গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায় বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় যানজট দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও দোকান ব্যবসায়ীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন চলাচলকারী যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজ বৃহস্পতিবার সকালে মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে এসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ড্রেনেজ–ব্যবস্থা সচল না থাকায় পানি নিষ্কাশনও বাধা পাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিআরটিএ প্রকল্পের উন্নয়নকাজ সম্পন্ন না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন এসব এলাকায় খানাখন্দ তৈরি হয়েছে। তার ওপর মহাসড়কে জল জমে ভোগান্তি আরও বেড়েছে। এতে যানবাহন চলছে ধীরগতিতে। কোথাও কোথাও থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় জলাবদ্ধতার কারণে বেশ কয়েকটি যানবাহন বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। জলমগ্ন পথে হাঁটাচলা যেমন কঠিন হয়ে পড়েছে, তেমন যানবাহন গর্তে আটকে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। জলাবদ্ধতার প্রভাবে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকার বাসিন্দা নাসির উদ্দিন জানান, জলাবদ্ধতা নিরসনে এখনই জোরালো ভূমিকা রাখতে হবে। এর জন্য অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ বন্ধ করার পাশাপাশি ড্রেনেজ–ব্যবস্থার উন্নয়ন জরুরি।

চান্দনা চৌরাস্তা এলাকায় কথা হয় বাসচালক হায়দার আলীর সঙ্গে। তিনি বলেন, অল্প বৃষ্টি হলেই পানি জমে যাওয়ায় মহাসড়কটির দুটি লেন ব্যবহার করা যাচ্ছে না। অনেকে ঝুঁকি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন।

ভোগড়া এলাকার বাসিন্দা ও কারখানার শ্রমিক হাবিবুর রহমান জানান, ‘সকালে ঘুম থেকে উঠেই দেখি, উঠানে পানি উইঠ্যা গেছে। রান্নাঘরেও পানি জমে আছে, এ জন্য সকালে রান্নাবান্না হয়নি। এখন হোটেলে খেয়ে কাজে যাচ্ছি।’ নাসরিন আক্তার নামের আরেক কারখানাশ্রমিক জানান, তিনি সাধারণত পায়ে হেঁটে কারখানায় যান। কিন্তু বৃষ্টির কারণে সড়কগুলোয় পানি জমে আছে। তাই ভিজে ভিজেই কাজে যেতে হচ্ছে।

এসব বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ জানান, মোগরখাল দখল হওয়ার কারণে বৃষ্টির পানি সরে যেতে সময় লাগছে। এতে করে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দখল হওয়া মোগরখাল উদ্ধার করতে কাজ করা হচ্ছে।

একই কথা জানান গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শরিফুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, মহাসড়কের চান্দনা ও ভোগড়া এলাকার পানি মোগরখাল দিয়ে সরে যেত। সেই খাল বর্তমানে দখল করে সংকুচিত করে ফেলেছেন স্থানীয় লোকজন। ড্রেন পরিষ্কার করা হলেও খালটি বড় করা সম্ভব হচ্ছে না। তাই পানি সরে যেতে সময় লাগছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম গরখ ল এল ক য় য নজট ব যবস

এছাড়াও পড়ুন:

দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২