গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায় বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় যানজট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও দোকান ব্যবসায়ীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন চলাচলকারী যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজ বৃহস্পতিবার সকালে মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে এসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ড্রেনেজ–ব্যবস্থা সচল না থাকায় পানি নিষ্কাশনও বাধা পাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিআরটিএ প্রকল্পের উন্নয়নকাজ সম্পন্ন না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন এসব এলাকায় খানাখন্দ তৈরি হয়েছে। তার ওপর মহাসড়কে জল জমে ভোগান্তি আরও বেড়েছে। এতে যানবাহন চলছে ধীরগতিতে। কোথাও কোথাও থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় জলাবদ্ধতার কারণে বেশ কয়েকটি যানবাহন বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। জলমগ্ন পথে হাঁটাচলা যেমন কঠিন হয়ে পড়েছে, তেমন যানবাহন গর্তে আটকে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। জলাবদ্ধতার প্রভাবে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকার বাসিন্দা নাসির উদ্দিন জানান, জলাবদ্ধতা নিরসনে এখনই জোরালো ভূমিকা রাখতে হবে। এর জন্য অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ বন্ধ করার পাশাপাশি ড্রেনেজ–ব্যবস্থার উন্নয়ন জরুরি।

চান্দনা চৌরাস্তা এলাকায় কথা হয় বাসচালক হায়দার আলীর সঙ্গে। তিনি বলেন, অল্প বৃষ্টি হলেই পানি জমে যাওয়ায় মহাসড়কটির দুটি লেন ব্যবহার করা যাচ্ছে না। অনেকে ঝুঁকি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন।

ভোগড়া এলাকার বাসিন্দা ও কারখানার শ্রমিক হাবিবুর রহমান জানান, ‘সকালে ঘুম থেকে উঠেই দেখি, উঠানে পানি উইঠ্যা গেছে। রান্নাঘরেও পানি জমে আছে, এ জন্য সকালে রান্নাবান্না হয়নি। এখন হোটেলে খেয়ে কাজে যাচ্ছি।’ নাসরিন আক্তার নামের আরেক কারখানাশ্রমিক জানান, তিনি সাধারণত পায়ে হেঁটে কারখানায় যান। কিন্তু বৃষ্টির কারণে সড়কগুলোয় পানি জমে আছে। তাই ভিজে ভিজেই কাজে যেতে হচ্ছে।

এসব বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ জানান, মোগরখাল দখল হওয়ার কারণে বৃষ্টির পানি সরে যেতে সময় লাগছে। এতে করে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দখল হওয়া মোগরখাল উদ্ধার করতে কাজ করা হচ্ছে।

একই কথা জানান গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শরিফুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, মহাসড়কের চান্দনা ও ভোগড়া এলাকার পানি মোগরখাল দিয়ে সরে যেত। সেই খাল বর্তমানে দখল করে সংকুচিত করে ফেলেছেন স্থানীয় লোকজন। ড্রেন পরিষ্কার করা হলেও খালটি বড় করা সম্ভব হচ্ছে না। তাই পানি সরে যেতে সময় লাগছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম গরখ ল এল ক য় য নজট ব যবস

এছাড়াও পড়ুন:

৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে। 

সোমবার (১৯ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ মে থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং আগামী ১৪ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে বিভিন্ন রুটগুলোর (ঢাকা থেকে) অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যেসব ডিপো থেকে রুট পরিচালনা করা হবে তার মধ্যে মতিঝিল বাস ডিপো থেকে রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট রুটে; কল্যাণপুর বাস ডিপো থেকে আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল রুটে; গাবতলী ডিপো থেকে রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া রুটে; জোয়ারসাহারা বাস ডিপো থেকে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল রুটে; মিরপুর বাস ডিপো থেকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ রুটে; মোহাম্মদপুর বাস ডিপো থেকে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ রুটে; গাজীপুর বাস ডিপো থেকে ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম রুটে; যাত্রাবাড়ী বাস ডিপো থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল রুটে; নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোণা রুটে; নরসিংদী বাস ডিপো থেকে স্বরূপকাঠী, রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বগুড়া রুটে; কুমিল্লা বাস ডিপো থেকে সিলেট, সুনামগঞ্জ রুটে; সিলেট বাস ডিপো থেকে ময়মনসিংহ, রংপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম রুটে; দিনাজপুর বাস ডিপো থেকে ঢাকা-দিনাজপুর রুটে; সোনাপুর বাস ডিপো থেকে চট্টগ্রাম রুটে; বগুড়া বাস ডিপো থেকে যশোর, রংপুর, বরিশাল রুটে; রংপুর বাস ডিপো থেকে পঞ্চগড়, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা রুটে; খুলনা বাস ডিপো থেকে রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা রুটে; পাবনা বাস ডিপো থেকে গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা রুটে; ময়মনসিংহ বাস ডিপো থেকে গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা রুটে; চট্টগ্রাম বাস ডিপো থেকে রংপুর, সিলেট, ভোলা রুটে; টুঙ্গীপাড়া বাস ডিপো থেকে ঢাকা, চিলমারী, পাটগাতী রুটে; বরিশাল বাস ডিপো থেকে ঢাকা, রংপুর, কুয়াকাটা রুটে যাত্রীদেরকে বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর সেবাগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাস রিজার্ভের জন্য ম্যানেজার (অপা.) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবা: ০১৯১৬৭২১০৪৪, কল্যাণপুর বাস ডিপো-মোবা: ০১৭১৫৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো-মোবা: ০১৭১২২৮১১২১, জোয়ারসাহারা বাস ডিপো-মোবা: ০১৭১৪২৪০৬৫৩, মিরপুর বাস ডিপো- মোবা: ০১৭৪০০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো-মোবা: ০১৭১০৮১৫৮৫৬, গাজীপুর বাস ডিপো-মোবা: ০১৫৫৩৩৪৯৫৬৭, যাত্রাবাড়ী বাস ডিপো-মোবা: ০১৭৩৪১৫৫৩২৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবা: ০১৭৩৬৯৮৪৯৩৫, কুমিল্লা বাস ডিপো-মোবা: ০১৭১৭৭৬৩৮২০, নরসিংদী বাস ডিপো-মোবা: ০১৭২৯৩৩৯৫১৯, দিনাজপুর বাস ডিপো-মোবা: ০১৫৫২৪৪২৫৬৬, সোনাপুর বাস ডিপো-মোবা: ০১৭৩৭৭২২৮৮২, বগুড়া বাস ডিপো-মোবা: ০১৯১৩৭৪১২৩৪, রংপুর বাস ডিপো-মোবা: ০১৭১২৩৮২১৪৪, খুলনা বাস ডিপো-মোবা: ০১৭১১৭০৮০৮৯, পাবনা বাস ডিপো-মোবা: ০১৯১৯৪৬৫২৬৬, ময়মনসিংহ বাস ডিপো-মোবা: ০১৭৫৮৮৮০০১১, চট্টগ্রাম বাস ডিপো-মোবা: ০১৭৯৮১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো-মোবা: ০১৭১২৯০৪১২০, বরিশাল বাস ডিপো-মোবা: ০১৭১১৯৯৮৬৪২, সিলেট বাস ডিপো-মোবা: ০১৭১৯৪০৯৪০৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • সোমবার সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, বৃষ্টি হলেও বাড়বে গরম
  • শিশুর কান্না শুনে ঘরে পাওয়া গেল মায়ের মরদেহ, বাবা পলাতক
  • বজ্রবৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন এলাকায়
  • ৩০ টাকার জন্য বন্ধুকে হত্যা
  • ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ: চার দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ
  • ৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি
  • থোকায় থোকায় ঝুলছে লাল, সবুজ ও কালো আঙুর