয়্যার
১২. এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার
১৩. অনলাইন ফার্মেসি (B2B এবং B2C)
১৪. ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যাটফর্ম
১৫. হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার
১৬. এগ্রিটেক পোর্টাল
পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সফটওয়্যার ইঞ্জিনিয়ার
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক (বিএসসি)/ তথ্য প্রযুক্তি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক
অভিজ্ঞতা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২-৪ বছরের অভিজ্ঞতা
পদের নাম: সিনিয়র বিজনেস এনালিস্ট
শিক্ষাগত যোগ্যতা: পদ: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা
পদের নাম: বিজনেস এনালিস্ট
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: সফটওয়্যার ইঞ্জিনিয়ার অভিজ্ঞতার প্রয়োজন নেই
১ থেকে ১১ নাম্বার ডোমেইন লিস্টের জন্য মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
১২ নাম্বার ডোমেইন লিস্টের জন্য মানব সম্পদে স্নাতক ডিগ্রি, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখা
১৩ নং ডোমেইন লিস্ট এর জন্য-বিজ্ঞাপন, ফার্মেসি অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৪ নাম্বার ডোমেইন লিস্টের জন্য বিজ্ঞাপন, ব্যাংকিং এবং বীমা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৫ নাম্বার ডোমেইন লিস্টের জন্য বিজ্ঞাপন, হাসপাতাল ব্যবস্থাপনা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
১৬ নাম্বার ডোমেইন লিস্টের জন্য কৃষি, পশুচিকিৎসা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি
চাকরির অবস্থা: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে কর্মরত
কর্মক্ষেত্র: ঢাকা
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সফট ওয়্যার ইঞ্জিনিয়ার এর জন্য এপ্লিকেশন লিংক:
https://forms.gle/xCqWEuf6n4PhPseHA
সিনিয়র বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক:
https://forms.gle/Fax2bDPKHbjjzEwQ8
বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক:
https://forms.gle/9R5sXxFxpy1VcaSp9
আপনি কেন টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে যোগ দিবেন?
প্রতিযোগিতামূলক বেতন (দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে)
ব্রেকফাস্ট এবং লাঞ্চ সম্পূর্ণ ফ্রি
বার্ষিক বেতন পর্যালোচনা (পারফরমেন্স-ভিত্তিক)
উৎসব বোনাস: প্রতি বছর ২টি
স্বাস্থ্য বীমা (পারিবারিক কভারেজ)
শিক্ষাবান্ধব পরিবেশ
সপ্তাহান্তে ছুটি: শুক্র এবং শনিবার
ছুটির নীতি (অর্জিত, অসুস্থ এবং নৈমিত্তিক ছুটি ইত্যাদি)
তারা//