ভুয়া পাসওয়ার্ড ম্যানেজার তৈরি করে সাইবার হামলা
Published: 22nd, May 2025 GMT
সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের জন্য আলাদা পাসওয়ার্ড ও ইউজার নেম ব্যবহার করতে হয়। প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাদা হওয়ায় পাসওয়ার্ড মনে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ ব্যবহার করে সহজেই এক বা একাধিক পাসওয়ার্ড অনলাইনে রাখা যায়। ফলে কোনো ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশের জন্য বারবার পাসওয়ার্ড লিখতে হয় না। আর তাই অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন। ব্যবহারকারীদের এ আগ্রহ কাজে লাগিয়ে কিপপাস পাসওয়ার্ড ম্যানেজারের ভুয়া সংস্করণ তৈরি করে আট মাস ধরে সাইবার হামলা চালাচ্ছে একদল সাইবার অপরাধী।
সম্প্রতি কিপপাস পাসওয়ার্ড ম্যানেজারের ভুয়া সংস্করণের মাধ্যমে তথ্য চুরি এবং ভার্চ্যুয়াল সার্ভারে র্যানসমওয়্যার হামলার ঘটনা ধরা পড়েছে। সংঘবদ্ধ এক সাইবার অপরাধী চক্র এ হামলার সঙ্গে জড়িত। এর আগেও দলটি বিভিন্ন ধরনের সাইবার হামলার সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইথসিকিউর। প্রতিষ্ঠানটির তথ্যমতে, কিপপাস একটি উন্মুক্ত কোডযুক্ত পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজারটির মূল কোডে পরিবর্তন এনে কিপলোডার নামের নতুন একটি সংস্করণ অনলাইনে প্রকাশ করেছে সাইবার অপরাধীরা। ট্রোজান ভাইরাস যুক্ত থাকায় সংস্করণটি ডাউনলোড করলেই ব্যবহারকারীদের সব পাসওয়ার্ড দূর থেকে সংগ্রহ করা যায়।
এ ধরনের সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে পাসওয়ার্ড ম্যানেজারের মতো সংবেদনশীল সফটওয়্যার কখনোই অনির্ভরযোগ্য লিংক বা বিজ্ঞাপন দেখে ডাউনলোড করা থেকে বিরত থাকতে বলেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। যেকোনো সফটওয়্যার, বিশেষ করে নিরাপত্তা–সম্পর্কিত অ্যাপ্লিকেশন সরাসরি নির্মাতা প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করারও পরামর্শ দিয়েছেন তারা।
সূত্র: ব্লিপিং কম্পিউটার
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প সওয় র ড ম য ন জ র ব যবহ র
এছাড়াও পড়ুন:
সফটওয়্যার প্রকৌশলী এআই এজেন্ট ‘কোডেক্স’ আনল ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে নিজ থেকে সফটওয়্যারের কোড লিখতে সক্ষম এআই এজেন্ট উন্মুক্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতাপ্রতিষ্ঠান ওপেনএআই। ‘কোডেক্স’ নামের এআই এজেন্টটি মানুষের সহায়তা ছাড়াই কোড লিখে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে পারে। শুধু তা–ই নয়, নিজ থেকে সফটওয়্যারে থাকা ত্রুটি শনাক্ত করে সমাধানও করতে পারে।
ওপেনএআই জানিয়েছে, সফটওয়্যার নির্মাতাদের কাজ সহজ করতে কোডেক্স উন্মুক্ত করা হয়েছে। এআই এজেন্টটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন প্রোগ্রামের কোড লিখতে বা সংশোধন করতে পারে। এর ফলে দ্রুত সফটওয়্যার তৈরির পাশাপাশি সময় ও শ্রম বাঁচবে। কোডেক্স তৈরির উদ্দেশ্য কাউকে প্রতিস্থাপন করা নয়, বরং সফটওয়্যার প্রকৌশলীদের সক্ষমতা বাড়ানো।
আরও পড়ুনএআই কি সত্যিই সফটওয়্যারের শতভাগ কোড লিখে দেবে১৮ মার্চ ২০২৫কোডেক্স-১ নামের নতুন এআই মডেলের ওপর ভিত্তি করে কোডেক্স এআই এজেন্ট তৈরি করা হয়েছে। ‘ওথ্রি’ মডেলের উন্নত সংস্করণ হওয়ায় কোডেক্স-১ মডেলের মাধ্যমে নির্ভুলভাবে সফটওয়্যারের কোড লেখা যায়। শুধু তা–ই নয়, কোড বিশ্লেষণের পাশাপাশি আগের কোড লেখার ধরন অনুযায়ী নতুন কোড লিখতে সহায়তা করে মডেলটি।
ওপেনএআইয়ের তথ্যমতে, কাজের ধরন অনুযায়ী নির্দিষ্ট প্রোগ্রাম লিখতে কোডেক্সের সময় লাগে সর্বোচ্চ ৩০ মিনিট। এ সময় ব্যবহারকারীরা কোডেক্সের কাজের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। কাজ শেষে কোডেক্স সংশ্লিষ্ট কোড স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করবে। এর ফলে ব্যবহারকারীরা কোড সম্পাদনের পুরো প্রক্রিয়া যেকোনো সময় যাচাই করতে পারবেন।
সূত্র: ব্লিপিং কম্পিউটার, ইন্ডিয়ান এক্সপ্রেস